Gold Rate Today – সোনার দাম কমে গেল ধনতেরাসের আগে, কম দামে আজই কিনে নিন।

সোনার দাম (Gold Rate Today) কম থাকবে না বেশি থাকবে সেই নিয়ে আমাদের সমাজের মহিলাদের এক উৎসুকতা লেগেই থাকে। কারণ আমরা সকলেই জানি যে সোনার গয়না বলুন বা সোনার অন্য কোন ধরণের জিনিস এই সব কিছুর প্রতি মহিলাদের এক আলাদাই আকর্ষণ থাকে। তবে যাই হোক এখনকার দিনে অনেকেই সোনা (Gold) কিনে রাখেন বিনিয়োগ হিসাবে। আর সেই জন্য সকলেরই জানার ইচ্ছে থাকে এই সোনার দাম সম্পর্কে।

Advertisement

Gold Rate Today In Kolkata.

বর্তমান সময়ে ভারতবর্ষের সোনার দাম (Gold Rate Today) ক্রমশ ঊর্ধ্বমুখী। শুধু ভারতবর্ষ নয়, ভারতবর্ষের পাশাপাশি পাশ্চাত্য দেশগুলিতেও সোনার দাম বেশ চড়া হতে দেখা গেছে। এখনও পর্যন্ত সোনা ১০ % রিটার্ন দিয়েছে। ভারতের পাশাপাশি অস্ট্রেলিয়া এবং ইউকেতেও সোনার দাম বাড়তে দেখা গেছে। কেন এই সোনালী ধাতুর দাম এত বৃদ্ধি পাচ্ছে তার কারণ হিসেবে বিশেষজ্ঞরা দেখিয়েছেন যে আমেরিকার বহু ব্যাংক আর্থিক সমস্যার সম্মুখীন হয়েছে আর এই কারণেই পাশ্চাত্য দেশ গুলিতে সোনার দাম এত বাড়তে দেখা গেছে।

Advertisement

সামনেই আছে ধনতেরাস। ধনতেরাসের দিন নাকি সোনা কিনলে গৃহস্থলীর মঙ্গল হয়। এই কথাটি আমরা সকলেই প্রায় জানি। সেই জন্যই এই সময় সাধারণ মানুষের ভিড় পড়ে যায় সোনার দোকানে। এই সময় যদি সোনার দাম উর্ধ্বমুখী (Gold Rate Today) থাকে তাহলে সাধারণ মানুষ খুবই সমস্যার সম্মুখীন হয়। আর এখন কিছুটা হলেও সোনার দাম (Gold Price) কমেছে কলকাতায়।

গতকাল ৬ ই নভেম্বর অর্থাৎ সোমবার কলকাতার বাজারে ২৪ ক্যারেট সোনার দাম ছিল ৬,১৪৭ টাকা। আজ মঙ্গলবার গ্রাম প্রতি ২২ ক্যারেট সোনার দাম রয়েছে ৫,৬৩৫ টাকা। গতকালের তুলনায় আজ ৭ ই নভেম্বর সোনার দাম কিছুটা নিম্নমুখী হতে দেখা গেছে। গতকালের তুলনায় আজ ২৪ ক্যারেট সোনার দাম (Gold Rate Today) ৬,১৪৭ টাকা প্রতিগ্রাম ধার্য করা হয়েছে।

Advertisement
SBI Fixed Deposit (ষ্টেট ব্যাংকে ফিক্সড ডিপোজিট)

সোনার দাম (Gold Rate Today) নিম্নমুখী হলেও ঊর্ধ্বমুখী কিন্তু রুপোর দাম। গতকাল ৬ নভেম্বর কলকাতার বাজারে ১ কিলোগ্রাম রুপোর দাম ছিল ৭৫,০০০টাকা। আজকে কেজি প্রতি ২০০ টাকা বৃদ্ধি হয়েছে। আজ ৭ ই নভেম্বর কলকাতায় ১ কেজি রুপোর দাম হল ৭৫ হাজার ২০০ টাকা। আর এই কারণের জন্য আপনারা এই দাম কম থাকার জন্য আপনাদের ইচ্ছে ও সামর্থ্য অনুসারে কিনে রাখুন।

Advertisement

Bank Fraud – ব্যাংক জালিয়াতির নতুন পদ্ধতি! প্যান কার্ডের নম্বর দিয়ে একাউন্ট ফাঁকা, নিজেকে কিভাবে রক্ষা করবেন দেখুন।

কলকাতার বাজারের পাশাপাশি আন্তর্জাতিক বাজারেও আজকে সোনার দাম (Gold Rate Today) সামান্য উর্ধ্বমুখী হতে দেখা গেছে। গতকাল সোমবার আন্তর্জাতিক বাজারে ১ ট্রয় আউন্স স্পট সোনার দাম ছিল ১৯৮৪.০০ মার্কিন ডলার (USD). আজ মঙ্গলবার সেই দাম বেড়ে হয়েছে ১৯৯২.২০ মার্কিন ডলার। কিন্তু এই উৎসবের মরশুমে অনেক দোকানেই এই দামে আপনারা ছাড় পাবেন।
Written By Nupur Chattopadhyay.

Advertisement

কমপক্ষে 2 বছরের পুরনো আধার কার্ড থাকলেই, বিরাট সুবিধা দিচ্ছে মোদী সরকার।

শেয়ার করুন: Sharing is Caring!

Leave a Comment