Advertisement
LIC PAN Link
Advertisement

এলআইসির কোনো পলিসি যদি নিয়ে থাকেন, তার সঙ্গে প্যান কার্ডকে সংযুক্ত করতেই হবে অর্থাৎ LIC PAN Link. এলআইসির পক্ষ থেকে ইউজারদের প্যান কার্ড সংযুক্তিকরণের জন্য চূড়ান্ত তারিখ জানিয়ে দেওয়া হয়েছে। দেশের অধিকাংশ মানুষেরই এলআইসিতে বিনিয়োগ রয়েছে।

Advertisement

LIC PAN Link আছে কীভাবে চেক করবেন দেখুন।

বীমা কেনার কথা ভাবলেই প্রথমেই যে বীমা কোম্পানির নাম মনে আসে, সেটি হল দেশের বৃহত্তম বীমা কোম্পানি এলআইসি Life Insurance Corporation ফলে সেখানে এবার এলআইসি তরফে সমস্ত গ্রাহকদের পলিসির সঙ্গে প্যান কার্ডকে সংযুক্তিকরণের জন্য ৩১ মার্চ ২০২৩ এই সময়ের মধ্যেই পলিসি- প্যান কার্ড LIC Policy-PAN লিঙ্ক সম্পন্ন করে ফেলতে হবে।

Advertisement

এলআইসি গ্রাহকদের জরুরি ঘোষণা, আদানি গ্রুপে শেয়ার বিপর্যয়ে পলিসি হোল্ডারদের কি

যারা এখনো এই LIC PAN Link করেননি, তাদের জন্যই এলআইসির তরফে এই সময়সীমা বাড়ানো হয়েছে। তবে এই কাজটি নিজে খুব সহজেই করে নিতে পারবেন। এখানে পরপর ধাপে ধাপে সেই প্রক্রিয়াটি জানানো হলো।

Advertisement

প্রথমেই LIC PAN Link লিঙ্ক করা আছে কিনা সেটা কিভাবে চেক করবেন,দেখুন: এর জন্য এলআইসি ইন্ডিয়ার ওয়েবসাইট linkpan.licindia.in/UIDSeedingWebApp/getPolicyPANStatus- এখানে লগইন করে পরপর ধাপে ধাপে অনুসরণ করে নিজেদের প্যান কার্ডের সঙ্গে অনলাইনে এলআইসি পলিসি লিঙ্ক করা আছে কিনা সেটা দেখে নিতে পারবেন।

১. এলআইসির অফিশিয়াল ওয়েবসাইটে লগইন করে নিজের পলিসি নম্বর LIC Policy Number লিখুন।
২. PAN ডিটেলস ক্যাপচা Captcha কোড সহ জন্মতারিখটি এন্টার করুন।
৩. তারপরে Submit বাটনে ক্লিক করুন।
এই প্রক্রিয়াটি হয়ে যাওয়ার পর এলআইসি প্যান লিংক স্ট্যাটাস আপনার ফোন বা কম্পিউটার বা ল্যাপটপের স্ক্রিনে দেখা যাবে।

EK24 News

যদি পলিসির সঙ্গে প্যান কার্ডের লিংক করা না থাকে, তাহলে আপনার ডিভাইসের স্ক্রিনে click here to register your PAN with us এই কথাটি উঠবে। এবার লিংক করতে চাইলে একটি নির্দিষ্ট জায়গায় সেই নির্দেশাবলী আসবে। সেই অপশনে ক্লিক করলে নতুন উইন্ডো খুলবে। সেখানে যাবতীয় তথ্য দিয়ে প্যান কার্ডের সঙ্গে পলিসি লিঙ্ক করতে পারবেন।

Advertisement

এলআইসি পলিসি- প্যান কার্ড লিঙ্ক Policy-PAN করার পদ্ধতি দেখে নিন।
এলআইসির অফিসিয়াল ওয়েবসাইট linkpan.licindia.in/UIDSeedingWebApp/home এতে লগইন করুন। এরপর নিজের জন্ম তারিখ DOB এবং জেন্ডার Gender PAN ইনফরমেশন অনুযায়ী লিখুন।
প্যান কার্ডের ডিটেলস এবং ইমেইল অ্যাড্রেস Email টাইপ করুন।

এই স্কিমের মাধ্যমে মাসে কিছু পরিমাণ টাকা জমিয়ে এককালীন ৪ লক্ষ টাকা রিটার্ন পান।

প্যান কার্ড অনুযায়ী আপনার পুরো নাম, ফোন নম্বর এবং পলিসি নম্বর টাইপ করুন।
এরপরে ক্যাপচা কোড Captcha Code লিখুন এবং Get OTP অপশনটি সিলেক্ট করুন।
ওটিপি দেওয়ার পরেই আপনার লিংকের কাজ সম্পন্ন হয়ে যাবে। এবার প্যান- এলআইসি পলিসি লিঙ্ক রিকোয়েস্ট PAN-LIC Policy Link Request আপনার ইলেকট্রনিক ডিভাইসে দেখা যাবে।

Advertisement
Advertisement

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Advertisement