Kotak Kanya Scholarship 2022 – রাজ্যের সব মেয়েদের 1 লাখ টাকা দিচ্ছে কোটাক কন্যা স্কলারশিপ প্রোগ্রামে।

উচ্চশিক্ষা গ্রহণের জন্য রাজ্যের আর্থিকভাবে পিছিয়ে পড়া ছাত্র-ছাত্রীদের বিভিন্ন ধরনের স্কলারশিপ এর বন্দোবস্ত রয়েছে। তার মধ্যে Kotak Kanya Scholarship 2022 বা কোটাক কন্যা স্কলারশিপ অন্যতম। সারাদেশে সরকারি, বেসরকারি উভয় ক্ষেত্রেই স্কলারশিপ দেওয়া হয়ে থাকে। যাতে তারা উচ্চশিক্ষা গ্রহণ করতে পারে। কিন্তু এখানে যে স্কলারশিপের বিষয়ে বলা হবে, সেটি শুধুমাত্র মহিলা পড়ুয়াদের জন্য অর্থাৎ ছাত্রীদের জন্য।

Advertisement

সরকারি স্তরে শিক্ষা ক্ষেত্রে ছাত্রীদের এগিয়ে নিয়ে যাওয়ার জন্য বিভিন্ন ধরনের প্রকল্প রয়েছে।
যে সমস্ত মেয়েরা উচ্চমাধ্যমিক পাশ করে উচ্চশিক্ষা নিতে চায়, তারা কোটাক কন্যা স্কলারশিপের জন্য আবেদন করতে পারবেন। যে সমস্ত ছাত্রীরা যথেষ্ট ভালো নম্বর নিয়ে পরীক্ষাতে পাশ করে উচ্চশিক্ষার জন্য আগ্রহী তাদের জন্যই এই কোটাক কন্যা স্কলারশিপ (Kotak Kanya Scholarship 2022).

Advertisement

এই স্কলারশিপটি প্রদান করে কোটাক মাহিন্দ্রা গ্রুপ অফ কোম্পানি (Kotak Mahindra Group of Company).
কোটাক কন্যা স্কলারশিপে (Kotak Kanya Scholarship 2022) রাজ্যের উচ্চ মাধ্যমিক পাশ বা কলেজ পাশ করা ছাত্রীদের জন্য ১ লক্ষ ৫০ হাজার টাকা দেওয়া হচ্ছে।

Kotak Kanya Scholarship 2022 আবেদন প্রক্রিয়া

এই স্কলারশিপে আবেদনের জন্য প্রয়োজনীয় যোগ্যতা, Kotak Kanya Scholarship Eligibility Criteria:
১. আবেদনকারী ছাত্রীর উচ্চ মাধ্যমিক স্তরে ৮৫ শতাংশ নম্বর থাকতে হবে।
২. পরিবারের বার্ষিক আয় ৩ লক্ষ ৫০ হাজার টাকার মধ্যে হতে হবে।
৩. অফিসিয়াল ওয়েবসাইট এর মাধ্যমে অনলাইনে আবেদন করতে হবে।

Advertisement

Kotak Kanya Scholarship 2022 এ কি কি ডকুমেন্টস লাগবে:
১. উচ্চ মাধ্যমিক পাশ সার্টিফিকেট
২. কলেজে ভর্তির রশিদ
৩. শেষ বছরের পাশ সার্টিফিকেট
৪. পাসপোর্ট সাইজ ফটো
৫. আধার কার্ড

Advertisement

৬. ব্যাংক অ্যাকাউন্ট
৭. ইনকাম সার্টিফিকেট
৮. বাবা/ মা যদি মারা যায় তার সার্টিফিকেট
৯. মাধ্যমিকের অ্যাডমিট কার্ড
১০. অন্যান্য প্রয়োজনীয় ডকুমেন্ট।

Advertisement

মোবাইল রিচার্জ এর দাম বৃদ্ধির নির্দেশে বেশ অসুবিধায় গ্রাহকেরা! বিস্তারিত দেখে নিন।

কোটাক কন্যা স্কলারশিপে আবেদনের পদ্ধতি
Kotak Kanya Scholarship 2022 Application Process:
প্রথমেই কোটাক কন্যা স্কলারশিপ অফিসিয়াল ওয়েবসাইটে লগইন করে Apply ক্লিক করে Registration করতে হবে।
বৈধ ইমেইল আইডি এবং ফোন নম্বর থাকতে হবে।

স্কলারশিপে আবেদন করতে এখানে ক্লিক করুন

এরপর Start Application-এ ক্লিক করে আবেদন করতে হবে।
আবেদন করা হয়ে গেলে Submit অপশনে ক্লিক করে সাবমিট করতে হবে।
এরপর কিছুদিন পরই জানতে পারবেন, স্কলারশিপ পাবেন কিনা। অফিসিয়াল ওয়েবসাইটে লিস্ট প্রকাশিত হবে।
Written by Rajib Ghosh.

Advertisement

Leave a Comment