Advertisement
SBI Scholarship 2022 Apply online and ast date (ষ্টেট ব্যাংক স্কলারশিপ)
Advertisement

ষ্টেট ব্যাংক অফ ইন্ডিয়া বা SBI ছাত্র ছাত্রীদের পড়াশোনায় সাহায্য করতে SBI Scholarship 2022 প্রকল্প চালু করলো। কারা এই স্কলারশিপ পাবেন, কিভাবে আবেদন করবেন, কত টাকা পাওয়া যাবে, আবেদনে কি কি লাগবে, কবে আবেদনের শেষ তারিখ, জেনে নিন বিস্তারিত।

Advertisement

ছাত্র-ছাত্রীরা যাতে উচ্চশিক্ষা গ্রহণ করতে পারে, টাকার অভাবে যাতে পড়াশোনা না বন্ধ হয়ে যায়, সেই কারণে সরকারি এবং বেসরকারি বিভিন্ন ধরনের স্কলারশিপ এর ব্যবস্থা আছে। এরকমই একটি স্কলারশিপ এর কথা বলা হবে। এই স্কলারশিপের নাম হল এসবিআই আশা স্কলারশিপ ২০২২ (SBI Asha Scholarship 2022).
স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার কর্পোরেট সোশ‍্যাল রেসপন্সিবিলিটি ফাউন্ডেশন এর Buddy for Study স্কিমের অন্তর্ভুক্ত এই স্কলারশিপ।

Advertisement

SBI Scholarship 2022: এর খুটিনাটি।

পড়ুয়াদের এই স্কলারশিপ এর মাধ্যমে বার্ষিক ১৫ হাজার টাকা দেওয়া হবে।
এই স্কলারশিপ এর জন্য সমস্ত জাতির প্রার্থীরাই আবেদন করতে পারবেন।

SBI Scholarship 2022 – এ আবেদনের জন্য প্রয়োজনীয় নথিপত্র:
পূর্বের ক্লাসের মার্কশিট
যে ক্লাসে ভর্তি হবেন তার রশিদ
আধার কার্ড বা প্যান কার্ড

Advertisement

ইনকাম সার্টিফিকেট
পাসপোর্ট সাইজের ছবি

SBI Scholarship 2022 – আবেদনের নিয়ম:
এই স্কলারশিপে আবেদন করতে হলে ষষ্ঠ শ্রেণী থেকে দ্বাদশ শ্রেণীতে পাঠরত হতে হবে।
অবশ্যই ভারতীয় নাগরিক হতে হবে।
পারিবারিক বার্ষিক আয় ৩ লক্ষ টাকার মধ্যে হতে হবে।
পূর্বের পরীক্ষায় ৭৫ শতাংশ নম্বর সহ পাশ করতে হবে।
এই স্কলারশিপ এর আবেদনের জন্য শেষ তারিখ এখনো ঠিক করা হয়নি। আবেদন করতে চাইলে শীঘ্রই করুন।

সবচেয়ে সস্তা রিচার্জ প্ল্যান এনে তাক লাগিয়ে দিল Jio, 128 টাকায় সারামাস আনলিমিটেড ফ্রি পরিষেবা।

SBI Scholarship 2022 Apply Online:
১. অনলাইন মাধ্যমেই এই স্কলারশিপের জন্য আবেদন করতে হবে।
২. অফিসিয়াল ওয়েবসাইট Buddy for Study-তে লগইন করতে হবে।
৩. তারপর Apply Now অপশনে ক্লিক করে Register- এ ক্লিক করতে হবে।
৪. এরপর নাম, ইমেইল আইডি, ফোন নম্বর এবং পাসওয়ার্ড দিয়ে রেজিস্টার করতে হবে।

EK24 News

রাস্তার পাশে বাড়ি থাকলেই কেল্লাফতে! এই ব্যবসা শুরু করে জীবন বদলে দিন।

৫. ইউজার আইডি এবং পাসওয়ার্ড দিয়ে লগইন করতে হবে।
৬. এসবিআই আশা স্কলারশিপ ২০২২ নামে একটি অপশন আসবে। সেখানে Start Application অপশনে ক্লিক করতে হবে। যাবতীয় তথ্য দিয়ে আবেদন পত্র পূরণ করতে হবে।
৭. এরপর সাবমিট অপশনে ক্লিক করতে হবে।
ফর্ম ডাউনলোড ও আবেদন করতে এখানে ক্লিক করুন
Written by Rajib Ghosh.

Advertisement
Advertisement
Advertisement
3 thoughts on “SBI Scholarship – পরিবারের আয় একটু কম হলেই পড়াশোনার সব খরচ দিচ্ছে ষ্টেট ব্যাংক, আবেদন করলেই পাবে এই স্কলারশিপ।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Advertisement