Advertisement
How to change APL ration Card to BPL Ration Card (রেশন কার্ড বদল)
Advertisement

এখন APL রেশন কার্ডকে BPL Ration Card রেশন কার্ডে রূপান্তর করার নিয়ম হয়েছে আরও সহজ। আপনি যদি যোগ্য হয়ে থাকেন, তবে মোবাইলের মাধ্যমেই বিপিএল রেশন কার্ড তালিকাভুক্ত হতে পারেন। কিভাবে করবেন জেনে নিন।

Advertisement

অতিমারী চলাকালীন সময়ে অর্থনৈতিকভাবে পিছিয়ে পড়া মানুষদের কথা ভেবে সরকার ৫টি রেশন কার্ড অন্ত্যোদয় অন্ন যোজনা কার্ড (AAY), পি এইচ এইচ কার্ড (PHH), এস পি এইচ এইচ কার্ড (SPHH), রাজ্য সুরক্ষা যোজনা ১ কার্ড (RKSY I), রাজ্য সুরক্ষা যোজনা ২ কার্ড (RKSY II) চালু করেছিল। এই রেশন কার্ডগুলি ব্যবহার করার ফলে অর্থনৈতিকভাবে পিছিয়ে পড়া রাজ্যবাসী বিনামূল্যে খাদ্য সংগ্রহ করতে পারে। আর এবার নতুন করে আরও কিছু APL Ration Card কে BPL Ration Card এ রুপান্তর করার প্রক্রিয়া শুরু হয়েছে।

Advertisement

দেশের এই ৫টি রেশন কার্ডের মধ্যে অর্থাৎ, অন্ত্যোদয় অন্ন যোজনা কার্ড (AAY), পি এইচ এইচ কার্ড (PHH), এস পি এইচ এইচ কার্ড (SPHH), রাজ্য সুরক্ষা যোজনা ১ কার্ড (RKSY I), রাজ্য সুরক্ষা যোজনা ২ কার্ড (RKSY II) –এর মধ্যে পাওয়া সুবিধা বিভিন্ন রকম।

Advertisement
রেশন কার্ডকার্ডে পাওয়া সুবিধা
AAY, PHH, SPHHস্বল্প মূল্যে চাল, গম সহ অন্যান্য দ্রব্য পাওয়া যায়।
RKSY-I, RKSY-IIএই কার্ডের উপোভক্তাদের চাল, গম সহ অন্যান্য দ্রব্যগুলি ক্রয় করার ক্ষেত্রে টাকা দিতে হয়।

তবে বর্তমানে যে কেউই এই রেশন কার্ডগুলির জন্যে আবেদন করতে পারেন। সাথে APL রেশন কার্ডকে BPL Ration Card রেশন কার্ডে রূপান্তর করার নিয়মও সহজ হয়েছে। এখন বাড়িতে বসেই কয়েকটি স্টেপ অনুসরন করে আপনি APL রেশন কার্ডকে BPL Ration Card রেশন কার্ডে রূপান্তর করতে পারবেন। আজকের প্রতিবেদনে আমরা APL রেশন কার্ডকে BPL রেশন কার্ডে রূপান্তর করার স্টেপগুলি নিয়ে আলোচনা করবো।

How to Change APL to BPL Ration Card in West Bengal

কিভাবে করবেন APL রেশন কার্ডকে BPL রেশন কার্ডে রূপান্তর?
১) APL রেশন কার্ডকে BPL রেশন কার্ডে রূপান্তর করার ক্ষেত্রে প্রথমে, পশ্চিমবঙ্গ সরকারের ফুড অ্যান্ড সাপ্লাই ডিপার্টমেন্ট-এর অফিসিয়াল ওয়েবসাইট https://food.wb.gov.in/ -তে যেতে হবে।
২) ওয়েবসাইটে ঢুকে নিচের দিকে যান।
৩) Homepage-এ নিচে “Ration Card” অপশন খুঁজে তাতে ক্লিক করুন।

EK24 News

৪) এরপর “Apply for Change of Ration Category” BPL Ration Card-তে ক্লিক করুন।
৫) সামনে খোলা নতুন পেজে আপনাকে আপনার “বৈধ রেজিস্টার্ড মোবাইল নম্বর” লিখতে হবে।
৬) আপনার “বৈধ রেজিস্টার্ড মোবাইল নম্বর” লেখার পর তাতে যে O.T.P আসবে।

