Earn Money Online – ফ্রীল্যান্সিং ও আর্টিকেল লিখে ঘরে বসে আয় করুন, নিয়োগ চলছে।

Earn Money Online – ফ্রিল্যান্সিং এবং আর্টিকেল লিখে ঘরে বসে কিভাবে আয় করবেন?

আপনার যদি নিজের থেকে লেখার অভ্যেস থাকে, কিম্বা আপনি যদি ভালো ভিডিও এডিটিং, ড্রইং কিম্বা ফটোগ্রাফি পারেন (Earn Money Online), তবে ঘরে বসেই করতে পারেন হাজার হাজার টাকা ইনকাম। অনেক সময় কাজ করলেও অনেকে পেমেন্ট দেয়না। কিম্বা অন্য সমস্যা হয়। তাই কন ধরনের কাজের জন্য কোথায় যোগাযোগ করবেন, বর্তমানে কি কি নিয়োগ চলছে, সমস্ত কিছু নিয়ে রইলো বিস্তারিত বিবরণ।

Advertisement

ফ্রিল্যান্সিং কাজ কি কি হতে পারে (freelance jobs at home) :

রাইটিংঃ কনটেন্ট রাইটিং, কপি রাইটিং, প্রুফরিডিং, ইত্যাদি ( Earn Money Online)
গ্রাফিক ডিজাইনঃ লোগো ডিজাইন, পোস্টার ডিজাইন, সোশ্যাল মিডিয়া পোস্ট ডিজাইন, ইত্যাদি
ফটোগ্রাফিঃ ওয়েডিং ফটোগ্রাফি, পোর্ট্রেইট ফটোগ্রাফি, ফটো এডিটিং

Advertisement

ওয়েব ডিজাইন ও ডেভলপমেন্টঃ এসইও, ওয়েবসাইট ডিজাইন, ওয়েব টুল ডেভলপমেন্ট, ওয়েবসাইট ডিবাগিং, ইত্যাদি
সফটওয়্যার ডেভলপমেন্টঃ সফটওয়্যার ডেভলপমেন্ট, সফটওয়্যার ডিজাইনার ইউএক্স ও ইউআই ডিজাইনার ট্রান্সক্রিপশন
টিচিংঃ অনলাইন কোর্স, ওয়ান-অন-ওয়ান টিচিং, কোচিং ডাটা এন্ট্রি করে আয়, ভিডিও এডিটিং, ইত্যাদি (Earn Money Online)

ফ্রিল্যান্স কাজ করে আয়:

ফ্রিল্যান্স কাজ এর চাহিদা বর্তমানে যথেষ্ট বেড়েছে। ফাইভার তথ্যানুসারে ২০২১ সালে একজন ফ্রিল্যান্সার ঘণ্টায় আয় করত ২২ ডলার পর্যন্ত। তবে আয় নির্ভরশীল অনেকটাই কি ধরনের কাজ করছেন তার ওপর। একজন ফ্রিল্যান্সার একমাসে কাজ করে যেমন লাখ লাখ টাকা কামাতে পারেন তেমনি অন্য মাসে কোনো কাজ না থাকার কারনে আয় কম ও হতে পারে। (Earn Money Online)

ফ্রিল্যান্সিং এর সুবিধা :

একজন ফ্রিল্যান্সার কি ধরনের কাজ করতে চান ও কার সাথে কাজ করতে চান তা নির্বাচন করার অধিকার তার থাকে। অর্থাৎ কাজের স্বাধীনতা সম্পূর্ণ একজন ফ্রিল্যান্সারের হাতে থাকে। আবার এই কাজের কোনো নির্দিষ্ট সম়সীমা নেই। ক্লায়েন্টের কাজ নির্দিষ্ট সময়ের মধ্যে সম্পূর্ণ করাই একজন ফ্রিল্যান্সার এর কাজ, এতে রুটিন মাফিক কাজ করার কোনো প্রয়োজন পড়েনা। (Earn Money Online)

Advertisement

চাকরির পাশাপাশি ফ্রিল্যান্সিং করা সম্ভব। আবার চাইলে চাকরি ছেড়ে দিয়েও ফুল টাইম ফ্রিল্যান্সিং ক্যারিয়ার গড়ে তোলা সম্ভব। কোনো প্রতিষ্ঠানের চাকরি করলে উক্ত প্রতিষ্ঠানের জন্য করা কোনো ব্যক্তির কাজ প্রতিষ্ঠানের সফলতা হিসেবে বিবেচিত হয়। অন্যদিকে ফ্রিল্যান্সিং এর ক্ষেত্রে একজন ফ্রিল্যান্সার নিজের করা কাজসমূহে পোর্টফোলিও আকারে সাজাতে পারেন ও দক্ষতা প্রদর্শন করতে পারেন। (Earn Money Online)

