Advertisement
Gold News, KDM Gold Price, Hallmark Gold Price (সোনার দাম)
Advertisement

সোনা কেনাবেচায় নয়া নতুন নির্দেশ (Gold News) সরকারের, সোনার গহনা কেনার আগে ভালো করে দেখুন এটা আছে কিনা।
হলুদ বা সোনালী রঙের এই ধাতুর প্রতি আকর্ষণ দীর্ঘদিনের। বিশেষ করে নারীদের কাছে সোনার অলংকার (Gold Jewellery) বহু আকাঙ্ক্ষিত বস্তু। তবে শুধুমাত্র যে সোনার অলংকার সাজগোজের জন্য ব্যবহার করা হয় তা নয়, বহু ক্ষেত্রে দেখা যায়, মানুষের বিপদে-আপদে সোনা খুব বড় দুর্দিনের সঙ্গী।

Advertisement

Gold News Today:

তবে একথাও ঠিক, বর্তমানে সোনার যা দাম (Gold Price), তাতে একমাত্র আর্থিক সম্পন্ন মানুষেরাই তা কিনতে পারেন। ফলে একটা সময় দেখা যেত, কোনো বাড়িতে সোনা থাকলে চরম বিপদের সময় তা অনেকটা আর্থিক বিষয়ের অভাব পূরণ করতো। যদিও সোনার প্রতি একটা আলাদা আকর্ষণ থাকে। তবুও এটা তো ঠিক, কখন কোন মানুষের কি ধরনের পরিস্থিতি তৈরি হয়, তা সহজে হলফ করে বলা যায় না। সে যাই হোক, এখন এই সোনা কেনার আগে অবশ্যই নতুন নিয়মটি (Gold News Today) জেনে নেওয়া প্রয়োজন।

Advertisement

কেন্দ্রীয় ভোক্তা বিষয়ক এবং খাদ্য ও জনবন্টন সংক্রান্ত মন্ত্রকের তরফে সিদ্ধান্ত (Gold News) নেওয়া হয়েছে, আগামী ১ এপ্রিল ২০২৩ থেকে ৬ সংখ্যার হলমার্ক নম্বর ছাড়া কোনো সোনার গহনা এবং সোনার বস্তু (Six Digit Hallmark Gold Jewellery) বিক্রয় করা যাবে না। বৃহৎ মাপের সোনার শোরুম থেকে শুরু করে ছোট সোনার অলংকারের দোকান সবাইকেই আগামী ১ এপ্রিল থেকে এই নিয়ম মেনে চলতে হবে।

Advertisement

এখন আর শুধু বড় দোকান নয়, পাড়ায় পাড়ায়, অলিতে গলিতে, ছোট ছোট সোনার গহনা তৈরীর দোকান বা জুয়েলার্স দেখতে পাওয়া যায়। আর সেখানে অধিকাংশ সময় ক্রেতাদের সঙ্গে প্রতারণা করা হয়। বেশিরভাগ অসাধু ব্যবসায়ীরা অধিকাংশ সময়ে সোনার মধ্যে অনেক বেশি পরিমাণে খাদ মিশিয়ে গহনা তৈরি করে ক্রেতাদের বিক্রি করে। ফলে ক্রেতারা প্রতারিত হন। আর অসাধু ব্যবসায়ীদের এই প্রতারণা বন্ধ করার জন্যই কেন্দ্রীয় সরকার এবার কড়া পদক্ষেপ (Gold News) নিতে চলেছে।

আগেও কেন্দ্র এই ব্যাপারে পদক্ষেপ নেওয়ার জন্য নিয়ম জারি করেছিল। সেখানে হলমার্ক নম্বর দিয়ে সোনার গয়না বিক্রির জন্য নির্দেশ দেওয়া হয়েছিল। কিন্তু তারপরেও লক্ষ্য করা গিয়েছে, বহু ছোট ছোট দোকান বিভিন্ন অজুহাত খাড়া করে এই নিয়ম মেনে চলেনি। ফলে এবার আর কোনো সুযোগ দেওয়া নয়। আগামী ১ এপ্রিল থেকে ৬ সংখ্যার আলফানিউমেরিক HUID বা অনন্য শনাক্তকরণ নম্বর ছাড়া সোনার গহনা এবং সোনার কোনো বস্তুর বিক্রয় (Gold News) করা যাবে না। এই ক্ষেত্রে কড়া পদক্ষেপ গ্রহণ করতে চলেছে মোদি সরকার।

EK24 News

কেন্দ্রীয় মন্ত্রী পীযূষ গোয়েলের সভাপতিত্বে ৩ মার্চ ২০২৩ তারিখে ভারতীয় মান রক্ষা পর্ষদ BIS- এর একটি বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ৩১শে মার্চের পর থেকেই এই নিয়ম কার্যকর হয়ে যাবে।
এক্ষেত্রে বহু ছোট ছোট সোনার গহনার দোকান বা জুয়েলার্স এর তরফে বলা হয়, ছোট ব্যবসায় হলমার্কিং এর নিয়ম মেনে চলা যায় না। কারণ হলমার্কিং করতে গেলে নির্দিষ্ট ফি দিতে হয়। আর তার ফলে গহনার দাম বেড়ে যায়। এবার কেন্দ্রীয় সরকার সেই দিকেও নজর দিয়ে জানিয়েছে, মাইক্রো স্কেল ইউনিটে BIS- এর ভিন্ন সার্টিফিকেশন /হলমার্কিং ফিতে ৮০ শতাংশ ছাড় দেওয়ার সিদ্ধান্ত (Gold News) নেওয়া হয়েছে।

Advertisement
Best Recharge Plans (মোবাইল রিচার্জ প্ল্যান)

এছাড়াও দেশের উত্তর-পূর্বের রাজ্যগুলিতে ছোট ব্যবসায় ১০% ছাড় অব্যাহত থাকছে।
ভোক্তা বিষয়ক দপ্তরের অতিরিক্ত সচিব বলেছেন, ক্রেতাদের স্বার্থরক্ষার জন্যই সরকার এই পদক্ষেপ নিয়েছে। ৩১ মার্চ ২০২৩ এর পর থেকে HUID-র হলমার্ক নম্বর (Hallmark Gold Jewellery) করা ছাড়া সোনার গহনা এবং সোনার কোনো বস্তু বিক্রি করা যাবে না। বর্তমানে আমাদের সংখ্যার পাশাপাশি ৬ সংখ্যার HUID নম্বর ব্যবহার করা হচ্ছে।

কলকাতায় আরও কমে গেল সোনার দাম, দাম বাড়ার আগে ঝটপট কিনে নিন।

ছোট ছোট সোনার দোকান এবং জুয়েলার্সগুলিতেও ভালো ব্যবসা হয়ে থাকে। কিন্তু তারা অধিকাংশ সময়ে ক্রেতাদের সঙ্গে প্রতারণা করে থাকে। অসাধু ব্যবসায়ীরা খাদ মিশিয়ে বেশি লাভ করার জন্য এই কাজ করে। আর তাই কেন্দ্রীয় সরকারের তরফে এই কড়া পদক্ষেপ ১ এপ্রিল ২০২৩ থেকেই কার্যকর করার (Gold News) সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
Written by Rajib Ghosh.

Advertisement
Advertisement

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Advertisement