Advertisement
Free Ration iteam list West Bengal (ফ্রি রেশন তালিকা, রেশনে কি কি দেবে)
Advertisement

কোন রেশন কার্ডে কত পরিমাণ Free Ration খাদ‍্যশস‍্য পাবেন, তালিকায় চোখ বুলিয়ে নিন।

রেশন ব্যবস্থায় কেন্দ্র এবং রাজ্য উভয় সরকারই বিনামূল্যে বা Free Ration এবং নামমাত্র মূল্যে রেশন কার্ড (Ration Card) হোল্ডারদের খাদ্যশস্য সরবরাহ করে থাকে। দেশের একটা বৃহৎ অংশের মানুষ এই রেশন ব্যবস্থার (Rationing System) মাধ্যমে উপকৃত হন। বর্তমানে রেশন ব্যবস্থায় আরো পরিবর্তন আনা হচ্ছে। এবার রেশন কার্ডের ক্যাটাগরি অনুযায়ী মাঝেমধ্যেই সরকারের তরফে খাদ্যশস্য সরবরাহের ক্ষেত্রে বিভিন্ন ধরনের নিয়ম জারি করা হয়।

Advertisement

কখনো একেবারে বিনামূল্যে খাদ্যশস্য (Free Ration) দেওয়া হয়, কখনো কোনো খাদ্যশস্য একেবারে নামমাত্র মূল্যে কার্ডহোল্ডারদের হাতে তুলে দেওয়া হয়। যারা রেশন কার্ডের মাধ্যমে নিয়মিত খাদ্যশস্য নিয়ে থাকেন, তাদের অবশ্যই রেশন সংক্রান্ত এই নির্দেশিকাটি দেখে নেওয়া দরকার। কোন ক্যাটাগরির কার্ডে বিনামূল্যে, কত পরিমানে রেশনে খাদ্যশস্য দেওয়া হবে?

Advertisement

২০২৩ সালের মার্চ মাসে সরকার রেশনিং সিস্টেমে কি পরিমান খাদ্যশস্য সরবরাহ করছে, বিস্তারিত বিষয়টি একবার দেখে নেওয়া যাক।
রেশন কার্ডের মধ্যে যে ক্যাটাগরিগুলি রয়েছে (Ration Card Category) সেগুলি হল, AAY, PHH, SPHH, RKSY-1 এবং RKSY-2
প্রতিটি ক্যাটাগরির রেশন কার্ডের আলাদা আলাদা নিয়ম রয়েছে। রেশন কার্ডের ক্যাটাগরি অনুযায়ী কার্ড হোল্ডাররা বিনামূল্যে কিংবা নামমাত্র মূল্যে খাদ্যশস্য পাবেন।

Advertisement

এবার দেখে নেওয়া যাক, কোন ক্যাটাগরির কার্ডে কতটা পরিমাণ রেশনে খাদ্যশস্য দেওয়া হচ্ছে:
১. AAY Ration Card Free Ration:
যে সমস্ত মানুষের কাছে AAY ক্যাটাগরির রেশন কার্ড রয়েছে, তারা যে সমস্ত খাদ্যশস্য পাচ্ছেন,সেগুলি হলো
চাল- পরিবার পিছু ২১ কেজি- সম্পূর্ণ বিনামূল্যে।
আটা হলে পাবেন পরিবারপিছু- ১৩ কেজি ৩০০ গ্রাম- সম্পূর্ণ বিনামূল্যে অথবা গম হলে পাবেন পরিবার পিছু- ১৪ কেজি- সম্পূর্ণ বিনামূল্যে।
চিনি- পরিবার পিছু ১ কেজি- ১৩ টাকা ৫০ পয়সা প্রতি কেজি মূল্যে।

বর্তমানে ব্যাংকে কিভাবে টাকা রাখলে বেশি সুদ পাবেন?

