Bandhan Bank Loan – বন্ধন ব্যাংকের লোন আছে? নতুন লোন নেবেন? বিরাট সুখবর জেনে নিন।

বন্ধন ব্যাংক তার গ্রাহকদের জন্য লোন (Bandhan Bank Loan) নিয়ে দারুণ সুখবর নিয়ে এলো। আপনারা যদি কেউ বর্তমানে লোন (Loan) নেওয়ার পরিকল্পনা করেন তবে এই সুখবরটি অবশ্যই জানা জরুরী। বন্ধন ব্যাংকে (Bandhan Bank) যদি আপনার একাউন্টে থাকে তবে লোন নিলেই পেয়ে যাবেন আকর্ষণীয় সব সুযোগ সুবিধা। সুদের হার থেকে শুরু করে টাকা পরিশোধের মেয়াদ এবং লোনের অন্যান্য টার্ম ও কন্ডিশনস এখন অনেক সহজতর করেছে এই ব্যাংক।

Bandhan Bank Loan Online Apply.

যার কারণে বর্তমানে অন্য ব্যাংকের তুলনায় বন্ধন ব্যাংকের একাউন্ট হোল্ডাররা লোন (Bandhan Bank Loan) নেওয়ার ক্ষেত্রে অনেকটাই সুবিধা ভোগ করছেন। আপনিও যদি বন্ধন ব্যাংকের একাউন্টধারী হন তবে সুযোগ হেলায় হারাবেন না। লোন নিন আর করে ফেলুন এর সদ্ব্যবহার। তাহলে যারা এই লোন নিতে ইচ্ছুক তারা অবশ্যই এই সম্পর্কে আরও বিস্তারিত জেনে নিয়ে তবেই সিদ্ধান্ত নিন।

Bandhan Bank Loan

বন্ধন ব্যাংক থেকে পড়াশোনা, ব্যবসা থেকে শুরু করে গাড়ি কেনা, বাড়ি কেনা বা চিকিৎসা ইত্যাদি যে কোনো কাজের জন্য সহজ শর্তে লোন (Bandhan Bank Loan) নেওয়া যেতে পারে। তাছাড়া অন্য কোনো ঋণ থাকলেও বন্ধন ব্যাংকে তা স্থানান্তর করা যায়। যদি আপনি ১ লক্ষ থেকে ৫ লক্ষ টাকা পর্যন্ত ব্যক্তিগত ঋণ (Personal Loan) দেন, তবে মাসিক ১৫.৯০ শতাংশ হারে আপনাকে সুদ দিতে হবে। ১২ মাস থেকে ৩৬ মাসের মেয়াদে এই লোন শোধ করতে হয়।

বাড়ি তৈরির লোন (Home Loan) এবং বিবাহ লোন (Marraige Loan) নেওয়ার ক্ষেত্রে সুদের পরিমাণ ১২ শতাংশ। তবে এক্ষেত্রে ঋণের মেয়াদ বাড়িয়ে ১৫ বছর পর্যন্ত করা হয়েছে এখন। ব্যক্তিগত হোক বা অন্যান্য ঋণ (Loan) সব ক্ষেত্রেই সুদের সঙ্গে ১ শতাংশ প্রসেসিং চার্জ সহ GST দিতে হয় গ্রাহকদের। Bandhan Bank Loan নিলে এই সকল সুবিধা পাবে গ্রাহকরা।

Online Bandhan Bank Loan

১. বন্ধন ব্যাংক থেকে এই লোন পাওয়ার জন্য আপনাকে কষ্ট করে ব্যাংকে লাইন দিতে হবে না। ঘরে বসেই অনলাইনে আবেদন করুন আর পেয়ে যান লোন।
২. বন্ধন ব্যাংক অনলাইন লোন নেওয়ার জন্য কোন রকম গ্যারেন্টার লাগেনা।
৩. লোনের জন্য আবেদন করার দুদিনের মধ্যে তা স্যাংশন করে দেওয়া হয় এবং একাউন্টে টাকা ঢুকিয়ে দেওয়া হয়।
৪. গ্রাহকরা নিজের সুবিধা মত সর্বোচ্চ 36 মাস ধরে এই ঋণ পরিশোধ করার সুযোগ পান।
৫. গ্রাহকদের যে কোনো প্রয়োজনের জন্য সর্বোচ্চ 5 লক্ষ টাকা পর্যন্ত লোন অনলাইনে দেয় বন্ধন ব্যাংক।

