Earn Money Online – অনলাইনে বাড়িতে বসে রোজগারের অন্যতম উপায়।
বর্তমানে ডিজিটাল দুনিয়ায় বাড়িতে বসেই সকল কাজ করে ফেলা সম্ভব। শুধু তার জন্য চাই ইন্টারনেটের (Earn Money Online). ৯-৫ টা অফিসে বসে কাজ কিংবা পরিশ্রম থেকেও দূরে থাকা যায়। তার জন্য অনেক মানুষই আছেন, যারা ফ্রিল্যান্সিং-এর কাজ করে থাকেন। এমন কয়েকটি অ্যাপ রয়েছে যেগুলির মাধ্যমে খুব সহজেই বাড়িতে বসে টাকা রোজগার করা সম্ভব। মাসের শেষে হাতে আসবে মোটা টাকাও।
কাজের ধরন
আবার অনেক ব্যক্তি আছে যারা অফিসে কাজ বা ব্যবসা করার পাশাপাশি আরও বেশি টাকা আয় করার জন্য ফ্রিল্যান্সিং -এর কাজও করে থাকেন। আমরা সকল কিছুই করি আমাদের পরিবার-পরিজনদের ভালো রাখতে। তাদের ভবিষ্যৎ সুরক্ষিত করতে করতে। আজকে এমন ৩ টি অ্যাপের কথা জানানো হবে এই খবরের মাধ্যমে যেগুলিতে কাজ করে প্রতি মাসে মোটা টাকা আয় করা সম্ভব (Earn Money Online). কীভাবে? চলুন তাহলে জেনে নেওয়া যাক।
ফ্রি ক্যাশ (Free Cash)
এই অ্যাপটির মাধ্যমে বাড়িতে বসে কাজ করে টাকা রোজগার করা যাবে। তার জন্য শুধুমাত্র চাই ইন্টারনেটের এবং কাজ করার জন্য চাই কিছু সময়। অনেকেই এই ফ্রি ক্যাশ অ্যাপটির নাম শুনে থাকবেন। এটি আসলে একটি অ্যাপ্লিকেশন, যেটির মাধ্যমে ইউজারদের নানা ধরণের কাজ দেওয়া হয়। সেগুলি সময়মতো শেষ করতে পারলেই টাকা পাওয়া যাবে। Earn Money Online
২০২০ সালে শুরু হয়েছিল এই অ্যাপটির যাত্রা। বর্তমানে এটি ইউজারদের কাছে খুবই জনপ্রিয় হয়ে উঠেছে। কাজগুলি খুব যে কষ্ট সাধ্য তাও নয়। সমীক্ষা বা সার্ভে কিংবা গেম খেলার মতো কাজই বেশি দেওয়া হয়। আর সেগুলি করার মাধ্যমে প্রতিদিন প্রায় ১,৫০০ টাকা বা ২০ ডলার পাওয়া সম্ভব। Earn Money Online
টাস্কবাকস্ (TaskBucks)
এটিও একটি অ্যাপ যেটির মাধ্যমে ইউজারদের নারকম কাজ দেওয়া হয়। বাড়িতে বসেই যেকোনো সময়ে কাজ করার মাধ্যমে টাকা রোজগার করতে পারা যাবে (Earn Money Online). মূলত এটিতে ইউজারদের ভিডিও দেখা বা অ্যাপ ইন্সটল করা ইত্যাদি কাজ দেওয়া হয়। সেগুলি সঠিক সময়ে শেষ করতে পারলেই মাস গেলে ভালো অঙ্কের টাকা রোজগার করা সম্ভব।
এছাড়া অ্যাপ প্রোমোশনের মাধ্যমেও টাকা রোজগার করা যাবে। অর্থাৎ কোনও ব্যাক্তিকে যদি এই অ্যাপটি ইনস্টল করার জন্য রাজী করাতে পারেন, তাহলে আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে চলে আসবে ২৫ টাকা। তাছাড়া রেফারেল টাস্ক করলেই পেয়ে যাবেন ৪০০-৫০০ টাকা। এর সাথে তো অন্যান্য কাজ আছেই। Earn Money Online
আরো পড়ুন, অনলাইনে ইনকাম করার ৩ টি নির্ভরযোগ্য অ্যাপ ! মাসে আয় ৪০,০০০
দ্য প্যানেল স্টেশন (The Panel Station)
এই অ্যাপের মাধ্যমে সার্ভে বা সমীক্ষা করার কাজ করানো হয়। বিভিন্ন সংস্থার হয়ে সমীক্ষা সম্পূর্ণ করার কাজ করতে হয়। সেটি সময়ের মাধ্যমে করতে পারলেই ভালো পরিমাণ টাকা রোজগার করা সম্ভব। প্রায় ৩০ সেকেন্ড-১০ মিনিটের মধ্যে সার্ভে শেষ করতে হয়। তবেই ভালো পরিমাণ টাকা রোজগার করা যাবে। এছাড়া বিভিন্ন বেসরকারি সংস্থার হয়েও সার্ভে সম্পূর্ণ করা যায়। এই অ্যাপে কাজ শেষ করার মাধ্যমে একদিনে ২,০০০ টাকা পর্যন্ত আয় করা যায়। ইচ্ছে করলে আরও বেশি পরিমাণ কাজ করা যাবে। যত কাজ, মাসের শেষে তত টাকা।
প্রসঙ্গত, অনেকেই আছেন বর্তমানে সাইবার জালিয়াতির জন্য অনলাইনে কাজ করতে ভয় পান। কিন্তু এই অ্যাপগুলিতে কাজের মাধ্যমে সহজেই টাকা রোজগার করা যাবে। তাহলে আর দেরি কিসের! আপনিও যদি অনলাইনে কাজ করার কথা ভেবে থাকেন। তবে এই অ্যাপগুলির মাধ্যমে টাকা আয় করতে পারবেন। চাকরি সম্পর্কিত অন্যান্য খবরের আপডেট পেতে হলে এই ওয়েবসাইটটি ফলো করতে ভুলবেন না।
Written by Manika Basak.
[email protected] is my email address
Am
Hi
Amio krte chai kaj
Ami B A complit kora barita busa ache poribarer obsta khub kharap ti ami ai kaj korta chi amr baba nai ma ka kaj kora khuta hoy ti ami kaj korta chi
Ami B A pass kora barita busa ache poribaar khub samasa ti kaj kora chi baba nai ma ka sob kichu kosta kora korta hoy ti kaj korta chi
খুবই ভালো লাগলো টাকা ইনকাম করার পথ চলার নির্দেশিকা দেখে!আমি একজন অবসরপ্রাপ্ত সৈনিক বাংলাদেশ এয়ার ফোর্স থেকে মাস্টার ওয়ারেন্টি অফিসার হিসেবে অবসর গ্রহণ করেছি! ঘরে বসে অনেক সময় দিয়ে যেকোনো কাজ বা ফ্রিল্যান্সিং করতে ইচ্ছুক দয়া করে আমাকে কোন কাজের অফার দিলে আমি অত্যন্ত যত্ন সহকারে আপনাকে কাজ করার মাধ্যমে সহযোগিতা করতে ইচ্ছুক ধন্যবাদ
Agulo pabo koi