Don’t Search This on Google – সাবধান, ভুলেও গুগলে সার্চ করবেন না এই পাঁচটি জিনিস

Don’t Search This On Google – ভুলেও গুগলে সার্চ করবেন না যেসব বিষয়

বর্তমান যুগ প্রযুক্তি বিজ্ঞানের যুগ (Don’t Search This On Google)। নতুন নতুন টেকনোলজি প্রায় মানুষের সমস্ত সমাধান মিটিয়ে তলে। সম্প্রতি আরো একটি সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন এর উদ্ভব গুগোল, যেটা মানুষের সমস্ত জিজ্ঞাসার উত্তর দিয়ে দেয়। কোন মানুষের কোন বিষয়ে জানা না থাকলে, সঙ্গে সঙ্গে গুগোল সার্চ আর সেই বিষয়ে তথ্য চোখের সামনে। কিন্তু আপনারা হয়তো জানেন না এই গুগল সার্চের মাধ্যমে প্রতারকরা নানা রকম বিপদের ফাঁদে জড়িয়ে ফেলতে পারে আপনাদের।

Advertisement

হয়তো আপনার কোন প্রয়োজনীয় বিষয় সম্বন্ধেই আপনি গুগল সার্চ করেছিলেন কিন্তু আপনার জানা ছিল না যে সার্চ করা আপনাকে ক্রমশ বিপদের দিকে ঠেলে দিচ্ছে। এই রকম বিপদের থেকে বাঁচতে অবশ্যই কিছু সাবধানতা অবলম্বন করুন। পাঁচটি এমন জিনিস রয়েছে যে জিনিস গুলো সম্পর্কে সচেতন থাকলে গুগোল সার্চ করে বিপদের জালে জড়িয়ে পড়ার হাত থেকে বাঁচতে পারেন (Don’t Search This On Google)। চলুন দেখে নেওয়া যাক সেই পাঁচটি জিনিস কি কি ??

Advertisement

অ্যাপ এবং সফটওয়্যার
আমরা অনেকেই এমন কিছু আকর্ষণীয় অ্যাপ অথবা সফটওয়্যার ফোনে অথবা কম্পিউটারে ডাউনলোড করার জন্য গুগল সার্চ করে থাকি (Don’t Search This On Google)। কারণ অনেক সময় গুগল প্লে স্টোরে সেই ধরনের অ্যাপ অথবা অ্যাপ্লিকেশন অ্যাভেলেবল থাকে না কিন্তু আপনি সেই অ্যাপ ব্যবহার করার জন্য প্রচন্ড ইচ্ছুক সে ক্ষেত্রে আপনি গুগলে ডট এপিকে ফাইল ওয়েবসাইট থেকে ডাউনলোড করে নেন। কিন্তু এটি আপনার বিপদের প্রধান কারণ হতে পারে।

আরো পড়ুন, কোনও টাকা খরচ না করে অনলাইনে ইনকাম করতে এখানে ক্লিক করুন

অচেনা ওয়েবসাইট থেকে একটি ফাইল ডাউনলোড করার সঙ্গে সঙ্গে আপনার প্রাইভেসি লিক হওয়ার সম্ভাবনা থাকে (Don’t Search This On Google)। এবং তার সাথে সাথে ওয়েবসাইটের এমন কিছু ভাইরাস যা আপনার স্মার্টফোন এবং কম্পিউটারের ক্ষতি করতে পারে। ফ্রি অফার কিংবা লোভনীয় ফাঁদে পা দিতে অচেনা বা না জেনে কোনো এপ্লিকেশন ইন্সটল করবেন না।

Advertisement

ব্যাংকিং সংক্রান্ত যে কোন লিংক
আমরা অনেক সময় কোন ব্যাংকের ওয়েবসাইটে যাওয়ার আগে সেই ব্যাংক এর সম্পর্কে আরো কিছু বিস্তারিত ভাবে জানতে অনেক সময় গুগল সার্চ করে থাকি। কিন্তু গুগলে থাকে অনেক ডুপ্লিকেট ওয়েবসাইট তাই আপনি যখন ব্যাঙ্কের সম্পর্কে সার্চ করছেন তখন অনেক সময় সেই ভুয়ো ওয়েবসাইটে আপনি ভুল করে প্রবেশ করে ফেলতে পারেন। এবং আপনার পার্সোনাল ডিটেলস সেখানে দিলেই আপনি পড়তে পারেন এক অজানা বিপদের মুখে (Don’t Search This On Google)।

তাই জন্য আপনি যখন ব্যাংকের ব্যাপারে কিছু জানতে চাইছেন তখন সেই নির্দিষ্ট ব্যাংকের অ্যাড্রেস টাইপ করে সেই অরিজিনাল ওয়েব সাইটের মাধ্যমে আপনার জিজ্ঞাস্য পূরণ করুন। অথবা সেই নির্দিষ্ট ব্যাংকের তৈরি কোন অ্যাপ থাকলে সেই অ্যাপ ডাউনলোড করলেই বিস্তারিত সমস্ত কিছু তথ্য পেয়ে যাবেন (Don’t Search This On Google)।

