Advertisement
West Bengal Health Scheme
Advertisement

Health Scheme – স্বাস্থ্য প্রকল্পের আমূল বদল, কি করতে চলেছে সরকার?

আরও উচ্চ মানের চিকিৎসা পরিষেবা এবং রোগীর হয়রানী কমাতে সরকারী স্বাস্থ্য প্রকল্পের (Health Scheme) নিয়ম বদল করতে চলেছে সরকার (PMJAY)। সারা দেশ জুড়ে কেন্দ্রীয় সরকারের চিকিৎসা পরিষেবা প্রকল্পে আয়ুষ্মান ভারত কার্ডের সূচনা করা হয়। এই কার্ডের মাধ্যমে দেশের আর্থিকভাবে পিছিয়ে পড়া মানুষদের চিকিৎসা পরিষেবা দেওয়ার সিদ্ধান্ত নেয় কেন্দ্রীয় সরকার (Central Government) তবে আয়ুষ্মান ভারত কার্ডের সুবিধা পাওয়ার জন্য কিছু নিয়ম-কানুন বেঁধে দেয় কেন্দ্র।

Advertisement

কেন্দ্রের পক্ষ থেকে চালু করার পরেও আয়ুষ্মান ভারত কার্ডের প্রবেশ অনেক রাজ্যেই হয়নি। এই সমস্ত রাজ্য সরকার একাধিক কারণ দেখিয়ে আয়ুষ্মান (PMJAY Health Scheme) ভারত কার্ড গ্রহণ করেনি। তবে পশ্চিমবঙ্গের ক্ষেত্রে যেমন স্বাস্থ্যসাথী স্বাস্থ্য প্রকল্প (Health Scheme) রয়েছে। বিনামূল্যে চিকিৎসা পরিষেবা দেওয়ার জন্য স্বাস্থ্য সাথী (Swasthya Sathi) কার্ডের সূচনা করা হয়েছে। তবে এই কার্ডে সব প্রাইভেট হাস্পাতালে চিকিৎসা হয়না বলে সূত্রের খবর। তাই PMJAY কার্ডে সমস্ত হাসপাতাল কভার করা হচ্ছে।

Advertisement

পুজোর আগেই West Bengal এর 3 লাখ কর্মীদের বেতন ভাতা ঘোষণা, মোট বরাদ্দ কত, কত টাকা বাড়লো?

এবার কেন্দ্রীয় সরকার আয়ুষ্মান ভারত কার্ডের বদলে আয়ুষ্মান কার্ডের (Ayusman Card Health Scheme) সূচনা করতে চলেছে। এই কার্ডে কেন্দ্র (PMJAY) এবং রাজ্য, দুই সরকারের লোগো (Logo) থাকবে। উভয় সরকারের স্বাস্থ্য প্রকল্পকেই একত্রীকরণ করা হবে।
এখনো পর্যন্ত 31 টি রাজ্য এই প্রকল্পে সামিল হয়েছে। তবে বেশ কিছু রাজ্য এই প্রকল্প গ্রহণ করেনি।

Advertisement

পশ্চিমবঙ্গ, দিল্লি এবং ওড়িশা কেন্দ্রীয় সরকারের এই প্রকল্পে প্রবেশ করেনি। পাশাপাশি তামিলনাড়ু এবং তেলেঙ্গানা এখনো পর্যন্ত কেন্দ্রীয় সরকারের আয়ুষ্মান কার্ড (PMJAY) প্রকল্পে যোগ দেয় নি। জানা গিয়েছে, আয়ুষ্মান ভারত কার্ডের বদলে যে আয়ুষ্মান কার্ড আনার সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্রীয় সরকার, তার কাজ জোরকদমে শুরু হয়েছে। আর তা গ্রহন করতে পারে পশ্চিমবঙ্গ।

স্বাস্থ্যসাথীকে টেক্কা দিতে, এবার কেন্দ্রীয় স্বাস্থ্য বীমা প্রকল্প, পশ্চিমবঙ্গে আসছে তো??

PMJAY Health Scheme এবং রাজ্য দুই সরকারেরই লোগো রাখার জন্য সমান জায়গা বরাদ্দ করা হয়েছে এই কার্ডে। ইংরেজি এবং স্থানীয় ভাষায় আয়ুষ্মান কার্ড তৈরি করা হবে।তথ্য অনুযায়ী, 17 ই আগস্ট পর্যন্ত 18.82 কোটি মানুষের ভেরিফিকেশন হয়ে গিয়েছে এবং 14.12 কোটি মানুষের আয়ুষ্মান কার্ড ইস্যু করা হয়ে গিয়েছে।

EK24 News

কেন্দ্র আয়ুষ্মান ভারত কার্ড তৈরীর সময়ে দেশের বহু রাজ্য সেই প্রকল্প যোগ না দেওয়ার পরেও এতদিন পর্যন্ত কোনো সিদ্ধান্ত কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে গ্রহণ করা হয়নি। তবে এবার লক্ষ্য করা যাচ্ছে, আয়ুষ্মান ভারত কার্ডের বদল ঘটিয়ে আয়ুষ্মান কার্ড (Health Scheme) তৈরি করার সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্র। যেখানে সমস্ত স্বাস্থ্য প্রকল্প একত্রীকরণ করা হবে।
Rajib Ghosh.

Advertisement
Advertisement
Advertisement

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Advertisement