শেষ হলো 2022 সালের দুর্গাপূজা। বিজয়া দশমীর সঙ্গে সঙ্গে শুরু হয়ে গেল আরও এক বছরের (Durga Puja 2023 Date) অপেক্ষা। কারণ দুর্গাপূজা শেষ হওয়ার সঙ্গে পরবর্তী বছরে যারা বড় বাজেটের দুর্গাপুজো করেন তাদের পরিকল্পনা শুরু হয়ে যায়, কি থিম তৈরি করা হবে, কিভাবে মন্ডপ সজ্জা, আলোকসজ্জা সহ অন্যান্য আনুষঙ্গিক বিষয়গুলো ঠিক করা হবে।
এই বছর 25 সেপ্টেম্বর ছিল মহালয়া এবং 1 অক্টোবর ছিল মহাষষ্ঠী। সারা বছর ধরে আপামর বাঙালি অপেক্ষায় থাকেন কবে দুর্গাপূজা আসবে। বাঙালির শ্রেষ্ঠ উৎসব এই দুর্গোৎসব। দুর্গাপূজা, লক্ষীপূজা, কালীপূজা এবং ভাইফোঁটার মধ্যে দিয়ে এই শারদ উৎসব হয়। তাই সকলেই নতুন বছরের ক্যালেন্ডার হাতে পেলে শারদোৎসব কবে থেকে শুরু হচ্ছে (Durga Puja 2023 Date) তার খোঁজ করতে থাকেন। দুর্গোৎসবকে কেন্দ্র করে নানান পরিকল্পনা করেন সকলে।
দুর্গাপুজোর দিনগুলি মহাষষ্ঠী, মহাসপ্তমী, মহাষ্টমী, মহানবমী এবং বিজয়া দশমী হিসেবে পরিচিত। মহালয়ার দিন পিতৃপক্ষের অবসান হয়, দেবীপক্ষের সূচনা হয়। 2022 সালের দুর্গাপূজার শেষ হওয়ার সঙ্গে সঙ্গে জেনে নেওয়া যাক 2023 সালের কবে দুর্গোৎসব (Durga Puja 2023 Date) শুরু হতে চলেছে।
এবারে পাম্পে গেলেই মিলবে না পেট্রোল, ডিজেল। Petrol Diesel পেতে কি করতে হবে, জানুন।
Durga Puja 2023 Date
মহালয়া 2023 – 14 অক্টোবর, শনিবার
দুর্গাপূজা 2023
মহাষষ্ঠী, 20 অক্টোবর, শুক্রবার
মহাসপ্তমী, 21 অক্টোবর, শনিবার
মহাষ্টমী, 22 অক্টোবর, রবিবার
মহানবমী, 23 অক্টোবর, সোমবার
বিজয়া দশমী, 24 অক্টোবর, মঙ্গলবার
লক্ষীপূজা 2023
28 অক্টোবর, শনিবার
প্রাথমিক শিক্ষক পদে বেতন কত, TET নিয়ে কেন এত চাহিদা, যোগ্যতা ও সহজে চাকরি
কালীপূজা 2023
12 নভেম্বর, রবিবার
ভাইফোঁটা 2023
14 নভেম্বর, মঙ্গলবার।
Written by Rajib Ghosh.