Advertisement
Fixed Deposit Bank Interest Rates (সুদের হার বৃদ্ধি)
Advertisement

কোন ব্যাংক কত বেশি সুদ দিচ্ছে (Bank Interest Rates), কোথায় উচ্চ হারে রিটার্ন পাওয়া যাচ্ছে, কোন মেয়াদের প্রকল্প সবচেয়ে বেশি আকর্ষণীয়, কোন স্কিমে বিনিয়োগ করলে লাভ সবথেকে বেশি হবে, এই প্রশ্নগুলো মানুষের মধ্যে সব সময়ই ঘোরাফেরা করতে থাকে। আর যে ব্যাংক যত বেশি পরিমাণে সুদ দেয় সকলেই সেখানে বিনিয়োগ করতে আগ্রহী হয়।

Advertisement

সম্প্রতি রিজার্ভ ব্যাংক বা RBI (Reserve Bank of India) আরও একবার রেপোরেট বৃদ্ধি করেছে। ০.৩৫ শতাংশ রেপোরেট বৃদ্ধি করার ফলে সমস্ত ব্যাংকের লোনের উপর সুদ বৃদ্ধি পেয়েছে। আবার পাশাপাশি গ্রাহকরাও তার স্থায়ী আমানত এর উপরেও বেশি পরিমাণে রিটার্ন পেতে চলেছেন। ২ কোটি টাকার নিচে ফিক্সড ডিপোজিটে সুদের হার বেড়েছে।

Advertisement

যদি অল্প সময়ের মধ্যে বেশি পরিমাণে সুদ পেতে চান তাহলে ৬ মাস থেকে ১ বছরের সময়সীমায় কয়েকটি ব্যাংকের ফিক্সড ডিপোজিটে (FD Bank Interest Rates) টাকা বিনিয়োগ করতে পারেন। এক্ষেত্রে দুটি সুবিধা পাবেন, প্রথমত উচ্চ হারে রিটারন, এবং টাকার প্রয়োজন হলে টাকা তুলে নিতে পারবেন। এবার কোন ব্যাংকগুলি এই অল্প সময়ে বেশি পরিমাণে রিটার্ন দিচ্ছে, দেখে নেওয়া যাক:

Advertisement

Bank Interest Rates December 2022

Punjab National Bank:
যদি পিএনবিতে কম সময়সীমার Fixed Deposit এ টাকা বিনিয়োগ করেন তাহলে একটু বেশি পরিমাণে সুদ (Bank Interest Rates) পাবেন। ৬ মাস এবং ১ বছরের কম সময়ের ফিক্সড ডিপোজিটে ৫.৫০ শতাংশ থেকে ৬ শতাংশ হারে সুদ পাওয়া যাচ্ছে। এই সময়সীমায় সিনিয়র সিটিজেনরা ৬ শতাংশ থেকে ৬.৮০ শতাংশ পর্যন্ত সুদ পাচ্ছেন। আবার তার সঙ্গে ৬.৩০ শতাংশ থেকে ৭.১০ শতাংশ পর্যন্ত সিনিয়র সিটিজেনরা এই ব্যাংকে সুদ পাচ্ছেন।

পকেট হবে গড়ের মাঠ, রিজার্ভ ব্যাংকের (RBI) নতুন সিদ্ধান্তে দুর্ভোগ বাড়ছে দেশবাসীর।

State Bank of India:
৬ মাস থেকে ১ বছরের কম সময়সীমার FD Bank Interest Rates তে SBI ৫.২৫ শতাংশ থেকে ৫.৫০ শতাংশ পর্যন্ত সুদ প্রদান করছে। আবার সিনিয়র সিটিজেনরা এই মেয়াদে ৫.৭৫ শতাংশ থেকে ৬ শতাংশ পর্যন্ত সুদ পাবেন। এছাড়া ৬৬৬ দিন কিম্বা ৯৯৯ দিনের জন্য ব্যাংকের আরও কিছু স্কীম রয়েছে।

EK24 News

Canara Bank:
একইভাবে কানারা ব্যাঙ্কও ৬ মাস থেকে ১ বছরের কম মেয়াদের ফিক্সড ডিপোজিটে ৫.৫০ শতাংশ থেকে ৬.২৫ শতাংশ পর্যন্ত সুদ দিচ্ছে। এই একই মেয়াদে সিনিয়র সিটিজেনরা এই ব্যাঙ্কে ৬ শতাংশ থেকে ৬.৭৫ শতাংশ সুদ পাবেন।

Advertisement

ব্যাংকে অ্যাকাউন্ট থাকলেই বিনামূল্যে মিলবে 2 লক্ষ টাকা, এইভাবে আবেদন জানান।

এবার কোন ব্যাংকে আপনার একাউন্ট আছে, এবং কোথায় টাকা রাখবেন সেটা সম্পুর্ন আপনার ব্যক্তিগত ব্যাপার। তবে কোথাও টাকা রাখার আগে Bank Interest Rates নিয়ে একটু যাচাই করে নেওয়া ভালো। এই বিষয়ে আপনার কোনও মন্তব্য থাকলে নিচে কমেন্ট করতে পারেন। এবং অর্থনৈতিক কোনও প্রশ্ন বা খবর পেতে আমাদের EK24 News ফলো করুন।
Written by Rajib Ghosh.

Advertisement
Advertisement
2 thoughts on “Bank Interest Rates – চড়চড় করে বাড়ছে সুদ, লাভ তুলতে এই ব্যাংকে এক্ষুনি বিনিয়োগ করুন।”
  1. 9% কোন ব্যাংক দিচ্ছে জানতে পারলাম না। কোনো nationalised ব্যাংক দিলে জানালে ভালো হয়।

    1. Rs. 2000/- note band imidiately. It is most essential to our nation. Because all published 2000 note in the market as per govt./ Reporters report. But why er don’t see that notes. If stags in our indians pocket and not role in market so why develop our country. Note are not my own property. It earn by our labour and it will be use for purchase essential product or others for our life. Money s actual room is bank and money bag for dum expese. But at present situation digital market start. So money’s actual room is bank. If this money will stay at bank then many project run by loan. Govt.will collect revenue in many style i.c.gst. incometax etc. All this collected revenue will recycle and use for development to our country.etc….

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Advertisement