ওষুধ ও চিকিৎসা
আমরা অনেকেই ছোটখাটো কোনো শরীর খারাপ হলে গুগল সার্চ করে ওষুধের নাম জেনে তারপর সেটি ব্যবহার করে থাকি। তবে এটি ঠিক পদ্ধতি নয়। কারণ অনেক সময় ভুল তথ্যও থাকতে পারে আর চিকিৎসকের পরামর্শ ছাড়া যেকোনো রকম ওষুধ শরীরে প্রয়োগ করা একদমই উচিত নয় (Don’t Search This On Google)। আর যদি ছোটখাটো কোনো শরীর খারাপ হয়ে থাকে তাহলে কোন ক্ষেত্রে গুগলের মাধ্যমে জানা কোন ওষুধ ব্যবহার করা যায়।

তবে যদি বড় কোন শরীরের সমস্যা হয়ে থাকে সেই বিষয়ে গুগল সার্চ করে নিজে নিজেই ডাক্তারি করার কোন প্রয়োজন নেই। চিকিৎসকের পরামর্শ ছাড়া ওষুধ ব্যবহার করা একদমই উচিত নয় এর ফলে অজানা কোন ভুল ওষুধ এবং সাপ্লিমেন্ট শরীরে প্রয়োগ করলে হিতে বিপরীত হতে পারে (Don’t Search This On Google)। তাই ডাক্তারের পরামর্শ নিয়েই এন্টিবায়োটিক জাতীয় ওষুধ খাওয়া উচিৎ।

কাস্টমার কেয়ার নাম্বার
হয়তো আপনি আপনি কোন জিনিস অনলাইনে কি নিয়েছিলেন কিন্তু সেটি কোন কারণে আপনার পছন্দ হয়নি অথবা কোন সমস্যার সৃষ্টি হয়েছে সে ক্ষেত্রে আপনি সেটি রিটার্ন করতে চান (Don’t Search This On Google)। এবার সেই সংস্থাতে আপনি রিটার্ন করলেন কিন্তু রিটার্ন করার পরেও আপনার রিফান্ড হয়নি। ৩-৪ দিন পেরিয়ে যাওয়ার পরেও আপনি রিটার্ন না পেলে , যেই সংস্থাটি থেকে জিনিসটি কিনেছিলেন তার কাস্টমার কেয়ার নাম্বার খোঁজার জন্য গুগল সার্চ করে বসেন।

কিন্তু কিন্তু এটি করা একদমই উচিত নয় কারণ অনেক ক্ষেত্রেই অনেক সংস্থারই ডুপ্লিকেট অনেক ওয়েবসাইট খুলে রাখে প্রতারকরা, আপনি সেই সাইট থেকে ভুল নাম্বার সংগ্রহ করে সেখানে ফোন করলে আপনি বিপদের জালে জড়িয়ে পড়তে পারেন (Don’t Search This On Google)। তাই ঠিক যে একাউন্ট থেকে জিনিসটি কিনেছেন সেই একাউন্টেই সাপোর্ট অপশন থেকে কমপ্লেইন লজ করুন।

শেয়ার বাজার এবং ট্রেডিং
আপনি শেয়ারবাজারে ইনভেস্ট করতে চান কিন্তু সেই সম্পর্কে বেশি কিছু হয়তো জানেন না। তাই গুগল সার্চের মাধ্যমে শেয়ার বাজার সম্পর্কে বিস্তারিত তথ্য জানতে চান। কিন্তু এটি করা একদমই উচিত নয় কারণ গুগলে থাকে অনেক নকল ওয়েবসাইট যেখানে ট্রেডিং এর নাম করে প্রতারকরা পেতে রাখে অসংখ্য বিপদজনক ফাঁদ (Don’t Search This On Google)। তাই এই সমস্ত অজানা বিপদের জাল এড়িয়ে চলতে , এই সমস্ত বিষয় নিয়ে গুগল সার্চ করাটা বন্ধ করুন।

প্রিয় পাঠক আশাকরি আপনার সুরক্ষার জন্য এই প্রতিবেদনটি আপনার ভালো লেগেছে। তাই অন্যকে বিপদের হাত থেকে বাঁচাতে লিংকটি শেয়ার করে সকলকে সতর্ক করুন। এবং আপনার কি কোনো রকম প্রতারণা হয়েছে (Don’t Search This On Google)। নীচে কমেন্টের মাধ্যমে জানাতে পারেন। তাহলে অনেকেই সতর্ক হতে পারবে। আরো প্রয়োজনীয় আর্টিকেল পেতে EK24 News এর সঙ্গে থাকুন।

আরো পড়ুন, এবার অর্ধেক দামে  বিএসএনএল এর আনলিমিটেড প্ল্যান, জানতে ক্লিক করুন

শেয়ার করুন: Sharing is Caring!

Leave a Comment