২. PHH Ration Card Free Ration:
যারা PHH রেশন কার্ডের গ্রাহক তাদের মাথাপিছু রেশনে খাদ্যশস্য দেওয়া হয়। তবে এক্ষেত্রে পরিবারের সদস্যের সংখ্যা বেশি থাকলে রেশনের খাদ্য সামগ্রীর পরিমাণও বেশি পাবেন। এই ক্যাটাগরির কার্ডে কি কি পাওয়া যাচ্ছে:
চাল- মাথাপিছু ৩ কেজি- সম্পূর্ণ বিনামূল্যে।
আটা হলে মাথাপিছু ১ কেজি ৯০০ গ্রাম- সম্পূর্ণ বিনামূল্যে অথবা গম হলে মাথাপিছু ২ কেজি- সম্পূর্ণ বিনামূল্যে।

EK24 News
নিজ গৃহ নিজ ভূমি (Nijo Griha Nijo Bhumi Scheme Project) প্রকল্প

৩. SPHH Ration Card Free Ration:
রেশন কার্ডের ক্যাটেগরি অনুযায়ী PHH এবং SPHH ক্যাটাগরির রেশন কার্ডে প্রায় একই পরিমাণ রেশনে খাদ্যসামগ্রী দেওয়া হয়। একবার দেখে নেওয়া যাক:
চাল- মাথাপিছু ৩ কেজি- সম্পূর্ণ বিনামূল্যে।
আটা হলে ১ কেজি ৯০০ গ্রাম মাথাপিছু- সম্পূর্ণ বিনামূল্যে অথবা গম হলে মাথাপিছু ২ কেজি- সম্পূর্ণ বিনামূল্যে।

Advertisement

৪. RKSY-1 Ration Card Free Ration:
এই ক্যাটাগরির রেশন কার্ড থাকলে গ্রাহকেরা মাথাপিছু ৫ কেজি করে চাল সম্পূর্ণ বিনামূল্যে পাবেন।
৫. RKSY-2 Ration Card Free Ration:
এই ক্যাটাগরির কার্ড যাদের রয়েছে, তারা মাথাপিছু ২ কেজি করে চাল সম্পূর্ণ বিনামূল্যে পাবেন।
২০২৩ সালের মার্চ মাসে রেশন কার্ডের ক্যাটাগরি অনুযায়ী গ্রাহকেরা যে পরিমাণ দ্রব্য পাবেন, তার একটা তালিকা এখানে দেওয়া হল। এক্ষেত্রে গ্রাম, শহর বা অন্যান্য এলাকার অনুযায়ী রেশন দ্রব্যের পরিমাণ কিছুটা কম বেশি হতে পারে।
Written by Rajib Ghosh.

আরও পড়ুন, APL রেশন কার্ড BPL করার পদ্ধতি

Advertisement
Advertisement
3 thoughts on “Free Ration – এইমাসে কোন রেশন কার্ডে কি পরিমান মাল পাবেন, জেনে নিন মার্চ মাসের ফ্রি রেশনের তালিকা।”
  1. আমি মহঃ মনিরুল ইসলাম মন্ডল। আমার নিজস্ব কোনও
    জমি জায়গা নাই। 3 সন্তান আর আমরা দুই সামীইস্ত্রী মোট 5 জনের ফেমেলী।
    আমি জনমজুর খেটে সংসার
    চালাই।তাই।রাজ্য সরকারের নিজ গৃহ নিজ ভূমি প্রকল্পে।
    আমাদের কে জমি দেওয়া হয়।তা হলে এই সরকারের
    কাছে চির কৃতজ্ঞ।থাকিব
    ঠিকানা।বারাকপুর। (1নাম্বার) পানপুর কেউটিয়া গ্রাম পঞ্চায়েত। গ্রাম/ শঙ্করপুর রামবাটি।পোস্ট/কুশডাঙ্গা ।
    থানা/ বাসুদেবপুর।
    জেলা /উত্তর (24)পরগনা।
    পিন কোড 743126
    ফোন নাম্বার 8478029328

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Advertisement