চলতি বছরে সরকারি চাকরিজীবীদের চলতি বছরে বেতন বৃদ্ধির সাথে সাথে House Building Advance বা বাড়ি বানানোর টাকার পরিমান বৃদ্ধি করার কথা জানা গেছে। এবার বাড়ি বানানোর জন্য বড় সুযোগ দিতে চলেছে সরকার। ২০২৪ সালে দেশে লোকসভা নির্বাচন Loksabha Election তার আগে পূর্ণাঙ্গ বাজেট Union Budget পেশ করতে চলেছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন।
যেহেতু নির্বাচনের আগে আর কোনও পুর্নাঙ্গ বাজেট পেশ হবে না, তাই এবারের বাজেটে কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের জন্য নতুন চমক রয়েছে। একদিকে যেমন বাজেটে কর্মচারীদের বেতনের ফিটমেন্ট ফ্যাক্টর পরিবর্তন করার কথা ঘোষণা হতে পারে, ঠিক তার সাথে হাউজ বিল্ডিং আডভান্স বা House Building Advance বাড়তে চলেছে।
House Building Advance Rules 2023:
আগামী বছর অষ্টম বেতন কমিশন (8th Pay Commission) গঠন করা হবে। সেই কারণে এবারের বাজেটে কর্মচারীদের বেতন সংশোধনের জন্য নতুন ফর্মুলা সরকারের তরফে আনা হতে পারে। আগামী বাজেট থেকে প্রতি বছর বেতন বৃদ্ধির ব্যবস্থা কার্যকর করা হতে পারে। তার সঙ্গে ২০২৩ এর বাজেটে হাউজ বিল্ডিং আডভান্স বা House Building Advance, HBA Rules সংক্রান্ত বৃহৎ ঘোষণা করতে পারে কেন্দ্র।
কেন্দ্রীয় অর্থ মন্ত্রকের এক রিপোর্ট থেকে জানা যাচ্ছে, কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের সপ্তম বেতন কমিশনের অধীনে বেতন সংশোধন করা হতে পারে। বেতন কমিশন ফিটমেন্ট ফ্যাক্টর এর মাধ্যমে তা বাড়ানো যেতে পারে। এতদিন ১০ বছর অন্তর বেতন বাড়ালেও এবার থেকে প্রতি বছরই বেতন বাড়াতে চাইছে কেন্দ্রীয় সরকার। আর এর ফলে উঁচুতলার অফিসারদের সঙ্গে নিচুতলার কর্মীদের যে বিরাট একটা ফারাক রয়েছে, সেটাও কমে আসবে বলে মনে করা হচ্ছে।
২০১৬ সালে সপ্তম বেতন কমিশনের অনুমোদনের সময় প্রয়াত অর্থমন্ত্রী অরুণ জেটলি প্রতিবছর কর্মীদের বেতন বাড়ানোর কথা উল্লেখ করেন। এবারের বাজেটে একই সাথে সরকারি কর্মচারীদের হাউস বিল্ডিং এলাউন্স (House Building Advance Rules) সংক্রান্ত ঘোষণা হতে পারে।
প্যান কার্ড থাকলে সতর্ক হোন, এক দিকে ভালো হলো, আরেক দিকে বিপদ বাড়লো।
রিপোর্ট অনুযায়ী যা খবর, তাতে হাউজ বিল্ডিং House Building Advance অগ্রিম ২৫ লক্ষ টাকা থেকে বাড়ি ৩০ লক্ষ টাকা পর্যন্ত করতে পারে সরকার। যেহেতু মোদি সরকারের ২০২৪ এর নির্বাচনের আগে এটাই শেষ বাজেট, তাই এই সময়ে মানুষের মন জয় করে ফের দিল্লির কুর্সি দখল করাই লক্ষ্য সরকারের।
পোস্ট অফিসের এই স্কিমগুলিতে টাকা রাখলে মিলবে আয়করের সুবিধা।
সূত্র মারফত খবর অনুযায়ী House Building Advance, ভাতার অগ্রিম পরিমাণ এবং তার উপরে ধার্যকৃত সুদ দুইই সরকার এবার বাড়াতে পারে। কেন্দ্রীয় সরকারের কর্মচারীরা বাড়ি তৈরি অথবা বাড়ি মেরামতের জন্য সরকারের কাছ থেকে এতদিন পর্যন্ত অগ্রিম ২৫ লক্ষ টাকা পর্যন্ত নিতে পারতেন। বর্তমানে তার জন্য ৭.১% সুদ লাগু করা হয়। এবার জানা যাচ্ছে, সেই সীমা বাড়িয়ে ৩০ লক্ষ টাকা করা হতে পারে এবং তার সঙ্গে সুদের হারও বাড়িয়ে ৭.৫% পর্যন্ত করা হতে পারে।
Written by Rajib Ghosh.
Vill.Mojlishpukur
Po. Dhap Dhapi
PS. Baripure
Dist. South 24p.g.s
আমার বাড়ি চাই