Advertisement
PMKMY Pension Scheme 2022
Advertisement

অবসর জীবনকে আরও সুনিশ্চিত করতে সরকার নতুন একটি পেনশন প্রকল্প PMKMY Pension Scheme এনেছে। যার পুরো নাম Pradhan Mantri Kisan Mandhan Yojana. যেখানে মাত্র ৫৫ টাকা করে জমিয়ে সারাজীবন পেনশন পেতে পারেন। কিভাবে শুরু করবেন, জেনে নিন।

Advertisement

সরকারের পক্ষ থেকে বিভিন্ন সময় একাধিক সামাজিক প্রকল্প নিয়ে আসা হয়। কেন্দ্র এবং রাজ্য উভয় সরকারই সাধারণ মানুষের জন্য বিভিন্ন ধরনের জনকল্যাণমূলক প্রকল্প তৈরি করে। ভারত সরকারের তরফে এরকমই একটি প্রকল্প নিয়ে আসা হয়েছে। যেখানে বার্ধক্য সুরক্ষা এবং সামাজিক সুরক্ষার দিকে লক্ষ্য (PMKMY Pension Scheme) দেওয়া হয়েছে। এই প্রকল্পে ৬০ বছর বয়সে পৌঁছানোর পর প্রতি মাসে ৩০০০ টাকা করে পেনশন পাওয়া যাবে। প্রকল্পটির নাম প্রধানমন্ত্রী কিষাণ মানধন যোজনা (Pradhan Mantri Kisan Maandhan Yojana).

Advertisement

দেশের ক্ষুদ্র এবং প্রান্তিক কৃষকদের জন্যই এই প্রকল্প তৈরি করেছে ভারত সরকার। এর আগে যেরকম প্রধানমন্ত্রী কিষাণ নিধি যোজনা, কিষাণ ক্রেডিট কার্ড স্কিম, কিষাণ সিঞ্চায়ী যোজনার মত কৃষকদের উদ্দেশ্যে একাধিক প্রকল্প নিয়ে আসা হয়েছে। কিষাণ নিধি যোজনার অধীনে একজন কৃষক ২০০০ টাকা করে তিনটি কিস্তিতে মোট ৬ হাজার টাকা পেয়ে থাকেন। এছাড়াও কৃষকদের জন্য বিভিন্ন ধরনের প্রকল্প রয়েছে।

Advertisement

এবার প্রধানমন্ত্রী কিষাণ মানধন যোজনার মাধ্যমে (PMKMY Pension Scheme) একজন কৃষক প্রতিমাসে ৩ হাজার টাকা করে পেনশন পাবেন। ওই কৃষক মারা যাওয়ার পরে তার স্ত্রী ওই পেনশনের ৫০ শতাংশ পাবেন। তবে এই পেনশন শুধুমাত্র স্বামী এবং স্ত্রীর মধ্যেই সীমাবদ্ধ থাকবে। তার সন্তানেরা এই স্কিমের যোগ্য নয়। তবে এই দুরমুল্যের বাজারে এত কম টাকা দিয়ে একটি ভালো অঙ্কের পেনশন (PMKMY Pension Scheme) পাওয়া, নিতান্তই সাধারন মানুষের জন্য উপযোগী হবে।

PMKMY Pension Scheme কিভাবে পাবেন?

দেশের যে সমস্ত কৃষকের বয়স ১৮ থেকে ৪০ বছর পর্যন্ত, যারা দুই হেক্টর পর্যন্ত চাষযোগ্য জমির মালিক, সেই সমস্ত কৃষকেরাই এই যোজনার অন্তর্ভুক্ত হতে পারবেন। রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলের সরকারি জমির রেকর্ডে ওই কৃষকের নাম থাকতে হবে। প্রধানমন্ত্রী কিষাণ মানধন যোজনা (PMKMY) প্রকল্পে ৫৫ টাকা থেকে ২০০ টাকা পর্যন্ত নিয়মিত একজন কৃষককে জমা দিতে হবে। পাশাপাশি ভারত সরকারও কৃষকের ওই অ্যাকাউন্টে সমপরিমাণ টাকা জমা দেবে।

EK24 News

কোনো কৃষক যদি মাসে ১০০ টাকা করে জমা দেন, তাহলে তার ওই অ্যাকাউন্টে সরকারও ১০০ টাকা করে জমা করবে। ৬০ বছর বয়সে পৌঁছানোর পর ওই কৃষক পেনশনের জন্য দাবি জানাতে পারবেন। তারপর তার নির্দিষ্ট অ্যাকাউন্টে পেনশন চালু হয়ে যাবে। এ পর্যন্ত দেশের প্রায় ২ কোটি কৃষক প্রধানমন্ত্রী কিষাণ মানধন যোজনার অন্তর্ভুক্ত হয়েছেন। আর এবার পশ্চিমবঙ্গেও এই প্রকল্প চালু হয়েছে, আর চালু হওয়ার পরই অনেকেই এই PMKMY Pension Scheme প্রকল্পে অংশ নিয়েছেন।

Advertisement

200 টাকা কমে গেল রান্নার LPG Gas এর, বুক করার আগে নতুন নিয়ম জেনে নিন।

PMKMY Pension Scheme কারা পাবেন না?
তবে যারা জাতীয় পেনশন স্কিম (NPS), রাজ্য বীমা কর্পোরেশন স্কিম এবং কর্মচারীদের ফান্ড অর্গানাইজেশন স্কিমের মতো সামাজিক সুরক্ষা প্রকল্পের আওতায় রয়েছেন, তারা প্রধানমন্ত্রী কিষাণ মানধন যোজনার যোগ্য নন। এছাড়াও শ্রম ও কর্মসংস্থান মন্ত্রকের পরিচালনায় প্রধানমন্ত্রী শ্রমযোগী মানধন যোজনা এবং প্রধানমন্ত্রী ব‍্যাপারি মানধন যোজনার অন্তর্ভুক্ত রয়েছেন যারা, তারাও PMKMY- এর অন্তর্ভুক্ত হতে পারবেন না।

মাত্র 5-10 হাজার টাকার ব্যবসা করুন। চলবে সারা বছর। একটু বুদ্ধি খাটালেই লাভের বন্যা! বিশদে দেখুন।

PMKMY একটি সরকারি প্রকল্প। যেখানে সরকারের তরফে ছোট এবং প্রান্তিক কৃষকদের বার্ধক্য সুরক্ষা এবং সামাজিক সুরক্ষা প্রদান করা হয়। অন্যদিকে এই প্রকল্পে আপনি জটটা বিনিয়োগ করতে পারবেন, সরকার ও ঠিক ততটাই আপনাকে দেবে। অর্থাৎ আপনি ১০০ টাকা জমালে আপনার জমারাশি হবে ২০০ টাকা।
Written by Rajib Ghosh.

Advertisement
Advertisement

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Advertisement