দেশজুড়ে খেটে খাওয়া, শ্রমজীবী মানুষদের একটু আর্থিক সহায়তা দেওয়ার লক্ষ্যে ভারত সরকার E Shram Card এর মাধ্যমে একটি প্রকল্প চালু করেছে। কেন্দ্রীয় সরকারের পাশাপাশি বিভিন্ন রাজ্য সরকারও সাধারণ, নিম্নবিত্ত, গরীব, আর্থিকভাবে পিছিয়ে পড়া মানুষদের বিভিন্ন ধরনের আর্থিক সহায়তা প্রদানের জন্য প্রকল্প তৈরি করে বাস্তবায়িত করে।
সংগঠিত ক্ষেত্রের শ্রমিকদের (Organised Sector Labour) তবু কিছুটা সঞ্চয়ের জায়গা আছে। সংস্থার পক্ষ থেকে সামান্য কিছু হলেও সুবিধা পাওয়া যায়। অথচ অসংগঠিত ক্ষেত্রের বহু শ্রমজীবী (Unorganised Sector Labour) মানুষ সেই অর্থে কোনো সুবিধাই ভোগ করতে পারেন না। তাদের না আছে নিয়মিত কাজ, না আছে মাসিক বাধাধরা মাইনে, ছুটির কোনো বালাই নেই, যতদিন সক্ষম রয়েছেন, ততদিনই কাজ করতে পারেন।
E Shram Card Benefits:
শরীরে কোনোরকম সমস্যা দেখা দিলে আর কাজ করা সম্ভব হয় না। অতিরিক্ত কোনো টাকা পয়সা পাওয়া তো দূরের কথা, সাধারণভাবে বেঁচে থাকার জন্য নূন্যতম রসদ জোগাতেও হাড়ভাঙ্গা পরিশ্রম করতে হয় তাদের। আর এবার ভারত সরকার সেই দরিদ্র ও শ্রমজীবী মানুষদের জন্য এই ই শ্রম কার্ড E Shram Card প্রকল্প তৈরি করেছে।
এর মধ্যেই দেখা গিয়েছে, ২০২২ সালের ডিসেম্বর মাসে E Shram পোর্টালে মোট ২৮ কোটি রেজিস্ট্রেশন (E Shram Card self registration Online) হয়ে গিয়েছে। দেশজুড়ে যে সমস্ত শ্রমিক মানুষরা আছেন, তাদের সংগঠিত করার জন্যই এই ই শ্রম কার্ড তৈরি করা হয়েছে।
ই শ্রম পোর্টালে (E Shram Card Portal) নাম নথিভূক্ত করতে গেলে আধার কার্ড (Aadhaar Card) থাকতে হবে। পোর্টালে রেজিস্ট্রেশন করার জন্য আধার কার্ড এবং নিজের ব্যাংক একাউন্ট থাকতে হবে। যাদের আধার লিঙ্ক মোবাইল নম্বর নেই, তারা কাছাকাছি কোনো সি এস সি (CSC) কেন্দ্রে গিয়ে রেজিস্ট্রেশন করতে পারবেন। তবে একটা কথা মনে রাখতে হবে, সরকারের অন্য কোনো পেনশন স্কীম এর আওতায় যদি আগে থেকে পেনশন বা কোনো টাকা পেয়ে থাকেন, তাহলে তিনি এই E Shram Card শ্রম কার্ডের আওতায় নাম তুলতে পারবেন না।
E Shram Card পোর্টালে শ্রমিকদের রেজিস্ট্রেশন হলে তাদের যদি কোনো দুর্ঘটনা হয়, তাহলে ২ লক্ষ টাকা পর্যন্ত বীমা কভারেজ পেয়ে যাবেন। তার জন্য কোনো প্রিমিয়াম দিতে হবে না। সরকার পুরোপুরি ২ লক্ষ টাকা দেবে। আবার কোনো শ্রমিক যদি আংশিকভাবে অক্ষম হন, তাহলে তিনি ১ লক্ষ টাকার বীমা পাবেন। তবে ভারতীয় নাগরিক হতে হবে।
কিভাবে অনলাইনের মাধ্যমে এই শ্রম কার্ডের জন্য পোর্টালে রেজিস্ট্রেশন করবেন, সেটা একবার দেখে নেওয়া যাক:
আরও পড়ুন, হাত খরচের টাকা বাঁচিয়ে এই ব্যবসা শুরু করুন, চাকরির থেকে বেশি আয়।
E Shram Card Self Registration Online:
প্রথমেই ই শ্রম পোর্টালের (E Shram Portal) অফিসিয়াল ওয়েবসাইট খুলতে হবে।
এরপর সেখানে রেজিস্ট্রেশন (Registration) অপশন খুলুন।
রেজিস্ট্রেশন অপশনে গিয়ে On E Labour অপশনে ক্লিক করুন।
এবার আপনার আধার লিঙ্ক মোবাইল নম্বর এবং ক্যাপচা (Captcha) লিখুন।
মোবাইল নম্বরে একটি OTP আসবে। সেটি নির্দিষ্ট জায়গায় বসাতে হবে।
এবার সেখানে আপনার বিস্তারিত তথ্য লিখুন।
রেজিস্ট্রেশন প্রক্রিয়া সম্পূর্ণ হয়ে গেলেই স্ক্রিনে সেই লেখা ফুটে উঠবে।
তবেই আপনার E Shram Portal-এ রেজিস্ট্রেশন প্রক্রিয়া সম্পূর্ণ হয়ে যাবে।
এই ধরনের প্রকল্প সংক্রান্ত খবর পেতে EK24 News ফলো করুন।
Written by Rajib Ghosh.
How to get that 2 lakh rupees?
Amar account a taka dhokane
How to get that 2 lakh rupees
Shajahan
How may I get the benefits by E-Shram card
Mera account ma 2 lakh nahe aya
Plz 2lakh vejeya
E-shram
Mhujok to ak be nehe mela
Ghar be nehe mela
Hum to bohut taklip ma ha to kiya kori ma mujha bata do thek sa khana be nehe melta ha
Nic
Hi
Sir request me e shram card
Help me
Droupadi rajwar Sami pathit rajwar village bagalmari post bagalmari para Purulia West Bengal amra khub gorib amader aatao ghor ase na basha kale khub kasto hoy
Amar account a taka dhoke ni