Jio AirFiber Plan – 50 দিন বিনামূল্যে আনলিমিটেড ইন্টারনেট পাবে জিও গ্রাহকরা। আম্বানির মাস্টার স্ট্রোক।

নেটওয়ার্ক ব্যবহারকারীদের জন্য আবারও সুখবর। আবার ফ্রি ইন্টারনেট পাবেন আপনারা Jio AirFiber Plan এর মাধ্যমে। আপনি যদি স্মার্টফোন ব্যবহার করেন এবং জিওর গ্রাহক হন তবে এবার আকাশছোঁয়া লাভ পেতে চলেছেন আপনি। রিলায়েন্স জিও (Reliance JIO) তার নতুন প্ল্যান আনল বাজারে। যেখানে একবার অল্প টাকার রিচার্জ (JIO Recharge Plan) করলেই গ্রাহকরা পেয়ে যাচ্ছে টানা 50 দিনের আনলিমিটেড সুবিধা।

Advertisement

Recharge Jio AirFiber Plan To Get Unlimited Internet.

ফাইভ-জি ইন্টারনেট, আনলিমিটেড কলিং, ১৩ ওটিটি অ্যাপ এর সাবস্ক্রিপশন (OTT App Subscription) এবং আরো অনেক কিছু থাকছে এই Jio AirFiber Plan. আর এই কারণের জন্য এখন অনেকেই আর শুধুমাত্র Briadband WIFI এর দিকে না গিয়ে সরাসরি Jio AirFiber কিনতে বেশি আগ্রহ দেখাচ্ছেন। তাহলে আপনারা কিসের অপেক্ষা করছেন? জিও এয়ার ফাইবার প্ল্যান কেনার আগে এই সম্পর্কে সম্পূর্ণ তথ্য জেনে নিন।

Advertisement

Reliance Jio AirFiber Plan Worth Benefits

গত বছরই সেপ্টেম্বর মাসে জিও তার নতুন এয়ার ফাইবার প্রোডাক্টটি লঞ্চ করেছে। এখন সারা বিশ্বে ফাইভ-জি নেটওয়ার্কের যুগ। আমাদের দেশেও এই নেটওয়ার্ক অত্যন্ত জনপ্রিয়। কারণ এই নেটওয়ার্কের আল্ট্রা হাই স্পিড ইন্টারনেট পরিষেবা অত্যন্ত দ্রুততার সঙ্গে অনলাইন কাজ গুলিকে সম্পন্ন করে। এই নেটওয়ার্কের উপর ভিত্তি করেই তৈরি হয়েছে নতুন এই Jio AirFiber Plan.

মূলত এটি হল একটি ওয়ারলেস ইন্টারনেট পরিষেবা ডিভাইস। এর আগে যে Jio AirFiber Plan অনেকে ব্যবহার করতেন সে গুলি কেবিল দ্বারা সংযুক্ত করতে হতো। কিন্তু এখানে সম্পূর্ণ ব্যবস্থাটি ওয়ারলেস কমিউনিকেশন পদ্ধতিতে হবে। পাশাপাশি ফাইভ-জি নেটওয়ার্ক ব্যবহার করার কারণে আপনার বাড়ি হোক কিংবা অফিস যে কোন স্থানে আলট্রা হাই স্পিডে ইন্টারনেট পরিষেবা আপনি ব্যবহার করতে পারবেন।

Jio AirFiber Plan ব্যবহারকারীদের জন্য দুর্দান্ত দুটি প্ল্যান এনেছে বর্তমানে। এই গুলিতে খরচ কম কিন্তু সুবিধা আনলিমিটেড। প্রিপেইড এবং পোস্টপেইড দুই ধরনের গ্রাহকরাই এই প্ল্যান গুলো দিয়ে রিচার্জ করাতে পারবেন। তবে জিও এয়ারফাইবার জিওর ট্রু ফাইভ জি নেটওয়ার্কের প্রযুক্তির ওপর ভিত্তি করে তৈরি হয়েছে। তাই এই প্ল্যান গুলি কেবল ফাইভ জি নেটওয়ার্ক ব্যবহারকারীদেরই সুবিধা দেবে।

Advertisement
SBI E Mudra Loan - মুদ্রা লোন

Jio AirFiber Plan Details

599 Rupees Plan
এক্ষেত্রে প্রথম যে রিচার্জটির কথা বলা হয়েছে সেটির বৈধতা থাকবে ৫০ দিন পর্যন্ত। ৫০ দিন আপনি পেয়ে যাবেন আনলিমিটেড ভয়েস কল এবং মোট ১০০০ জিবি ফাইভ জি ডেটা। দৈনিক 30 Mbps হাই স্পিড নেটওয়ার্ক উপভোগ করবেন আপনি। এছাড়াও এই প্ল্যানের সঙ্গে জিও দিচ্ছে ৫০০ টিভি চ্যানেল এবং ১৩ টি ও টি টি অ্যাপের ফ্রি সাবস্ক্রিপশন। যেটি যে কোন স্মার্ট টিভি বা মোবাইলের নেটওয়ার্কের সঙ্গে কানেক্ট করে আপনি সুবিধা নিতে পারেন।

২ বছর বিনামূল্যে ইন্টারনেট পরিষেবার দিন শুরু। Jio Airtel এর ঘুম উড়িয়ে সিদ্ধান্ত নিল Elon Musk.

1499 Rupees Plan
এই রিচার্জ প্ল্যানটিকে জিও এয়ার ফাইবার ম্যাক্স প্লানের আওতায় রাখা হয়েছে। এই প্লানের খরচ একটু বেশি কিন্তু সেই সঙ্গে সুবিধাও বেশি। ১৪৯৯ টাকা দিয়ে রিচার্জ করলে আপনি পাবেন দৈনিক 300 Mbps speed সহ মোট ১০০০ জিবি ডেটা। এছাড়াও থাকবে 550টিরও বেশি টিভি চ্যানেল এবং 15 টি ও টি টি অ্যাপের বিনামূল্যে সাবস্ক্রিপশন। হাতে যদি স্মার্ট ফোন থাকে তবে আনলিমিটেড ভয়েস কলিং এর সুবিধা ও দিচ্ছে জিওর এই Jio AirFiber Plan টি।
Written by Nabadip Saha.

১ লা এপ্রিল থেকে বাড়ছে মোবাইল রিচার্জের দাম। কমপক্ষে কত রিচার্জ করতে হবে?

শেয়ার করুন: Sharing is Caring!

Leave a Comment