Advertisement
প্যান আধার লিঙ্ক (Pan Card Aadhaar Card Link)
Advertisement

আগে প্যান আধার লিঙ্ক করা আছে? মনে পড়ছে না, হারিয়েছে বা চুরি হয়েছে প‍্যান কার্ড? চিন্তা নেই, এক চুটকিতে সব সমাধান, দেখুন।

আধার কার্ডের সঙ্গে প্যান কার্ড লিঙ্ক বা প্যান আধার লিঙ্ক নিয়ে জরুরি ঘোষণা করা হয়েছে। সেই ঘোষণা অনুযায়ী যদি আধার কার্ডের সঙ্গে প্যান কার্ড নির্দিষ্ট সময়সীমার মধ্যে লিংক না করা হয়, তাহলে পরবর্তীতে প্যান কার্ড বাতিল বলে গণ্য করা হবে। ফের একবার আধার এবং প‍্যান লিংকের সময়সীমা বাড়িয়ে ৩০ জুন ২০২৩ পর্যন্ত করা হয়েছে। তবে সময়সীমা বাড়ানো হলেও জরিমানা ১০০০ টাকাই দিতে হচ্ছে।

Advertisement

যদিও সাধারণ মানুষ যখন PAN এবং Aadhaar Link করাতে যাচ্ছেন সেখানে ১ হাজার টাকার থেকে অনেক বেশি টাকা অধিকাংশ জায়গায় দিতে হচ্ছে। যদি ৩০ জুন ২০২৩ এর মধ্যে প্যান এবং আধার লিঙ্ক না করানো হয় তাহলে ১ জুলাই ২০২৩ থেকে প্যান কার্ডটি নিষ্ক্রিয় হয়ে যাবে। তবে এক্ষেত্রে আরেকটি বিষয়ে রয়েছে, অনেকেই হয়তো দীর্ঘদিন আগে প্যান আধার লিঙ্ক করিয়েছেন। এবার এখন মনে করতে পারছেন না। আদৌ অতীতে PAN এবং Aadhaar Link করা হয়েছে কিনা। এই বিষয়টি জেনে নিশ্চিত হওয়ার জন্য একবার দেখে নিন প্যান এবং আধার অতীতে লিঙ্ক করা আছে কিনা।

Advertisement

প্যান আধার লিঙ্ক স্ট্যাটাসঃ

প্রথমেই www.incometax.gov.in এই ওয়েবসাইটে গিয়ে Link Aadhaar Status অপশনে ক্লিক করে ১০ সংখ্যার প্যান নম্বর এবং ১২ সংখ্যার আধার নম্বর সঠিকভাবে লিখতে হবে।
এরপরেই Validate অপশনে ক্লিক করলেই দেখা যাবে, আপনার প্যান এবং আধার লিঙ্ক করা আছে কিনা। যদি লিংক না করা থাকে তাহলে ১০০০ টাকা জরিমানা দিয়ে লিঙ্ক করতে হবে।

প্যান আধার লিঙ্ক

প্যান আধার লিঙ্ক বা আধার এবং প্যান লিংক করতে গেলে ইনকাম ট্যাক্স এর একই ওয়েবসাইটে গিয়ে Link Aadhaar অপশনে ক্লিক করে ১০ সংখ্যার প্যান নম্বর এবং ১২ সংখ্যার আধার নম্বর লিখে Validate অপশনে ক্লিক করতে হবে।
তারপরে ফের PAN নম্বর, Aadhaar নম্বর এবং মোবাইল নম্বর লিখে OTP ভেরিফাই করে Continue অপশনে ক্লিক করলেই E Pay Tax Page খুলে যাবে।
সেখানে Proceed করে Assessment Year ২০২৩-২৪ সিলেক্ট করে Tax of Payment সিলেক্ট করতে হবে। তারপরে Continue অপশনে ক্লিক করে সব শেষে ১ হাজার টাকা পেমেন্ট করতে হবে।

EK24 News

স্ট্যাটাস দেখতে এখানে ক্লিক করুন

PAN নম্বর ভুলে গেলে বা হারিয়ে গেলেঃ

প্যান কার্ড বা Permanent Account Number যেহেতু খুবই গুরুত্বপূর্ণ নথি, সেই কারণে তা যদি চুরি হয়ে যায় বা হারিয়ে যায়, তাহলেও বিস্তর ঝামেলা পোহাতে হবে। তবে প্যান কার্ড হারিয়ে গেলে বা চুরি হয়ে গেলে অফলাইন বা অনলাইনে ডুপ্লিকেট প্যান কার্ডের জন্য আবেদন করা যায়। সে ক্ষেত্রে প্রথমেই হারিয়ে যাওয়া বা চুরি হয়ে যাওয়ার কথা জানিয়ে থানায় এফআইআর করতে হবে। সেই FIR Copy নিজের কাছে গুরুত্ব দিয়ে রেখে দিতে হবে। কারণ যদি সেই প্যান কার্ড থেকে কোনো প্রতারণামূলক কাজ হয়, তাহলে এই এফআইআর কপি হলো রক্ষাকবচ।

Advertisement

Airtel ধামাকা অফার, মাত্র 150 টাকায় 1 বছর ভ্যালিডিটি, নববর্ষের আগে রিচার্জ করুন।

এবার প্যান কার্ড হারিয়ে গেলে বা চুরি হয়ে গেলে আবেদন পত্র নিয়ে TIN সুবিধা কেন্দ্রে গিয়ে ৪৯ এ ফর্ম নিতে হবে। এই ফর্ম পূরণ করার পর পাসপোর্ট সাইজের এক কপি ছবি, পরিচয় পত্রের প্রমাণ, ঠিকানার প্রমাণ এবং এফ আই আর এর কপি ফর্মের সঙ্গে জমা দিতে হবে। ফটো ফর্মের উপরে লাগিয়ে সেখানে সই করতে হবে। টাকা দেওয়ার জন্য একটি DD বা Cheque যোগ করতে হবে। সেটা প্যান অফিসে জমা দিতে হবে। খামের উপরে Application for PAN Change Request লিখতে হবে। ২ থেকে ৩ সপ্তাহের মধ্যে আবেদনকারীর ঠিকানায় ডুপ্লিকেট প্যান কার্ড পৌঁছে যাবে।
Written by Rajib Ghosh.

ভারতের 3 টি নিরাপদ ও বিশ্বস্ত ব্যাঙ্কের তালিকা প্রকাশ করলো রিজার্ভ ব্যাঙ্ক।

Advertisement
Advertisement

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Advertisement