অসুবিধা :

কোনো প্রতিষ্ঠানে চাকরি করলে বিভিন্ন বোনাস বা প্রয়োজনে ছুটি নেওয়া যেতে পারে। তবে ফ্রিল্যান্সিং এর ক্ষেত্রে এই ধরনের সুযোগ অনিশ্চিত। আবার ফ্রিল্যান্সিং এর ক্ষেত্রে একজন ফ্রিল্যান্সার যেহেতু নিজেই নিজের বস ও কর্মী, সেক্ষেত্রে ক্লায়েন্টের সকল কাজ নিজেরই করা লাগে। আবার ফ্রিল্যান্সিং করে আয়ের কোনো নির্দিষ্ট নিশ্চয়তা নেই। কোনো মাসে প্রচুর টাকা কোনো মাসে কম টাকা আয় হয়ে থাকে। (Earn Money Online)

ফ্রিল্যান্সিং ও আউটসোর্সিং কি একই (freelance vs outsourcing)?

 ফ্রিল্যান্সিং ও আউটসোর্সিং এক নয়। তবে এই দুইটি বিষয় মূলত একই মুদ্রার এপিঠ-ওপিঠ। কোনো ব্যাক্তি বা প্রতিষ্ঠান তার প্রয়োজনে আউটসোর্সিং করেন ও একজন ফ্রিল্যান্সার উক্ত ব্যক্তির কাজ গ্রহণ করেন। (Earn Money Online)

সবচেয়ে ভালো আয় কোন ফ্রীল্যান্সিং কাজে : best freelance jobs

   আয়ের অংকটা মূলত নির্ভর করে কাজের ওপর। তবে কিছু ফ্রিল্যান্স কাজ আছে যা জটিল হলেও তাতে আয় বেশ ভালো বলেই চলে। ওয়েব ডিজাইন ও ডেভলপমেন্ট এর ক্ষেত্রে অন্যান্য সচরাচর ফ্রিল্যান্সিং চাকরি থেকে অধিক আয় করা সম্ভব। প্রোগ্রামিং একটি জটিল প্রক্রিয়া ও ডিমান্ডিং স্কিল হওয়ায় প্রোগ্রামিং সম্পর্কিত ফ্রিল্যান্সিং কাজসমূহের জন্য অধিক হারে চার্জ করে থাকেন ফ্রিল্যান্সারগণ। (Earn Money Online)

কিভাবে কাজ পাবেন best freelance jobs from home

বর্তমানে বেশ কিছু ওয়েবসাইট আছে যেখানে নির্ভরযোগ্য ক্লায়েন্ট পাওয়া যায়, এবং পেমেন্ট ও ভালো দেয়। নিচের কয়েকটি ওয়েবসাইটে আবেদন করতে পারেন। এছাড়া আপনি যদি বাংলায় ভালো সংবাদ প্রতিবেদন লিখতে পারেন, তবে আমাদের একাধিক বাংলা নিউজ পোর্টাল ওয়েবসাইটেও কন্টেন্ট রাইটার হিসেবে আবেদন করতে পারেন। এই প্রতিবেদনে নিজের ডিটেইলস দিয়ে আবেদন করতে পারেন। অথবা মোবাইল নম্বর সহ নিজের সিভি পাঠাতে পারেন mailforbusiness4@gmail.com. তবে অবশ্যই ভালো আর্টিকেল লিখতে জানতে হবে। বাড়িতে বসে কিম্বা অফিসে এসে পার্টটাইম বা ফুলটাইম কাজ করতে পারবেন। বেতন আলোচনা সাপেক্ষ। (Earn Money Online)

এছারা নিন্মলখিত ওয়েবসাইটে নিজের একাউন্ট ক্রিয়েট করে আপনি কোন কাজে দক্ষ এর বিবরণ দিয়ে আবেদন করতে পারেন।

১) https://www.upwork.com/freelance-jobs/
২) https://www.freelancer.in/jobs/
৩)  https://www.naukri.com

আরও পড়ুন, দিনে মাত্র এক ঘন্টা সময় দিয়ে মাসে ১০০০০ টাকা অনলাইনে আয় করতে ক্লিক করুন

শেয়ার করুন: Sharing is Caring!

Leave a Comment