Higher Education After HS – উচ্চ মাধ্যমিকের পর কি নিয়ে পড়লে সবার আগে চাকরী হবে?

Higher Education After HS – উচ্চ মাধ্যমিকের পর চাকরি পেতে কি করণীয়।

উচ্চ মাধ্যমিকের রেজাল্ট বেরিয়েছে, (Higher Education After HS) আর এরই মধ্যে বিভিন্ন কলেজে ভর্তি শুরু হবে। তাই এখন থেকেই ভবিষ্যতের চিন্তাভাবনা শুরু করা উচিত। এই প্রতিবেদনে আলোচনা করা হবে এমন কিছু বিষয়ে যাতে সহজেই চাকরী পাওয়া যায়।

Advertisement

ছোটবেলা থেকেই অনেকেই ডাক্তার, ইঞ্জিনিয়ার হওয়ার স্বপ্ন দেখে। কিন্তু বাস্তবে সকলের এই পেশায় যাওয়া সম্ভব নয়, মেধা থাকলেও সিট সীমিত। তাই যারা ডাক্তার ইঞ্জিনিয়ার নয়, বরং সহজেই চাকরি পাওয়া যায়, সেই চিন্তা করছো, তাদের জন্য এই পোষ্টটি। Higher Education After HS

Advertisement

অতিমারী পরিস্থিতিতে গত ২ বছর ভালো কোনও রিক্রুইট্মেন্ট হয়নি। যার ফলে প্রতিযোগিতা আরো ১০ গুন বেড়ে গেছে। আর এই রেশ আগামী ১০ বছর ধরে চলবে। তাই কলেজে ভর্তি হওয়ার পরই চাকরীর প্রস্তুতি শুরু করতে হবে, তাহলে অনেকের চেয়ে এগিয়ে থাকা যাবে। Higher Education After HS

দ্রুত চাকরী পেতে হলে আগে নির্বাচন করতে হবে, যে রিক্রুইট্মেন্ট প্রতি বছরেই হয়, আর প্রতি বছর দ্রুততার সাথে নিয়োগ হয়ে যায়। এই প্রসঙ্গে বলে রাখা ভালো যারা শিক্ষক হতে চাও তাদের মনে রাখতে হবে, গত ১০ বছরে মাত্র ২ বার বড় কোনও শিক্ষক নিয়োগ হয়েছে। Higher Education After HS

Advertisement

তাই ৩ বছর গ্রাজুয়েশন ও ২ বছর মাস্টার্স ও ২ বছর প্রশিক্ষণ নেওয়ার পর কবে টেট হবে, কবে তার রেজাল্ট দেবে আর কবে চাকরী হবে, সেই নিশ্চয়তা কেউ দিতে পারবে না। তবে CTET এর জন্য যারা প্রস্তুত হবে তাদের নিয়োগ তাড়াতাড়ি হতে পারে। Higher Education After HS

Advertisement

অন্যদিকে যারা ব্যাংকে চাকরীর জন্য প্রস্তুত হবে, তাদের বলে রাখা ভালো যে, প্রতিবছর IBPS, SBI সহ একাধিক সরকারী ব্যাঙ্কের পরীক্ষা হয়। আর পরীক্ষার ৬ মাসের মধ্যেই নিয়োগ করার রেকর্ড আছে। তাই যারা ব্যাংকের জন্য প্রস্তুতি নেবে তাদের আগে চাকরী পাওয়ার সম্ভবনা আছে। অন্যদিকে রেল এর ক্ষেত্রে প্রতি বছরই কিছুনা কিছু নিয়োগ চলতে থাকে। Higher Education After HS

Advertisement

যারা দ্রুত চাহ্রী পেতে চাও, তারা এখন থেকেই কম্বাইন গ্রাজুয়েট লেভেলের সিলেবাসে পড়াশোনা শুরু করো। তিন বছর মিডিয়াম পড়াশোনা করলে, তারপর এক বছর খেটে পড়লে, অনেকটাই এগিয়ে যাবে। আর মনে রাখবে, এই সিলেবাসে পড়লে প্রায় সব ধরনের চাকরীর সিলেবাস কভার করবে।

অনেক ক্ষেত্রেই দেখা যায় মাধ্যমিক, উচ্চ মাধ্যমিকে খারাপ রেজাল্ট বা মিডিয়াম রেজাল্ট করেও ভালো সরকারী চাকরী পেয়েছে। তার অন্যতম কারন হলো, এই তিনটি বছর হয়তো সাধারন একটা সাব্জেক্ট নিয়ে পড়েছে, যাতে চাপ কম থাকে। আর এই তিন বছরে চাকরীর জন্য পড়েছে। তাই এই তিনটি বছর খুবই গুরুত্বপূর্ণ।

Advertisement

মাধ্যমিক পাশে রাজ্য স্বাস্থ্য দপ্তরে শুরু নিয়োগ

আর যারা ভাবছো সরকারী চাকরী তোমাদের দ্বারা হবে না, তারাও সাধারন কোনও সাবজেক্টে গ্রাজুয়েশন করো এবং বিভিন্ন প্রাইভেট ব্যাংকে, ও কোম্পানীতে খোজ নিতে পারো, হয়তো গ্রাজুয়েশনের আগেই চাকরি হয়ে যাবে। তবে মনে রাখবে, গ্রাজুয়েশনের পর বসে থাকলে কোনও কোম্পানী দাম দেবে না। Higher Education After HS

উচ্চমাধ্যমিক পাশে মুখ্যমন্ত্রীর নতুন প্রকল্পে রাজ্যজুড়ে বিপুল কর্মী নিয়োগ

Advertisement

অর্থাৎ স্টাডি গ্যাপ থাকা মানে প্রাইভেট কোম্পানীতে স্কোর কমে যাওয়া। বিভিন্ন ব্যাংকে প্রচুর ডেটা এন্ট্রি অপারেটর নিয়োগ করে, মার্কেটিং এর লোক নেয়। আস্তে আস্তে প্রোমোশন হয়ে ভালো মাইনে হয়ে যাবে। আর যারা ব্যাবসা করতে চাইছো তারা নিচের লিঙ্কে প্রেস করো, এখানে অনেক ধরনের ব্যাবসার আইডিয়া দেওয়া আছে।

বিনা ইনভেস্টে ব্যাবসা করার উপায়

Advertisement

Leave a Comment