Advertisement
Post Office Franchise (পোষ্ট অফিস ফ্রাঞ্চাইজি)
Advertisement

সারাজীবন নিশ্চিন্তে আয় করতে কে না চায়। আর সেই সুযোগ এখন আপনার হাতের মুঠোয়। Post Office Franchise নিয়ে মাসে মাসে নিশ্চিন্তে স্থায়ী রোজগার করার সুবর্ণ সুযোগ। কিভাবে অংশ নেবেন, কত টাকা আয় করা যায়। জানুন বিস্তারিত।

Advertisement

৫০০০ টাকা ইনভেস্ট করে Post Office Franchise নিন আর সারাজীবন রোজগার করুন।

পোস্ট অফিসের বিভিন্ন স্কিমে মোটা হারের সুদ দেওয়া হয়। এছাড়াও জীবনবীমার ক্ষেত্রে অনেক সুবিধাজনক পলিসিও থাকে পোস্ট অফিসের। তাই পোষ্ট অফিসে বিনিয়োগ করতে সকলেই চান। আর সেই ভরসার যায়গা থেকে, যদি আপনি পোষ্ট অফিস কেই আপনার ব্যবসা ক্ষেত্র করে তুলতে পারেন, তবে আপনার কাস্টোমারের অভাব হবে না। আর সেই সুযোগ নিতে পারেন Post Office Franchise এর মাধ্যমে। অর্থাৎ পোষ্ট অফিসের অথোরাইজ গ্রাহক সেবা কেন্দ্র নিয়ে আপনি পোষ্ট অফিসের সমস্ত পরিষেবা দিতে পারেন, আর তার বদলে মোটা টাকা রোজগার করতে পারেন।

Advertisement

পোস্ট অফিস থেকে আপনি আয় করতে পারবেন মূলত ফ্রাঞ্চাইজি নেবার মাধ্যমে। গত কয়েক বছর থেকেই ভারতীয় ডাক বিভাগের জনপ্রিয়তা বৃদ্ধি পেতে শুরু করেছিল পুরো দেশ জুড়ে। সেই সময় থেকেই ভারতীয় ডাক বিভাগের পক্ষ থেকে একটি নতুন ফ্রাঞ্চাইজি মডেল নিয়ে আসা হয়। এখানে ইন্ডিভিজুয়াল থেকে শুরু করে ইনস্টিটিউশন এবং অর্গানাইজেশন এই বিশেষ ফ্রাঞ্চাইজি গ্রহণ করতে পারবে। এছাড়াও, নতুন টাউনশিপ, নতুন শহর, স্পেশাল ইকোনমিক জোন, নতুন ইন্ডাস্ট্রিয়াল সেন্টার, কলেজ, পলিটেকনিক কলেজ, বিশ্ববিদ্যালয়, প্রফেশনাল কলেজসহ সমস্ত প্রতিষ্ঠানও এই ডাকঘরের ফ্রাঞ্চাইজি নিতে পারে।

Advertisement

Post Office Franchise বা ডাক বিভাগের ফ্রাঞ্চাইজির মাধ্যমে স্ট্যাম্প, স্টেশনারি দ্রব্যাদি বিক্রি, রেজিস্টার্ড আর্টিকেল, স্পিড পোস্ট আর্টিকেল, মানি অর্ডার বুকিং ইত্যাদির কাজ হবে।পাশাপাশি পোস্টাল লাইফ ইনসিওরেন্স(PLI)-র ক্ষেত্রে এজেন্টের মত কাজ করবে পোষ্ট অফিস ফ্রাঞ্চাইজিগুলি। ভারত সরকার সারা ভারতে ১০ হাজার এরকম ফ্র্যাঞ্চাইজি স্থাপনের লক্ষ্য নিয়েছে। অর্থাৎ হিসেব করলে প্রতি ৫ কিলোমিটার দূরত্বের মধ্যে একটি ডাকঘর অথবা পোষ্ট অফিস ফ্র্যাঞ্চাইজি রাখা হবে।

