Advertisement
Government Employees Train Free (সরকারি কর্মীদের ট্রেন ফ্রি)
Advertisement

সরকারি কর্মীরা ফ্রিতে ভ্রমণে সাশ্রয় হবে অনেক।

সরকারি কর্মীদের জন্য সুখবর। এবার ট্রেন ভ্রমনের সুবিধা পেতে চলেছেন সরকারি কর্মীরা। কোন কোন ক্ষেত্রে এই সুবিধা পাবেন, কাদের জন্য এই সুবিধা, রইলো বিস্তারিত বিবরণ।

Advertisement

ভ্রমণের জন্য ভারতবর্ষ প্রাচীন কাল থেকেই আকৃষ্ট হয়েছে বিদেশি পর্যটকদের দ্বারা। কালে কালে এই মহান ভারতে ভ্রমণ করে গেছেন ফা-হিয়েন, বার্নিয়ার, হিউয়েন সাং, ইবনে বোতুতা, মার্ক পোলো, মেগাস্থিনিস এর মতো বোহাই নামী দামী পর্যটকেরা।

Advertisement

এই মহান ভারতবর্ষ এমনই এক বিশেষ জায়গা যেখানে পাহাড় থেকে সমুদ্র, মরুভূমি থেকে জঙ্গল- এর কোন কিছুই বাকি নেই। বাইরের বিশ্বের মানুষ যেখানে আকৃষ্ট হয়েছে সেখানে ভারতীয়রা যে দেশের এই মাধুর্য্য আস্বাদন করবেন না, তা বলা বাহুল্য।
উত্তর থেকে দক্ষিণ, পূর্ব থেকে পশ্চিম- ভারতের এই 32,87,263 বর্গ কিলোমিটারের সুবিশাল ক্ষেত্রের মধ্যে সংযোগ স্থাপন করেছে ভারতীয় রেল। আর এবারে সেই ভারতীয় রেল কেন্দ্রীয় সরকারি কর্মীদের জন্য নিয়ে এসেছে এক দারুণ সুখবর।

Advertisement

এবার থেকে সরকারি কর্মীরা তেজস এক্সপ্রেস ট্রেনে সম্পূর্ণ বিনা খরচে করতে পারবেন ভ্রমণ। এবারে জেনে নি, এই তেজস ট্রেন কি? কি কি সুবিধা আছে তেজসে? কথা থেকে কোথায় যায় এই তেজস? কিভাবেই বা পাবেন সুবিধাগুলি?
কেন্দ্রীয় সরকারি কর্মীরা এই ভ্রমণের সুবিধা পাবেন যেকোন অফিসিয়াল ট্যুরের সময়ে। সম্প্রতি ভারতের অর্থ মন্ত্রক একটি বিজ্ঞপ্তি জারি করে বলেছে যে, কেন্দ্রীয় সরকারি চাকরি করেন, এমন কর্মীরা এবার থেকে বিনামূল্যে বা কম খরচে তেজস ট্রেনে ভ্রমণ করতে পারবেন।

কেন্দ্রীয় সরকারি কর্মীরা অফিসের সিদ্ধান্ত অনুযায়ী, এই ছাড় তেজস ট্রেনে অফিসিয়াল ট্যুর ছাড়াও বিভিন্ন সরকারি ট্রেনিং, যে কোন জায়গায় বদলি এবং অবসরের পরে নির্দিষ্ট ভ্রমণের জন্য প্রযোজ্য হবে বলে জানানো হয়েছে। তেজস এক্সপ্রেস ট্রেনে ভ্রমণের যোগ্যতা শতাব্দী ট্রেনের মতো একই হবে।

EK24 News

সরকারি কর্মচারীদের বাড়ছে DA Rates, পূজোতেই মিলবে সুসংবাদ

Advertisement

তবে এক্ষেত্রে যেটি বিশেষ ভাবে পরিলক্ষিত হয় যে, সবাই একই সুবিধা পাবেন না। সরকারি কর্মীদের আলাদা আলাদা পোস্ট হিসেবে ভিন্ন বেতনক্রম হয়ে থাকে। সেক্ষেত্রে তারা এই ট্রেনে সেই বেতন স্কেল অনুযায়ী সুবিধা গুলি পাবেন।
তেজস ট্রেনকে প্রিমিয়াম ট্রেনের তালিকায় রেখেছে।

এর ফলে কেন্দ্রীয় সরকারী কর্মীরা অফিসিয়াল ট্যুরের জন্য এই ট্রেনগুলিতে ভ্রমণ করতে পারেন। তেজস ট্রেনের কোচগুলি বর্তমানে আপগ্রেড করা হয়েছে।
এই তেজস ট্রেনের মধ্যে আনা হয়েছে আধুনিক প্রযুক্তি। সেগুলি কাপুরথালার রেল কোচ ফ্যাক্টরিতে তৈরি করা হয়। এটি ২০টি কোচের দেশের প্রথম ট্রেন।

সমস্ত কোচে লাগানো থাকে সম্পূর্ণ স্বয়ংক্রিয় দরজা রয়েছে। এর পাশাপাশি প্রতিটি বগিতে চা-কফির ভেন্ডিং মেশিন রয়েছে।
এই টুজস ট্রেনের প্রতিটি সিটে এলসিডি স্ক্রিন ও ওয়াই-ফাই সুবিধা রয়েছে সারা ট্রেন জুড়ে। এটি ভারতীয় রেলওয়ের ট্রেন নয়, কর্পোরেট ট্রেন অর্থাৎ IRCTC দ্বারা পরিচালিত প্রথম ট্রেন হওয়ার গৌরব অর্জন করেছে। সুতরাং সুযোগ সুবিধাও যে খুব উচ্চ মানের হবে, সেটি সকলেরই বোধগম্য।

Advertisement

তেজস রাজধানী এক্সপ্রেস ভারতীয় রেল দ্বারা চালিত একটি সেমি হাই স্পিড ট্রেন। তেজস এক্সপ্রেস হল ভারতীয় রেলওয়ের একটি মাঝারি দ্রুতগতির ট্রেন। এতে সমস্ত অত্যাধুনিক সুবিধা রয়েছে। এর সর্বোচ্চ গতি ১৬০ kmph। শুরুতে ১৩০ kmph দিয়ে শুরু হলেও পরে তা আরো আপডেট করা হয়েছে।

PPF Account বা যেকোনো PF থাকলেই মিলবে এই বিরাট সুবিধা।

তেজস ট্রেনের মাধ্যমে দেশ ঘোরার স্বাদ পাবেন এবারে কেন্দ্রীয় সরকারি কর্মীরা। এই রকম গুরুত্বপূর্ণ খবরের দ্রুত খোঁজ পেতে সর্বদা আমাদের সাথে থাকার আমন্ত্রণ জানিয়ে আজকে প্রতিবেদন এখানেই শেষ করছি। ধন্যবাদ। Written by Mukta Barai.

Advertisement
Advertisement
Advertisement
2 thoughts on “সরকারি কর্মীদের জন্য এবার ট্রেন ফ্রি করে দিলো সরকার, লাগবে না আর টিকেট।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Advertisement