আবেদন করুন NSP Scholarship 2022 এ, আর পান 20000 টাকা অবধি।
আর্থিক অসঙ্গতি শিক্ষা ক্ষেত্রে যাতে বাঁধা সৃষ্টি না করে তার জন্য সরকার NSP Scholarship 2022 স্কলারশিপের সূচনা করেছে। কেন্দ্র সরকার, পশ্চিমবঙ্গ সহ সারা দেশের পড়ুয়াদের জন্য নিয়ে এসেছে একটি নতুন স্কিম যার নাম ন্যাশনাল স্কলারশিপ।
এই স্কলারশিপে শুধুমাত্র পশ্চিমবঙ্গের ছাত্র-ছাত্রী আবেদন করতে পারে তা নয় সমস্ত দেশের পড়ুয়ারা এখানে আবেদন করতে পারবে। এখানে আবেদন করতে পারবে সমস্ত বিষয়ের এবং সর্বস্তরের ছাত্র-ছাত্রীরা। এবার বিষদে জেনে নেওয়া যাক, কিভাবে এই NSP Scholarship 2022 স্কলারশিপে আবেদন করবে সেই সম্বন্ধে।
শিক্ষাগত যোগ্যতা:
এই স্কলারশিপে আবেদন করার জন্য ছাত্র-ছাত্রীদের ক্লাস 1 থেকে ক্লাস টুয়েলভ পাশ, কলেজের স্নাতক এবং স্নাতকোত্তর বা পি. এইচ ডি পাস স্টুডেন্টরা সেই সমস্ত কোর্সে পাস নাম্বার বা ৫৫ শতাংশ নম্বর নিয়ে উত্তীর্ণ হলেই পড়ুয়ারা এই স্কলারশিপে আবেদন করতে পারবেন।
NSP Scholarship 2022 এর অন্যান্য শর্তাবলী:
স্কলারশিপ আবেদনকারীকে অবশ্যই একজন ভারতীয় নাগরিক হতে হবে।
এবং
আবেদনকারীর পরিবারের বার্ষিক মোট ইনকাম হতে হবে ২৫০০০০ টাকার কম।
NSP Scholarship 2022 স্কলারশিপের মূল্য:
এই স্কলারশিপে জন্য যেসব পড়ুয়ারা আবেদন করবেন তারা প্রতিবছর ৩ হাজার থেকে ২০ হাজার টাকা পেতে পারেন। এই টাকার মূল্য নির্ভর করে যে যেরকম ক্লাসের পড়ুয়া তার উপর। বিস্তারিত জানতে অফিশিয়াল সাইটটি ভিজিট করুন।
প্রয়োজনীয় নথি:
স্কলারশিপে আবেদন করতে যে সমস্ত ডকুমেন্ট গুলির প্রয়োজন সেগুলি নিচে বিস্তারিতভাবে জানানো হল –
১) আবেদনকারীর মাধ্যমিকের এডমিট কার্ড
২) শেষ পরীক্ষার মার্কশীট।
৩) পড়ুয়ার ইনকাম সার্টিফিকেট।
৪) ব্যাংকের পাস বই
৫) প্রার্থীর দুই কপি পাসপোর্ট সাইজের ফটো।
৬) নতুন ক্লাসে ভর্তির রশিদ।
৭) প্রার্থীর স্থায়ী বাসিন্দার সার্টিফিকেট।
৮) কাস্ট সার্টিফিকেট (যদি থাকে)।
আবেদন পদ্ধতি:
প্রথমে নিচের লিঙ্কে ক্লিক করুন। এরপর আপনার সামনে একটি পেজ খুলে যাবে। যারা এখানে প্রথমবারের জন্য আবেদন করবেন তাদের প্রথমে রেজিস্ট্রেশন করে নিতে হবে। রেজিস্ট্রেশন করার জঞ্য প্রথমে New Registration বলে একটা অপশন আছে সেই অপশনে চলে যেতে হবে।
এরপর দেখতে পাবেন, NS বলে একটা অপশন আছে। এই অপশনে ক্লিক করতে হবে।
কোলগেট স্কলারশিপে আবেদন করলেই স্কুল ও কলেজ পড়ুয়ারা পাবে নগদ 30000
তারপর নিজের সমস্ত ডিটেইলস দিয়ে ফর্মটি ভর্তি করুন। সাথে প্রয়োজনীয় ডকুমেন্ট দিয়ে রেজিস্ট্রেশন ফর্মটি ফিলাপ করে নিতে হবে। রেজিস্ট্রেশন হয়ে গেলে নতুন করে অ্যাকাউন্টে লগইন করে নিতে হবে। তারপর অ্যাপ্লিকেশন ফর্ম অপশনে ক্লিক করতে হবে। এরপর সমস্ত তথ্য দিয়ে ফর্মটি ফিলাপ করে নিতে হবে।
ফর্ম ফিলাপ হয়ে গেলে সাবমিট অপশনে ক্লিক করে ফর্মটি জমা করে দিন।
ওয়েবসাইটের লিঙ্ক:
https://scholarships.gov.in/
NSP Scholarship 2022 স্কলারশিপ সম্পর্কে কোনও প্রশ্ন থাকলে নিচে কমেন্ট করে জিজ্ঞেস করতে পারেন।
Written by Antara Banerjee.
বাচ্চার যদি ব্যাঙ্ক অ্যাকাউন্ট না থাকে তাহলে কি করনিয়। আগের বছর গুলো লকডাউন হওয়া জন্য মার্কশিট দেওয়া হয় নি সেক্ষেত্রে কি করব।
Ki vaba ai from ta filap korta hoba
আমি জানতে চাইছি ক্লাস 1 থেকে ক্লাস 12 পর্যন্ত সমস্ত ছাত্র ছাত্রীরা NSP স্কলারশিপ এর জন্য আবেদন করতে পারবেন কি না?
পারবে।
My name is Adib Ahmed
I read in class 9
School name – Amrita Vidyalayam
My name is Adib Ahmed
I read in class 9
My school name is Amrita Vidyalayam