Post Office Franchise গ্রহণ করতে হলে আপনাকে আপনার শহরের সবথেকে বড় পোস্ট অফিসে গিয়ে সেখানে ফ্রাঞ্চাইজি কাউন্টারে যোগাযোগ করতে হবে। সেখানে ফ্রাঞ্চাইজি নেবার জন্য আপনাকে একটি বিশেষ ফর্ম পূরণ করতে হবে। তারপরে যোগ্য ব্যক্তিদের নির্বাচন করবে পোষ্ট অফিস।

EK24 News

Post Office Franchise নির্বাচনের প্রক্রিয়ার শেষে, সেই নির্দিষ্ট ব্যক্তিদের ভারতীয় ডাক বিভাগের সঙ্গে একটি চুক্তিপত্র স্বাক্ষর করতে হবে। যে ব্যক্তি নিজের নামে এই Post Office Franchise গ্রহণ করবেন, তার নূন্যতম বয়স হতে হবে ১৮ বছর এবং তার শিক্ষাগত যোগ্যতা হতে হবে নূন্যতম অষ্টম শ্রেণি পাস।

Advertisement

এরপরে আপনি ইন্ডিয়ান পোস্ট এর হোম পেজে রেজিস্টার অপশনে গিয়ে নিজেকে রেজিস্টার করিয়ে নেবেন, তাহলে অনলাইনের মাধ্যমে নিজের অ্যাকাউন্ট চালাতে পারবেন আপনি।
Post Office Franchise নেওয়া এবং রেজিস্ট্রেশন হয়ে গেলে আপনি কমিশন ভিত্তিক টাকা উপার্জন করতে পারবেন।

এককালীন স্বল্প বিনিয়োগ করে ব্যবসায় মাসে মাসে কামান 60 হাজার।

Post Office Franchise এর মাধ্যমে কেমন আয় হয়?

স্পিড পোস্ট আর্টিকেল বুকিং এর জন্য ৫ টাকা, ১০০ থেকে ২০০ টাকা পর্যন্ত মানি অর্ডার বুকিং এর উপর ৩.৫০ টাকা, ২০০ টাকার থেকে বেশি মূল্যের মানি অর্ডার বুকিং এর উপরে ৫ টাকা, ১ হাজারের বেশি আর্টিকেল প্রতিমাসে বুকিং হলে অতিরিক্ত ২০ শতাংশ কমিশন, পোস্টেজ স্ট্যাম্প, পোস্টাল স্টেশনারি এবং মানি অর্ডার ফর্ম বিক্রির উপরে ৫ শতাংশ কমিশন, রেভিনিউ স্ট্যাম্প, সেন্ট্রাল রিক্রুটমেন্টের মত স্ট্যাম্প বিক্রির উপরে অতিরিক্ত ৪০ শতাংশ কমিশন পাওয়া যাবে।

ব্যবসা সংক্রান্ত আরও পোষ্ট দেখুন।

অতএব স্বল্প এককালীন বিনিয়োগ করেই সারাজীবন টাকা কামাতে চাইলে আজই ফ্রাঞ্চাইজি নেবার জন্য যোগাযোগ করুন আপনার নিকটবর্তী পোস্ট অফিসে। আর আপনার এই বিষয়ে কোনও প্রশ্ন থাকলে নিচে কমেন্ট করুন। এবং কাজ, ব্যবসা, অর্থনীতি সংক্রান্ত খবর পেতে EK24 News ফলো করুন।
Written by Antara Banerjee.

Advertisement
Advertisement
Advertisement
One thought on “Post Office Franchise – মাত্র 5000 টাকা পোষ্ট অফিসে রেখে, এই ব্যবসা করে মাসে লাখ টাকা আয় করুন।”
  1. আমি ট্যাক্স কনসালটেন্ট’। আমি কি ফ্র্যাঞ্চাইজিটা নিতে পারি ?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Advertisement