SBI ATM Franchisee – এককালীন ৩ লাখ টাকা দিয়ে মাসে 45 হাজার টাকা আয়ের সুযোগ দিচ্ছে ষ্টেট ব্যাংক।

ইতিমধ্যেই জেনেছেন ৩ লাখ টাকা বিনিয়োগে ঘরে বসেই SBI ATM Franchisee এর মাধ্যমে প্রায় ৪৫ হাজার টাকা আয়ের সুযোগ দিচ্ছে State Bank Of India.

Advertisement

যেতে হবে না নিয়মিত অফিসে, ব্যবসা করার জন্য কোনো হ‍্যাপা নিতে হবে না, নিশ্চিন্তে ঘরে বসেই প্রতি মাসে মোটা টাকা উপার্জনের সুযোগ করে দিচ্ছে স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া। দেশের বৃহত্তম ব্যাংক SBI-তে অধিকাংশ মানুষের অ্যাকাউন্ট রয়েছে। তবে ঘরে বসে যে আয় করার সুযোগ এনে দিচ্ছে এসবিআই সেখানে ব্যাংকের অ্যাকাউন্ট না থাকলেও চলবে। এই ব্যাংকে যদি কোনো ধরনের অ্যাকাউন্ট নাও থাকে, তবুও SBI- এর এই সুযোগ যে কেউ গ্রহণ করতে পারবেন।

Advertisement

SBI ATM Franchisee দেওয়ার স্কিম নিয়ে এসেছে। যদি নির্দিষ্ট পরিমাণে জমি থাকে তাহলে এস বি আই এর ATM স্থাপন করে সেখান থেকে প্রতি মাসে আয় করতে পারবেন। যেহেতু অধিকাংশ মানুষের SBI- এর কোনো না কোনো অ্যাকাউন্ট রয়েছে, তাই এই ব্যাংকের ট্র‍্যানজাকশন হয় বেশি। ফলে SBI ATM Franchisee কেউ নিলে সেক্ষেত্রে প্রতি মাসে ৬০০০০ টাকা আয় করতে পারবেন। বছরে প্রায় ৭ লক্ষ ২০ হাজার টাকা উপার্জন করা সম্ভব হবে।

State Bank এর এটিএম স্থাপন করতে গেলে কোনো জনবহুল জায়গায় রাস্তার উপরে নিজস্ব জমি থাকতে হবে। এমন জায়গায় সেই জমি থাকার প্রয়োজন যেখানে সবসময় মানুষজন দেখতে পায়। এবার ওই ATM এ প্রতি Transaction পিছু একটা কমিশন দেওয়া হয়। মোটামুটি সেই কমিশন অনুযায়ী হিসাবে প্রায় প্রতি মাসে ৬০০০০ টাকা পর্যন্ত আয় হতে পারে। SBI ATM Franchisee বসানোর জন্য টেন্ডার দেওয়ার প্রক্রিয়া শুরু হয়ে গিয়েছে।

Advertisement

এককালীন টাকা রেখে সারাজীবন প্রতিমাসে 20000 টাকা পেনশন পান, এই অফার কেউ

SBI ATM Franchisee নিতে গেলে কি কি প্রয়োজন:

১. কোনো জনবহুল জায়গায় রাস্তার ওপরে ৫০ থেকে ৮০ বর্গফুট জায়গার প্রয়োজন।
২. যে জায়গায় এটিএম বসানো হবে সেই জায়গাটি যেন গ্রাউন্ড ফ্লোরে হয় এবং দৃশ্যমানতা ভাল হয়।
৩. SBI- এর অন্য ATM- এর থেকে ১০০ মিটারের একটু বেশি দূরত্ব প্রয়োজন।

Advertisement

পোস্ট অফিস এর ফ্রাঞ্চাইজি নিয়ে ঘরে বসে মাসে আয় 30-40 হাজার টাকা। ক্লিক করে জেনে নিন।

৪. যেখানে এটিএম বসানো হবে সেখানে ২৪ ঘন্টা বিদ্যুৎ থাকতে হবে এবং এক কিলোওয়াট ক্ষমতা বিশিষ্ট বিদ্যুতের কানেকশন প্রয়োজন।
৫. ন্যূনতম ৫ লক্ষ টাকা বিনিয়োগ করতে হবে। তবেই এসবিআই এটিএম ফ্র্যাঞ্চাইজি নিতে পারবেন।
৬. প্রতিদিন অন্তত ATM থেকে ৩০০ টি Transaction করার মত পরিকাঠামো থাকতে হবে।
Written by Rajib Ghosh.

Advertisement

Leave a Comment