Advertisement
Bank Interest Rates on FD (ব্যাংকে সুদের হার)
Advertisement

ব্যাংকে সকলেই টাকা সঞ্চয় করেন। তবে টাকা জমানোর আগে অনেকেই Bank Interest Rates on FD এর খোঁজখবর নেন। কোন ব্যাংক কোন কোন একাউন্টে সবচেয়ে বেশি সুদ দিচ্ছে। কোন ব্যাংকে টাকা বিনিয়োগ করলে লাভের পরিমাণ একটু বাড়তে পারে। সেভিংস অ্যাকাউন্ট থেকে শুরু করে ফিক্সড ডিপোজিট (Fixed Deposit), রেকারিং ডিপোজিট (RD) একাউন্ট থেকে শুরু করে বিভিন্ন ধরনের একাউন্টে কোন ব্যাংক থেকে বেশি পরিমাণে রিটার্ন পাওয়া যেতে পারে। সেই বিষয়েই এবার এখানে বিস্তারিত জেনে নেওয়া যাকঃ
কোন ব্যাংকে সুদের হার কত?

Advertisement

Bank Interest Rates Calculator:

ICICI Bank Interest Rates on FD:
এই ব্যাংকের নির্দিষ্ট মেয়াদের স্কিম এর ক্ষেত্রে বিভিন্ন ধরনের সুদ দেওয়া হয়।
৭ থেকে ২৯ দিনের মেয়াদে আমানতের উপরে ৩ শতাংশ সুদ দেওয়া হয়।
৩০ থেকে ৪৫ দিনের মেয়াদি আমানতের উপরে সাড়ে ৩ শতাংশ হারে সুদ পান গ্রাহকেরা।

Advertisement

আবার ১ বছর এবং ১৫ মাসের কম সময়ের মেয়াদে যদি টাকা বিনিয়োগ করা হয়, তাহলে ৬.৭% হারে সুদ দেওয়া হয়।
১৫ মাস এবং ২ বছরের কম সময়ের ক্ষেত্রে Fixed Deposit-এ ৭.১০% সুদ দেওয়া হয়।
২ বছরের উপর থেকে ৫ বছর পর্যন্ত মেয়াদের FD-তে ৭ শতাংশ সুদ দেওয়া হয়।

Advertisement

SBI Bank Interest Rates:
স্টেস্ট ব্যাংকে এপ্রিলে সুদের হার কিছুটা বেড়েছে।
SBI Fixed Deposit এ ১ বছর থেকে ২ বছরের কম সময়ের আমানতে সুদের হার ৬.৭৫ শতাংশ থেকে বাড়িয়ে ৬.৮০ শতাংশ করা হয়েছে।
আবার ২ বছর থেকে ৩ বছরের কম সময়ের আমানতে অনেকটাই বেড়েছে। এখানে সুদের হার ৬.৭৫ শতাংশ থেকে বেড়ে ৭ শতাংশ হয়েছে।
আবার দীর্ঘ আমানতের ক্ষেত্রে ৩ বছর থেকে ১০ বছরের কম সময়ের SBI FD তে সুদের হার ৬.২৫% থেকে বেড়ে ৬.৫০% হয়েছে। সিনিয়র সিটিজেন রা.০.২৫ থেকে ০.৫০% পর্যন্ত বেশি সুদ পাবেন।

Punjab National Bank Interest Rates:
এই ব্যাংকের স্থায়ী আমানতের মেয়াদ ৭ দিন থেকে ৪৫ দিন পর্যন্ত হলে সে ক্ষেত্রে সাড়ে ৩ শতাংশ হারে সুদ দেওয়া হয়। সিনিয়র সিটিজেনরা পান ৪ শতাংশ ১ বছর থেকে ২ বছর পর্যন্ত সিনিয়র সিটিজেনরা ৭.৫ শতাংশ সুদ পান। সাধারণ নাগরিকরা ৬.৮% সুদ পান। ২ থেকে ৩ বছর মেয়াদের FD-তে সাধারণ নাগরিকরা পান ৭% সুদ আর সিনিয়র সিটিজেন্ডরা পান সাড়ে ৭ শতাংশ সুদ।

EK24 News

এপ্রিলে বাজারে এলো LIC এর নতুন পলিসি, হাত খরচের টাকা জমিয়ে পান 5 লাখ টাকা।

HDFC Bank Interest Rates:
এই ব্যাঙ্ক ৭ থেকে ২৯ দিনের মেয়াদী আমানতের উপরে ৩ শতাংশ এবং ৩০ থেকে ৪৫ দিনের মেয়াদী আমানতের উপরে সাড়ে ৩ শতাংশ সুদ দেয়। ১ বছর এবং ১৫ মাসের কম সময়ের মেয়াদী আমানতে ৬.৬ শতাংশ হারে সুদ দেয়। ১৫ মাস এবং ২ বছরের কম সময়ের FD-তে ৭.১০ শতাংশ সুদ দেওয়া হয়। ২ বছর থেকে ৫ বছর পর্যন্ত মেয়াদে এফডিতে ৭ শতাংশ হারে সুদ দেওয়া হয়।

Advertisement

এপ্রিল থেকে সরকারের নতুন প্রকল্প, কি কি সুবিধা পাবেন জেনে নিন।

Post Office MIS Interest Rates:
MIS প্রকল্পে ২০২৩ সালের জানুয়ারি থেকে মার্চ সুদের হার ৭.১% রয়েছে। পোস্ট অফিস MIS ৫ বছরের জন্য খোলা হয়ে থাকে। যদি ৩ বছরের পর এবং ৫ বছরের আগেই অ্যাকাউন্ট বন্ধ করে দেওয়ার সিদ্ধান্ত নেন, সে ক্ষেত্রে ১ শতাংশ জরিমানা দিতে হবে। এবারের বাজেট অনুযায়ী এই প্রকল্পে সিঙ্গেল একাউন্টের ক্ষেত্রে ৪.৫ লক্ষ টাকা বাড়িয়ে বিনিয়োগের উর্ধ্বসীমার ৯ লক্ষ টাকা করা হয়েছে। আবার জয়েন্ট একাউন্ট এর ক্ষেত্রে উর্ধ্বসীমা বাড়িয়ে ১৫ লক্ষ টাকা করা হয়েছে। এটি আগে ছিল ৯ লক্ষ টাকা। MIS প্রকল্পে বিনিয়োগকারীরা প্রতি মাসেই সুদের টাকা পেয়ে থাকেন।
Written by Rajib Ghosh.

রমজান উপলক্ষ্যে এপ্রিল মাসে কোন রেশন কার্ডে কি কি মাল পাবেন, লিস্ট দেখে নিন।

Advertisement
Advertisement

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Advertisement