Fixed Deposit Interest Rates – ফিক্সড ডিপজিটে বাড়লো সুদের হার, দেখুন নতুন সুদের তালিকা।

Fixed Deposit Interest Rates : ফের ফিক্সড ডিপোজিটে সুদ বাড়ালো এই ব‍্যাঙ্ক, কত দিচ্ছে, তালিকা দেখুন।

সুদের হার ক্রমাগতই বাড়ছে। বিভিন্ন ব্যাংক তাদের বিভিন্ন স্কিমের উপর গ্রাহকদের সুদের হার (Fixed Deposit Interest Rates) বেশি দিচ্ছে। প্রত্যেকেই সেরকম ধরনের স্কিমের খোঁজ করেন যেখানে ব্যাংক অন্তত বেশি পরিমাণে রিটার্ন দেয়।

Advertisement

এই ভাবেই বিভিন্ন ব্যাংকের নানা রকম স্কিমের খোঁজ করেন গ্রাহকেরা। বিনিয়োগ করার আগে দেখে নেন কোন স্কিমে নির্দিষ্ট মেয়াদে টাকা সঞ্চয় করলে বেশি রিটার্ন পাওয়া যাবে। ব্যাংকগুলিও গ্রাহকদের স্বার্থে বিভিন্ন ধরনের স্কিমে সুদ বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে। এর আগে একাধিক ব্যাংকে দেখা গিয়েছে ফিক্সড ডিপোজিট (Fixed Deposit Interest Rates) এবং অন্যান্য মেয়াদী জমার ক্ষেত্রে সুদের হার বৃদ্ধি করেছে।

Advertisement

এবার ফিক্সড ডিপোজিটে সুদের হার (Fixed Deposit Interest Rates) বাড়াল পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক PNB 3 সপ্তাহের মধ্যে দ্বিতীয় বার তারা FD-র ক্ষেত্রে সুদের হার বাড়িয়ে দিল। PNB-র তরফ থেকে জানানো হয়েছে, 2 কোটি টাকার নিচে FD-র কয়েকটি মেয়াদের ক্ষেত্রে সুদের হার বাড়িয়ে দেওয়া হয়েছে।

Must Read, ষ্টেট ব্যাংকে নিজের টাকা জমা দিতেও এবার মানতে হবে এই নিয়ম।

এবার দেখে নেওয়া যাক, পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক এ ফিক্সড ডিপোজিটে সুদের হার কিরকম:
Fixed Deposit Interest Rates
7 দিন মেয়াদ থেকে 14 দিন- 3 শতাংশ
15 দিন থেকে 29 দিন মেয়াদ- 3 শতাংশ
30 দিন থেকে 45 দিন- 3 শতাংশ
46 দিন থেকে 90 দিন- 3.25 শতাংশ

Advertisement

91 দিন থেকে 179 দিন সময়সীমায়- 4 শতাংশ
180 দিন থেকে 270 দিন- 4.5 শতাংশ
271 দিন থেকে 1 বছর মেয়াদের FD-তে- 4.5 শতাংশ
1 বছর- 5.3 শতাংশ
1 বছরের বেশি থেকে দুই বছরের কম মেয়াদে- 5.3 শতাংশ

Advertisement

2 বছরের বেশি থেকে 3 বছরের কম- 5.5%
3 বছরের বেশি থেকে 5 বছরের কম- 5.5 শতাংশ
5 বছরের বেশি থেকে 10 বছর পর্যন্ত- 5.6 শতাংশ
1111 দিন মেয়াদের FD-তে সুদ দিচ্ছে PNB- 5.5%

Advertisement

আরও পড়ুন, সুখবর রাজ্যবাসী, দাম কমলো LPG গ্যাস সিলিন্ডারের, দেখে নিন রান্নার গ্যাসের নতুন দাম।

2 কোটি টাকার নিচে সমস্ত মেয়াদের FD-তে প্রবীণ নাগরিকদের ক্ষেত্রে PNB সুদের হার দিচ্ছে 0.5 শতাংশ (Fixed Deposit Interest Rates) বেশি। অর্থাৎ প্রবীণ নাগরিকরা 5 বছরের বেশি থেকে 10 বছর পর্যন্ত মেয়াদের FD-তে 6.1 শতাংশ হারে সুদ পাবেন। 2 বছরের বেশি থেকে 3 বছরের কম মেয়াদের FD-তে প্রবীণ নাগরিকরা 6 শতাংশ হারে সুদ পাবেন।
Written by Rajib Ghosh.

লটারি কাটার গোপন ফর্মুলা, একবার এপ্লাই করুন, ম্যাজিক দেখুন।

Leave a Comment