Free Ration in West Bengal – কেন্দ্র না দিলেও আরো ছয় মাস বাড়ছে, ফ্রী রেশনের মেয়াদ, প্রধানমন্ত্রীকে চিঠি।

অতিমারী আবহে সাধারণ মানুষের জন্য কেন্দ্র সরকার প্রধানমন্ত্রী গরিব কল্যাণ অন্ন যোজনা (PMGKAY) নামে ফ্রী রেশন চালু করেছে (Free Ration in West Bengal), আর তার সাথে রাজ্য সরকার ও ফ্রী রেশন দিচ্ছে। এবং নির্বাচনের আগেই মুখ্যমন্ত্রী ঘোষণা করেছিলেন সারাজীবন ফ্রীতে রেশন দেবেন। কিন্তু ফ্রী রেশন দেওয়ার যে সরকারী অর্ডার সেটি শেষ হচ্ছে নভেম্বর মাসে। এর পরও কি ফ্রিতে রেশন মিলবে? এই নিয়ে গত সপ্তাহে কেন্দ্র থেকে জানিয়ে দেয় আপাতত এই প্রকল্পের মেয়াদ বাড়ানো নিয়ে কোনও সিদ্ধান্ত হয়নি। আর এদিন পশ্চিমবঙ্গ থেকে বড় পদক্ষেপ নেওয়া হলো।

Advertisement

প্রধানমন্ত্রী গরীব কল্যাণ অন্ন যোজনার মেয়াদ আরও ৬ মাস বাড়ানোর আর্জি জানিয়ে নরেন্দ্র মোদীকে চিঠি দিলেন তৃণমূল সাংসদ সৌগত রায়। সৌগত রায় তার চিঠিতে লিখেছেন ,৩০শে নভেম্বরের পর বিনামূল্যে রেশন দেওয়া বন্ধ হয়ে যাবে। দেশে এখনও সংক্রমণ চলছে এবং কিছু অংশে অতিমারীর প্রকোপ বাড়ছে। তাই প্রধানমন্ত্রী গরীব কল্যাণ অন্ন যোজনা প্রকল্প আরও ছয় মাস বর্ধিত করার জন্য অনুরোধ জানাচ্ছি।(Free Ration in West Bengal)

Advertisement

প্রসঙ্গত কেন্দ্র গতমাসে জানিয়েছিল আর একমাস দেওয়া হবে বিনামূল্যে খাদ্য শস্য দেশবাসীকে (Free Ration in West Bengal)। অতিমারীর প্রভাবে গরীব মানুষ যাতে খেতে পায় তার জন্য প্রধানমন্ত্রী গরীব কল্যাণ অন্ন যোজনার প্রকল্প শুরু করা হয়েছিল। যা শেষ হওয়ার কথা ৩০ নভেম্বর। করোনাভাইরাসের প্রভাব দেশজুড়ে পড়েছে। অনেকেই খাবার কিনে খাওয়ার সামর্থ্য হারিয়েছেন। যারা অর্থনৈতিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছেন তাদের জন্য আরও ছয় মাস বাড়ানোর অনুরোধ জানানো হলো।

অন্যদিকে রাজ্য খাদ্য দপ্তর সূত্রে জানা যাচ্ছে, রাজ্য যে বরাদ্দের রেশন দেয়, সেই রেশন আগের মতই ফ্রিতেই পাওয়া যাবে। কেন্দ্রের PMGKAY এর প্রকল্প এর রেশন নিয়ে এখনও সরকারী ভাবে জানায়নি কেন্দ্রের তরফ থেকে। তবে তৃণমূল সাংসদ সৌগত রায় এর আবেদন যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলে মনে করছেন বিশেষজ্ঞেরা।

Advertisement

আজ রাজ্যের সাধারণ মানুষকে সুখবর দিয়ে রাজ্যের খাদ্যমন্ত্রী রথীন ঘোষ বলেন, মমতা বন্দ্যোপাধ্যায়ের (CM Mamata Banerjee) সরকার রাজ্য সরকারের নির্ধারিত বিনামূল্যে রেশন ব্যবস্থা চালু রাখছে। এদিন রবিবার মাইকেল নগরের বাসভবনে সাংবাদিক বৈঠকে এমনটাই জানালেন রাজ্যের খাদ্যমন্ত্রী রথীন ঘোষ। তিনি জানালেন, রাজ্য সরকারের বিনামূল্যে রেশন ব্যবস্থা চালু রয়েছে এবং সেটা চালু থাকবে

Advertisement

 মন্ত্রী স্পষ্টই জানিয়েছেন, বিনামূল্যে রেশনের  (West Bengal Free Ration) জন্য রাজ্য সরকারের বরাদ্দ যা রয়েছে তার থেকে অতিরিক্ত কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে যা দেওয়া হচ্ছিল, সেটা ওরা বন্ধ করেছে। গরিব কল্যাণের নামে সাময়িকভাবে মানুষকে সুবিধা দিয়ে হঠাৎ করে বন্ধ  (West Bengal Free Ration) করে দেওয়ার কারণ জানা নেই। খাদ্য মন্ত্রী আরও বলেন, কেন্দ্রীয় সরকার গিমিক করে নির্বাচনের জন্য ফ্রি রেশন  (West Bengal Free Ration) চালু করেছিল। মানুষের অসুবিধা হিসেবে করলে তা বন্ধ করতো না। রাজনৈতিক উদ্দেশ্যে রেশন বন্ধের এই সিদ্ধান্ত।

Advertisement

আরও পড়ুন, ফ্রী রেশন নিয়ে কি বললো কেন্দ্র

শেয়ার করুন: Sharing is Caring!

Leave a Comment