PMSS Scholarship এ আবেদন করলেই অ্যাকাউন্টে ৩০০০ টাকা ঢুকবে প্রতি মাসে।
দরিদ্র অথচ মেধাবী পড়ুয়াদের সাহায্য করার জন্যই বিভিন্ন ধরনের স্কলারশিপ এর বন্দোবস্ত রয়েছে। আর তার নবতম সংযোজন PMSS Scholarship বা PMSS Scholarship Scheme বা PM Modi scholarship বা অনেকে মোদী স্কলারশিপ ও বলে থেকে। বাংলায় এর নাম রসধান মন্ত্রী স্কলারশিপ স্কীম। এই স্কলারশিপে প্রতিমাসে ৩০০০ টাকা পর্যন্ত পাওয়া যাবে, অর্থাৎ বছরে ৩৬০০০ টাকা। কিভাবে আবেদন করবেন, কি কি নিয়ম রয়েছে, জেনে নিন।
সরকারি, বেসরকারি উভয় ক্ষেত্রেই এই PMSS Scholarship স্কলারশিপ দেওয়া হতে থাকে। আর এই স্কলারশিপের বন্দোবস্ত চালু হওয়ার ফলে নিম্ন আয় সম্পন্ন পরিবারের ছাত্রছাত্রীরা উচ্চ শিক্ষা গ্রহণ করতে পারছেন এবং নিজের পায়ে দাঁড়ানোর সুযোগ পাচ্ছেন। এবার এরকমই একটি স্কলারশিপ এর ব্যাপারে বিস্তারিত জানানো হল।
এই স্কলারশিপটির নাম মোদি স্কলারশিপ PMSS Scholarship.
মূলত এক্স-আর্মি, সেন্ট্রাল সিকিউরিটি, কোস্ট গার্ড, এয়ার ফোর্স, পুলিশকর্মী পরিবারের পড়ুয়ারা এই স্কলারশিপের সুযোগ পান। এই সমস্ত প্রাক্তন নিরাপত্তা কর্মীদের পরিবারের যে সমস্ত ছাত্র ছাত্রীরা তাদের উপরেই আর্থিকভাবে নির্ভরশীল পড়াশোনার ক্ষেত্রে সহযোগিতা করার জন্য এই Modi Scholarship এর ব্যবস্থা করা হয়েছে। ২০২২- ২৩ শিক্ষাবর্ষের জন্য এই মোদি স্কলারশিপের আবেদন প্রক্রিয়া ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে।
PM SS Scholarship এর বিবরণ ও নিয়মঃ
আগামী ৩০/১২/ ২০২২ পর্যন্ত এই আবেদন প্রক্রিয়া চলবে। যদি এখনো পর্যন্ত PMSS-এর জন্য আবেদন না করে থাকেন তাহলে এক্ষুনি অনলাইনে গিয়ে আবেদন করুন।
প্রতি বছরে অন্তত ৬ হাজার ছাত্রছাত্রী এই PMSS Scholarship স্কলারশিপ এর সুবিধা পেয়ে থাকেন।
এই স্কলারশিপের মাধ্যমে ডাক্তারি, ইঞ্জিনিয়ারিং, এমবিএ, এমসিএ, ডেন্টাল, ফার্মাসি এবং যেকোনো ভোকেশনাল কোর্সে শিক্ষা গ্রহণের জন্য আর্থিক সহযোগিতা পাওয়া যায়।
মোদি স্কলারশিপের ছাত্রীরা প্রতি মাসে ৩০০০ টাকা এবং ছাত্ররা ২৫০০ টাকা করে স্কলারশিপ পাবেন।
PMSS স্কলারশিপ সম্বন্ধে বিস্তারিত তথ্য জানার জন্য www.kab.gov.in এই ওয়েবসাইটে যেতে পারেন।
ওয়েবসাইটে গিয়ে PMSS Option- এ Click করলে New Application অপশন আসবে। সেখানে ক্লিক করলেই আপনি আবেদন প্রক্রিয়া শুরু করতে পারবেন। অনলাইনেই মোদি স্কলারশিপের জন্য আবেদন নেওয়া হয়।
সমস্ত নথিপত্র ঠিকঠাক ভাবে জমা দিলে অবশ্যই এই স্কলারশিপের টাকা পেয়ে যাবেন।
এবার দেখে নেওয়া যাক মোদি স্কলারশিপে আবেদন করতে গেলে কি নথিপত্র লাগবে:
শিক্ষাগত যোগ্যতার প্রমাণ পত্র, দ্বাদশ শ্রেণী এবং গ্রাজুয়েশন এর মার্কশিট/ ডিপ্লোমার মার্কশীট।
কোনো রাজ্যের পুলিশকর্মীরা সন্ত্রাসবাদী হামলার শিকার হয়ে থাকলে সেই রাজ্য সরকারের ইস্যু করা সার্টিফিকেট।
শারীরিকভাবে অক্ষম হলে প্রতিবন্ধী সার্টিফিকেট।
AMAZON SCHOLARSHIP 2022 এ ছাত্র-ছাত্রীরা পাবেন 1,60,000 টাকা।
সংশ্লিষ্ট কর্মীর মৃত্যু হলে ডেথ সার্টিফিকেট।
অ্যাচিভমেন্ট সার্টিফিকেট (বীরত্ব পুরস্কার জয়ীদের ক্ষেত্রে)
Discharge Certificate/PPO/Passbook (A থেকে F Category-র কর্মীদের জন্য)
হেড অফিস দ্বারা নিবন্ধিত Serving Certificate
তাই যারা এখনো পর্যন্ত মোদি স্কলারশিপের জন্য আবেদন করেননি তারা এক্ষুনি অনলাইনে গিয়ে PMSS Scholarship 2022 এ আবেদন করুন।
Written by Rajib Ghosh.
I like you
I like you
Ami ai job a joine korta chi
I want to apply for this scholarship. But if I study in BA 2nd year, will it be available?
Vill_Islampur.
P.o _Bhasaipaikar
P.s- Samserganj
Dist. Murshidabad
Town . Dhuliyan
State. West bengal
I am studying in nursing, i m belongs to poor family, i m interested in study….but i don’t have money for…
My name is arpita samanta ray, & I’m apply for this scholarship bcz it’s very important for my family