Advertisement

৭) সেই O.T.P যথাস্থানে লিখে “Proceed” অপশনে ক্লিক করতে হবে।
৮) “Proceed” অপশনে ক্লিক করার পর সামনে আসা নতুন পেজে নিচের দিকে “Apply now” অপশনে ক্লিক করতে হবে।
৯) সামনে আসা নতুন পেজে থাকা প্রশ্নগুলির প্রত্যেকটির উত্তর সঠিকভাবে দিতে হবে।

১০) এরপর “Next” অপশনে ক্লিক করতে হবে
১১) এরপর আপনি আপনার পরিবারের যে বা যেসকল সদস্যের রেশন কার্ডের ক্যাটাগরি পরিবর্তন করতে চাইছেন তাদের নাম সিলেক্ট করতে হবে।
১২) সমস্ত প্রয়োজনীয় তথ্য বা ইনফরম্যাশন আপলোড করতে হবে।

ভারতীয় নোটে কিছু লেখা থাকলেই বাতিল! RBI Clean Note Policy নতুন নিয়ম জেনে নিন।

১৩) APL রেশন কার্ডকে BPL Ration Card কার্ডে রূপান্তর করার ক্ষেত্রে এরপর “Terms and condition” option –এ ক্লিক করে “Proceed” অপশনে ক্লিক করতে হবে।
১৪) এরপর সেই পেজের নিচে থাকা “Send OTP” option –এ ক্লিক করতে হবে।
১৫) APL রেশন কার্ডকে BPL রেশন কার্ডে রূপান্তর করার ক্ষেত্রে সর্বশেষ স্টেপ হল – রেজিস্টার্ড মোবাইল নম্বরে আসা OTP সঠিকভাবে লিখে “Submit OTP” অপশনে ক্লিক করতে হবে। ফলে ফর্মটি সাবমিট হয়ে যাবে।

Advertisement

বিরাট ঘোষণা, 6 মাস রিচার্জ লাগবে না, মোবাইলে সব ফ্রি।

সাবমিট করার কিছুদিন পরই আপনি যদি বিবেচিত হন তবে মোবাইলে মেসেজ পাবেন এবং বাড়িতে নতুন BPL Ration Card কার্ড চলে আসবে। এবিষয়ে আপনাদের কোন প্রশ্ন বা বক্তব্য থেকে থাকলে নিচে কমেন্ট বক্সে জানতে পারেন। এরকম আরো খবর পেতে আমাদের ওয়েবসাইট ফলো করুন।
Written by Rajeshwari.

Advertisement
Advertisement
26 thoughts on “ঘরে বসে ফ্রিতে APL রেশন কার্ড কে BPL Ration Card বানিয়ে ফেলুন অনলাইনে।”
  1. কোন রেশন কার্ড APL আর কোন রেশন কার্ড BPL সেটা তো জানি না কারণ কার্ডেAplবাBPL লেখা নেই

  2. Advertisement
  3. RKSY-I থেকে কিভাবে AAY কার্ডে পরিবর্তন করা যায় , জানাবেন ।

    1. Rksy2 convert into rksy1 by fill up form8u, if head of the family has aay, sphh, phh, then other members will get those cards otherwise not possible

  4. Advertisement
  5. ১২) সমস্ত প্রয়োজনীয় তথ্য বা ইনফরম্যাশন আপলোড করতে হবে
    এখনে কি কি লাগবে

  6. Advertisement
  7. 1st OTP নিচ্ছে কিনতু 2nd OTP নিচ্ছে না। এখন কি করবো ?

  8. Advertisement
  9. About 2 months ago I submitted my documents to my Ration Dealer for change my Ration Card from RKSY-II to RKSY-I, Ration Dealer saying, ” You will get the card at your home”, but did not get my card, no any massage in my cell phone. How can I the status of Ration Card?

  10. Advertisement
  11. Advertisement এর Heading – এ লিখে দিন “যদি আপনি বিবেচিত হন, তাহলে APL থেকে BPL ক্যাটেগরির রেশন কার্ড পাবেন ।”
    পুরো Online Application – এর Step by Step Process টা follow করুন ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Advertisement