Advertisement
স্কলারশিপ (HDFC Scholarship)
Advertisement

টাকার অভাবে যাতে মেধাবী পড়ুয়াদের পড়াশোনা বন্ধ না হয়ে যায় সেই কারণে একাধিক স্কলারশিপের বন্দোবস্ত রয়েছে। সরকারের পক্ষ থেকে যেভাবে একাধিক স্কলারশিপ দেওয়া হয়ে থাকে, ঠিক সেভাবেই বিভিন্ন বেসরকারি সংস্থা মেধাবী পড়ুয়াদের Scholarship এর বন্দোবস্ত করেছে। এর মূল লক্ষ্যই হল যাতে মেধাবী পড়ুয়ারা আর্থিক অভাবের কারণে পড়াশোনা বন্ধ না করে দেয়।

Advertisement

উচ্চশিক্ষা গ্রহণের ক্ষেত্রে টাকার অভাব যেন তাদের ক্ষেত্রে তাদের সমস্যা তৈরি করে দিতে না পারে, সেই কারণেই Scholarship দেওয়া হয়ে থাকে। যার ফলে আর্থিকভাবে পিছিয়ে পড়া পরিবারের মেধাবী ছাত্র-ছাত্রীরাও উচ্চশিক্ষা গ্রহণ করতে পারবেন।
এরকমই একটি স্কলারশিপ এর কথা বলা হবে। সেই Scholarship টির নাম হল HDFC Badhte Kadam Scholarship 2022-23.

Advertisement

এই স্কলারশিপ এর মাধ্যমে পড়ুয়ারা তাদের পড়াশোনার যাবতীয় খরচ বহন করতে পারবে। টিউশন ফি, হোস্টেল ফি, বই, স্টেশনারী সামগ্রী সহ পড়াশোনার জন্য যে সমস্ত বইপত্রের প্রয়োজন হয়, সেই খরচ স্কলারশিপের টাকা থেকে বহন করা যাবে। তবে যে সমস্ত পড়ুয়ারা এই Scholarship জন্য আবেদন করবে তাদের ক্যারিয়ার কাউন্সেলিং এবং অ্যাকাডেমিক স্কোর দেখেই স্কলারশিপ দেওয়া হবে।

Advertisement

নভেম্বরে মোবাইল রিচার্জ 5 টি বাম্পার প্ল্যান। 

HDFC Badhte Kadam Scholarship-এ কি সুবিধা পাওয়া যাবে:
পড়ুয়ারা এই Scholarship এর মাধ্যমে ১৮ হাজার টাকা পর্যন্ত পাবেন। পড়াশোনার সমস্ত খরচের জন্য এই টাকা ব্যয় করতে পারবেন। সেক্ষেত্রে টিউশন ফি,পরীক্ষার ফি, বই, স্টেশনারি সামগ্রী, অনলাইন লার্নিং এবং ইন্টারনেট বিল পরিশোধ করার জন্য এই টাকা ব্যবহার করা যাবে।

HDFC Badhte Kadam Scholarship- এর যোগ্যতা:
যে সমস্ত ছাত্র-ছাত্রীরা মাধ্যমিক পাশ করার পর একাদশ বা দ্বাদশ শ্রেণীতে পড়াশোনা করছে, তারাই এই স্কলারশিপ পাবে।
বোর্ডের পরীক্ষায় বা আগের ক্লাসের পরীক্ষায় ৬০ শতাংশ নম্বর পেতে হবে।
৬০ শতাংশের কম নম্বর পেলে আবেদন বাতিল হয়ে যাবে।
পারিবারিক বার্ষিক আয় ৬ লক্ষ টাকার নিচে হতে হবে।

EK24 News

HDFC Badhte Kadam Scholarship Special Consideration:
এই Scholarship পাওয়ার ক্ষেত্রে বিশেষ কিছু ছাড় দেওয়া হচ্ছে। যে সমস্ত পড়ুয়ারা অনাথ এবং যারা বিশেষ কোনো রোগে আক্রান্ত তাদের ক্ষেত্রে ছাড় দেওয়া হচ্ছে এই স্কলারশিপে। কন্যা শিক্ষার্থী এবং অন্যান্য সাধারন শিক্ষার্থীরা, যাদের বিভিন্ন ধরনের সংকটের মধ্যে দিয়ে পড়াশোনা করতে হচ্ছে (যাদের পিতা বা মাতা নেই বা উভয়েই নেই, পারিবারিক কোনো অসুস্থতা রয়েছে) তাদের ক্ষেত্রে বিশেষ ছাড় রয়েছে। তবে HDFC এবং Buddy4Study-র কর্মচারীদের সন্তানরা এই স্কলারশীপের জন্য আবেদন করার যোগ্য নয়।

Advertisement

এই স্কলারশিপে আবেদনের জন্য প্রয়োজনীয় প্রমাণপত্র:

পাসপোর্ট সাইজের ছবি
আগের শিক্ষাগত যোগ্যতার মার্কশিট
ভর্তির প্রমাণপত্র (প্রতিষ্ঠানের আইডি কার্ড, অ্যাডমিশন সার্টিফিকেট, অ্যাডমিশন ফির রশিদ)
আবেদনকারীর পরিচয় এর প্রমাণ পত্র (আধার কার্ড, প্যান কার্ড, ড্রাইভিং লাইসেন্স)

গ্রাম পঞ্চায়েত/ ওয়ার্ড কাউন্সিলর দ্বারা আয়ের প্রমাণপত্র
DM,SDM,CO দ্বারা আয়ের প্রমাণপত্র
পারিবারিক বা ব্যক্তিগত সংকট এর প্রমাণ পত্র (যদি প্রযোজ্য হয়)
হলফনামা

HDFC Badhte Kadam স্কলারশিপে কিভাবে আবেদন করবেন:
এই স্কলারশিপে আবেদনের জন্য https;//www.buddy4study.com এই ওয়েবসাইটে লগইন করতে হবে।
Form পেজে গিয়ে মোবাইল নম্বর/ ইমেইল আইডি দিয়ে লগইন করতে হবে।
এরপর Application Form পেজে যেতে হবে।
সেখানে Start Application-এ Click করুন।

Advertisement

আবেদন করতে এখানে ক্লিক করুন

এরপর প্রয়োজনীয় সমস্ত নথি আপলোড করুন। ফর্মটি পূরণ করুন।
Terms and Conditions এবং Preview বোতামে ক্লিক করুন।
সমস্ত বিবরণটি Preview Screen-এ সঠিকভাবে দেখা গেলে তারপর Submit বোতামে ক্লিক করুন।
Written by Rajib Ghosh.

Advertisement
Advertisement
One thought on “পশ্চিমবঙ্গের ছাত্রছাত্রীদের জন্য চালু হলো, নতুন স্কলারশিপ, আবেদন করলেই মিলবে নগদ টাকা।”
  1. Is there any scholarship for the students as reward without any income bar of their family where he or she belongs because in the crisis of fiscal deposit any kinds of students may affect their study according to their merits.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Advertisement