Bandhan Bank Loan Apply Eligibility

১. বন্ধন ব্যাংক অনলাইন লোন পেতে গেলে প্রথমেই আপনাকে হতে হবে ভারতের একজন স্থায়ী নাগরিক।
২. কেবল বন্ধন ব্যাংক গ্ৰাহকরাই এর সুবিধা পাবেন।
৩. ঋন গ্রহীতা কে অবশ্যই আর্থিকভাবে স্বনির্ভর অর্থাৎ বেতনভুক শ্রেণীর কর্মী হয়ে থাকতে হবে।
৪. তার বয়স হতে হবে ২৩ থেকে ৬৫ বছরের মধ্যে।

Bandhan Bank Loan Apply Documents

১. পরিচয়পত্রের নথি হিসেবে একটি যেমন – Passport, Voter ID Card, PAN Card, Aadhaar Card, Driving License.
২. প্রার্থীর স্থায়ী বাসস্থানের একটি নথি।
৩. এক কপি পাসপোর্ট সাইজের ছবি।
৪. বন্ধন ব্যাংকের পাস বই।
৫. কর্মক্ষেত্র থেকে শেষ তিন বছরের বেতনের রশিদ এবং এক বছরের জন্য ফর্ম ১৬।
৬. বিগত দুই বছরের আয়কর জমা দেওয়ার রশিদ।

Bandhan Bank Loan Online Apply Process

১. প্রথমে বন্ধন ব্যাংকের (Bandhan Bank) অফিসিয়াল ওয়েবসাইটে যেতে হবে।
২. হোম পেজে বাঁদিকের উপর করে থাকা থ্রি লাইন চিহ্নটিতে ক্লিক করতে হবে। এরপর দুটি অপশন আসবে পার্সোনাল ও বিজনেস লোন (Bandhan Bank Loan). আপনার প্রয়োজন অনুযায়ী যে কোন একটি নির্বাচন করুন।
৩. যদি পার্সোনাল লোনে ক্লিক করেন, তবে তার ভেতর বিভিন্ন সাব ক্যাটাগরী দেখাবে যেমন হোম লোন, Car Loan, Gold Loan, Education Loan ইত্যাদি। আপনার প্রয়োজন অনুযায়ী যে কোন একটি বাছুন।

Personal Loan VS Credit Card (পার্সোনাল লোন নাকি ক্রেডিট কার্ড, কোনটি ভালো)

৪. এরপর একটি আবেদনপত্র আসবে। এখানে আপনার নাম, ইমেইল আইডি, মোবাইল নাম্বার, আপনার পিন কোড অর্থাৎ পোস্টাল কোড, এবং শহর ও জেলা ইত্যাদি নির্বাচন করুন।
৫. সবশেষে সাবমিট বাটনে ক্লিক করলে লোনের অ্যাপ্লিকেশনটি চলে যাবে বন্ধন ব্যাংক এর কাছে।
৬. এরপর কিছুক্ষণের মধ্যে আপনার কাছে একটি কল আসবে ব্যাংকের পক্ষ থেকে। এই কলে আপনার সমস্ত তথ্য জানতে চাওয়া হবে। সে গুলি সঠিকভাবে উত্তর দিন (Bandhan Bank Loan).

হটাৎ টাকার দরকার হলে টাকা দেবে বন্ধন ব্যাংক। এই কার্ড করে নিন, যখন খুশি টাকা তুলুন।

যদি আপনাকে তাদের লোন দেওয়ার মতো মনে হয়, তবে দু দিনের মধ্যে আপনার একাউন্টে Bandhan Bank Loan টাকা ঢুকে যাবে। বন্ধন ব্যাংক অনলাইন লোনের বিষয়ে কোনো জিজ্ঞাসা থাকলে নিচের এই যোগাযোগ মাধ্যম গুলি মারফত তা জেনে নেওয়া যেতে পারে। টোল ফ্রি নম্বর – 1800 258 8181, Email ID -customercare@bandhanbank.com.
Written by Nabadip Saha.

এখন থেকে 30 হাজারের বেশি টাকা রাখলেই বন্ধ হবে ব্যাংক একাউন্ট? RBI কি জানালো?

শেয়ার করুন: Sharing is Caring!

Leave a Comment