Advertisement
Fixed Deposit Interest Rate
Advertisement

সাধারন নাগরিকদের দীপাবলিতে খুসির খবর। আবার বাড়লও ব্যাংকে সুদের হার। Fixed Deposit এ পাবেন সর্বোচ্চ 8.50% সুদ। কোন কোন ব্যাংকে সুদের হার বাড়লও, জেনে নিন।

Advertisement

Fixed Deposit Interest Rate:

পরপর রেপোরেট বাড়িয়েছে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া। ৩০ সেপ্টেম্বর ২০২২ এ রেপো রেট বাড়ানো হয়েছে। ৫ মাসের মধ্যে ৪বার রেপো রেট বাড়ানো হয়েছে। ৪ শতাংশ থেকে বাড়িয়ে ৫.৯০ শতাংশ রেপো রেট বৃদ্ধি করেছে RBI আর ধারাবাহিকভাবে রেপোরেট বাড়ানোর ফলে প্রায় সমস্ত ব্যাংক Fixed Deposit এর সুদের হার বাড়িয়েছে। সেই তালিকায় রয়েছে ফেডারেল ব্যাংক এবং উৎকর্ষ স্মল ফিনান্স ব্যাঙ্ক। তারা গ্রাহকদের ৭.৫০ শতাংশ থেকে ৮.৫০ শতাংশ পর্যন্ত রিটার্ন দিচ্ছে।

Advertisement

State Bank Of India Fixed Deposit Interest Rate:
SBI, ১ থেকে ২ বছর এর কম মেয়াদের আমানতে সুদের হার ৫.৬% থেকে বাড়িয়ে ৬.১% করেছে। ২ থেকে ৩ বছরের কম মেয়াদে সুদের হার বাড়িয়ে ৬.২৫ শতাংশ করা হয়েছে। আবার ৩ থেকে ৫ বছরের আমানতে ৩০ বেসিস পয়েন্ট সুদ বাড়ানো হয়েছে। ৫ থেকে ১০ বছর মেয়াদের আমানতে ৬.১০% সুদ দেওয়া হচ্ছে। সব ক্ষেত্রেই প্রবীন নাগরিকেরা ৫০ বেসিস পয়েন্ট বেশি সুদ পেয়ে থাকেন। ১ থেকে ২ বছরের কম মেয়াদে জমার ক্ষেত্রে ৬.৬% সুদ পাবেন। আবার ২ থেকে ৩ বছরের কম মেয়াদে ৬.৭৫% Fixed Deposit Interest পাবেন।

Advertisement

ব্যাবসা করতে 50 হাজার টাকা দিচ্ছে সরকার, মোবাইল থেকে আবেদন করুন।

Federal Bank Fixed Deposit Interest:
RBI রেপোরেট বাড়ানোর পর ফেডারেল ব্যাংক ২ কোটি টাকার কম ফিক্সড ডিপোজিট এর উপরে সুদের হার বাড়িয়েছে। বিভিন্ন মেয়াদের FD-র ওপরে ৫০ বেসিস পয়েন্ট সুদ বাড়ানো হয়েছে। ৩০ অক্টোবর ২০২২ থেকে এটা কার্যকর হচ্ছে। সাধারণ নাগরিকরা ৭.৫০ শতাংশ এবং প্রবীণ নাগরিকরা ৮% পর্যন্ত রিটার্ন পাবেন। এবার দেখে নেওয়া যাক, বিভিন্ন মেয়াদের FD-তে কত সুদের হার দেওয়া হচ্ছে।

Fixed Deposit Interest Rate
৭ থেকে ২৯ দিনের মেয়াদের FD-তে ৩ শতাংশ
৩০ থেকে ৪৫ দিন ৩.২৫ শতাংশ
৪৬ থেকে ৬০ দিন ৩.৭৫ শতাংশ
আবার ৩৩৩ দিনের এফডিতে 5. ৬০%
৩৩৪ দিন থেকে ১ বছরের কম এফডিতে ৪.৮০ শতাংশ

EK24 News

RBI এর কঠোর সিদ্ধান্তের ফল, দেশজুড়ে জোর ধাক্কা, সাধারন মানুষের টাকা পয়সায় কি প্রভাব পড়বে জানুন।

Advertisement

১ বছর থেকে ২০ মাসের কম মেয়াদের FD-তে ৫. ৬০ শতাংশ
আবার ২০ মাসের এফডিতে ৬.১০ শতাংশ
৭০০ দিনের এফডিতে ৭.৫০ শতাংশ
৭৫০ দিনের এফডিতে ৬.৫০ শতাংশ
২২২২ দিনের FD-তে ৬.২০ শতাংশ
২২২৩ দিনের উপরের FD- তে ৬ শতাংশ

Utkarsh Small Finance Bank:
এই ব্যাংকও রেপো রেট বৃদ্ধির পর ২ কোটি টাকার কম আমানতের উপরে সুদের হার বাড়িয়েছে। ১৭ অক্টোবর ২০২২ থেকে এই নতুন সুদের হার কার্যকর করা হয়েছে। সেক্ষেত্রে সাধারন নাগরিকরা ৭.৭৫ শতাংশ এবং প্রবীণ নাগরিকরা ৮.৫০ শতাংশ পর্যন্ত রিটার্ন পাবেন। এবার নতুন সুদের হার অনুযায়ী তালিকা দেখে নেওয়া যাক।

৭ থেকে ৪৫ দিনের এফডিতে ৪ শতাংশ
৪৬ থেকে ৯০ দিনের এফডিতে ৪.২৫ শতাংশ
৯১ থেকে ১৮০ দিনের FD- তে ৫ শতাংশ
৭০০ দিনের এফডিতে ৭.৭৫ শতাংশ

Advertisement

দেশের সবচেয়ে লাভজনক স্কীম, এখানে টাকা রেখেছেন স্বয়ং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও।

৭০১ দিন থেকে ৫ বছরের কম মেয়াদের এফডিতে ৭.৫০ শতাংশ
৫ বছর থেকে ১০ বছর মেয়াদ পর্যন্ত এফডিতে ৬.২৫ শতাংশ
এছাড়াও পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক, অ্যাক্সিস ব্যাঙ্ক, আইসিআইসিআই ব্যাঙ্ক, কোটাক মাহিন্দ্রা ব্যাংক, ইয়েস ব্যাংক সহ বহু ব্যাংক তাদের সুদের হার পরিবর্তন করেছে।
Written by Rajib Ghosh.

Advertisement
Advertisement

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Advertisement