বিরাট আনন্দের খবর সরকারি কর্মীদের, Holiday তে এক্ষুনি শুরু করুন ট্যুর প্ল্যানিং।
শুধু ছুটি আর ছুটি (Holiday). সরকারি কর্মীদের আনন্দ আর ধরে না। সরকারি কর্মীদের একাংশ যতই ডিএ বাড়ানোর দাবিতে আন্দোলন করুন না কেন, এই ছুটি ঘোষণা করলেই মনটা যেন উড়ু উড়ু ভাব হয়ে যায়। কারণ সরকারি কর্মচারীরা ছুটি পেলেই বেরিয়ে পড়তে চান। আর ছুটি যদি একটানা বেশ কয়েকটা দিন পাওয়া যায়, তাহলে তো সরকারি কর্মচারীরা বাক্স প্যাটরা গোছানো শুরু করে দেন। গন্তব্য কোনো একটা জায়গা, পাহাড়, সমুদ্র, জঙ্গল, বা নিদেনপক্ষে বাড়ির আশেপাশে কোথাও গিয়ে ছুটি কাটানো।
রাজ্য সরকার সরকারি কর্মচারীদের বহু অতিরিক্ত ছুটি (Extra Holiday) দিয়েছেন। এবার সরকারের সেই ছুটি দেওয়াকে কেন্দ্র করে বিরোধী রাজনৈতিক দলগুলোর তরফে কটাক্ষও করা হয়েছে। মুখে হয়তো অনেকেই বলছেন এত ছুটি দিয়ে কি হবে, কিন্তু মনের ভিতরে আনচান করে, ছুটি পেলেই একেবারে আনন্দে আত্মহারা হয়ে বাড়ির বাইরে বেরিয়ে পড়েন। কারণ মাসটা গেলে একেবারে খুব একটা কম মাইনে তো আর পকেটে ঢোকেনা।
তার উপরে আবার এখন চলছে কেন্দ্রীয়ভাবে DA বাড়ানোর আন্দোলন। ফলে অপেক্ষা শুধু সরকারের তরফে ছুটি ঘোষণা করা। এবার গত সপ্তাহে সরকারি কর্মচারীদের ছুটির তালিকাটা বেশ ভালই গিয়েছে। গুড ফ্রাইডের ছুটি ছিল। ফলে ৩ দিন একেবারে টানা ছুটি নিতে পেরেছেন তারা। এবার পরের সপ্তাহেও লম্বা ছুটির সুযোগ রয়েছে। তারপরের সপ্তাহে আরো একটা লম্বা ছুটি (Holiday) পাওয়া যাবে। যদি একটা দিন কোনো ভাবে সরকারি কর্মীরা ম্যানেজ করে নেন। অবশ্য তারা এই ম্যানেজটা করতেই পারেন।
বছরের শুরুতেই সরকারের তরফে অর্থমন্ত্রক সরকারি ছুটির তালিকা প্রকাশ করে। তালিকা অনুযায়ী দেখা যাচ্ছে, আগামীকাল শুক্রবার ১৪ এপ্রিল বি আর আম্বেদকরের জন্মদিন উপলক্ষে ছুটি রয়েছে। শনিবার ১লা বৈশাখ ছুটি না পাওয়া গেলেও রবিবার মিলিয়ে টানা ৩ দিনের ছুটি (Holiday) তো পাওয়া যাচ্ছেই। ঈদ-উল-ফিতরের ছুটি রয়েছে পরপর ২ দিন। ২১ এবং ২২ এপ্রিলের পরে ২৩ এপ্রিল রবিবার।
ব্যাংক একাউন্ট থেকে আধার নম্বর দিয়ে টাকা তোলার উপায়, লাগবে না একাউন্ট নম্বর।
২৯ এবং ৩০ এপ্রিল শনিবার এবং রবিবার। সোমবার ১ মে, মে দিবসের ছুটি। শুক্রবার ৫ মে বুদ্ধ পূর্ণিমা। শনিবার এবং রবিবার তো ছুটি রয়েছেই। এবার সরকারি কর্মচারীরা সোমবারের অফিস যদি ম্যানেজ করে নিতে পারেন, তাহলেই কেল্লাফতে। মঙ্গলবার পর্যন্ত টানা ৫ দিনের ছুটি নিয়ে বেরিয়ে পড়তে পারেন যে কোনো জায়গায়। মঙ্গলবার ২৫শে বৈশাখ, রবীন্দ্র জয়ন্তীর ছুটি। এদিকে অতিরিক্ত গরমে গরমের ছুটি ৩ সপ্তাহ এগিয়ে আনা হয়েছে। ২৪ মে এর বদলে ২ রা মে থেকে ছুটি শুরু হবে। এবং অনেক যায়গায় আগামী সোম বার থেকে মর্নিং স্কুল হবে। যদিও দার্জিলিং ও কালিম্পং জেলায় গরমের ছুটি এগোচ্ছে না।
অবশেষে পশ্চিমবঙ্গেও এগিয়ে এলো গরমের ছুটি, শিক্ষক পড়ুয়া সবার ছুটি।
ফলে যেভাবেই বলা হোক না কেন ছুটি পেলেই কর্মচারীরা কোনো না কোনো ভাবে যেকোনো জায়গায় একবার ঘুরে বেড়িয়ে আসতে চান। এই বছরের সরকারি ছুটির তালিকা অনুযায়ী দেখা যাচ্ছে, বহু অতিরিক্ত ছুটি দেওয়া হয়েছে। প্রাপ্তি রয়েছে এবার এই চলতি মাসেও।
Written by Rajib Ghosh.
Teachers dont ask govt to increase the numbers of holidays.
This is govt fault that morning schools are better option in place of vaccation.
Most importantly the writer of this post may know only such teachers who make time paas only in class