Education Policy – পশ্চিমবঙ্গের স্কুল পড়ুয়াদের পড়তে হবে নতুন বিষয়। শিক্ষা দপ্তরের সিদ্ধান্ত।

আমাদের দেশে ইতিমধ্যেই নতুন শিক্ষানীতি বা Education Policy লাগু করা নিয়ে শেষ মুহূর্তের প্রস্তুতি চালানো হচ্ছে এবং খুব তাড়াতাড়ি এই নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত জানানো হতে পারে। কিন্তু দেশের এমন কিছু রাজ্য আছে যারা এখনো পর্যন্ত এই শিক্ষানীতির সঙ্গে তাল মিলিয়ে উঠতে পারেননি। আর এর মধ্যে আমাদের রাজ্যে পশ্চিমবঙ্গও আছে। এবারে স্কুল শিক্ষা দফতর (WB Education Department) এর তরফে এক নতুন বিষয় যুক্ত করা হতে চলেছে।

Advertisement

New Syllabus Include For Students In Education Policy.

আমরা দেখেছি ৯০ এর দশক পর্যন্ত মাধ্যমিকে কর্মশিক্ষা এবং শারীরশিক্ষা বিষয়টি ছিল বাধ্যতামূলক। তখনকার নিয়ম ছিল কর্মশিক্ষা এবং শারীরিক শিক্ষা বিষয়ে মোট প্রাপ্ত নম্বর থেকে ৩৪ নম্বর বাদ দিয়ে বাকি নম্বরটুকু ছাত্র ছাত্রীদের মোট প্রাপ্ত নম্বরের সঙ্গে যুক্ত হবে। কিন্তু ২০১১ সালে স্কুল শিক্ষা দপ্তর এই নিয়মের পরিবর্তন ঘটায়। তখন থেকে মাধ্যমিকে শারীরিক শিক্ষা এবং কর্মশিক্ষা বিষয় দুটি পড়ানো বন্ধ করে দেওয়া হয় (Education Policy).

Advertisement

তবে প্রাথমিক ও উচ্চ প্রাথমিক স্তরে শারীরিক শিক্ষা এবং কর্মশিক্ষা নাম বদলে রাখা হয় স্বাস্থ্য ও শারীরশিক্ষা ও ‘আর্ট এবং ওয়ার্ক এডুকেশন’। এবার স্কুল শিক্ষা দপ্তর আর্ট এবং ওয়ার্ক এডুকেশন’ এর পাঠক্রম চালু করতে চলেছে।মাধ্যমিকস্তরে শারীরিক শিক্ষা এবং কর্মশিক্ষা বিষয় দুটি বন্ধ করে দেওয়া হলেও প্রাথমিক এবং উচ্চ প্রাথমিকস্তরে এটি বাধ্যতামূলক বিষয় হিসেবে আজও পড়ানো হয় (National Education Policy).

তবে এই বিষয় দুটির নামকরণের পরিবর্তন করা হয়েছে। শারীরশিক্ষার সঙ্গে ‘স্বাস্থ্য’ শব্দটিকে যোগ করে নামকরণ করা হয় স্বাস্থ্য ও শারীরশিক্ষা। আর ‘আর্ট এডুকেশন’ এর নামকরণ করা হয় ‘আর্ট এবং ওয়ার্ক এডুকেশন’। নামকরণের পরিবর্তন করা হলেও এতদিন পর্যন্ত আর্ট এন্ড এডুকেশনকে (Education Policy) পাঠক্রমের অন্তর্ভুক্ত করা হয়নি। বাজারে চলতি কিছু বই নিয়ে স্কুলের শিক্ষকরা প্রাথমিক ও উচ্চ প্রাথমিকস্তরে ছাত্রছাত্রীদের ‘আর্ট এবং ওয়ার্ক এডুকেশন’ বিষয়টি পড়াতেন।

Advertisement
LPG Gas Cylinder (রান্নার গ্যাস সিলিন্ডার)

নির্দিষ্ট কোনো পাঠক্রম না থাকায় স্কুল শিক্ষা দপ্তরের পড়াশোনার সাথে ছাত্রছাত্রীদের সামঞ্জস্য অসম্পূর্ণ ছিল। এবার তাই এই সমস্যার সমাধানে উদ্যোগই হয়েছে স্কুল শিক্ষা দপ্তর। এবার এই বিষয়কে পাঠ্যক্রমের অন্তর্ভুক্ত করতে চলেছে রাজ্য স্কুল শিক্ষা দফতর। এই বিষয়ে স্কুলশিক্ষা দফতরের বিশেষজ্ঞ কমিটির চেয়ারম্যান উদয়ন বন্দ্যোপাধ্যায় যা জানালেন তার হল, “স্কুল শিক্ষা দপ্তরের কমিশনারের তরফ থেকে আমাকে চিঠি দেওয়া হয়েছে এই বিষয়ের উপর পাঠ্যক্রম এবং বই কী ভাবে তৈরি করা যায় তার পদক্ষেপ গ্রহণ (State Education Policy) করতে বলা হয়েছে।

Advertisement

SBI Digital Rupee – স্টেট ব্যাংক সকল গ্রাহকদের গুরুত্বপূর্ণ মেসেজ পাঠাচ্ছে!! কি লেখা আছে জানুন।

কমিটি দ্রুত এই বিষয়ের রূপরেখা তৈরি করে প্রাইমারি বোর্ড এবং মধ্যশিক্ষা পর্ষদের কাছে জমা দেবে।” এর পাশাপাশি যাদবপুর বিদ্যাপীঠের প্রধান শিক্ষক পার্থ প্রতিম বৈদ্যের মত হল, “পড়ুয়াদের মধ্যে সামগ্রিক উন্নয়নের জন্য রাজ্যজুড়ে সুসংবদ্ধ পাঠ্যক্রমের প্রয়োজন শিক্ষাক্ষেত্রে। আমরা স্বাগত জানাচ্ছি সরকারের এই পদক্ষেপকে।” এবারে নতুন শিক্ষানীতি (West Bengal Education Policy) শুরু হলে আরও এরকম নতুন বিষয় যোগ হতে পারে বলে মনে করছেন অনেকে।
Written By Nupur Chattopadhyay.

Advertisement

Pest Control – ঘরের লাইট জ্বালালেই শ্যামা পোকার উপদ্রব? জেনে নিন শ্যামা পোকা তাড়ানোর

শেয়ার করুন: Sharing is Caring!

Leave a Comment