Advertisement
Dhan Varsha LIC Policy ( এলআইসি ধনবর্ষা পলিসি)
Advertisement

বন্ধ হয়ে যাচ্ছে লাইফ ইন্সুরেন্স করপোরেশনের একটি বিশেষ পলিসি (LIC Policy). দেশবাসী দেশের বৃহত্তম এই বীমা সংস্থা এলআইসির উপরে নির্ভর করেন। এখানে যে কোনো বিনিয়োগ নিশ্চিন্তে এবং নিরাপত্তার সাথে করা যায়। ঠিক সেই কারণেই অধিকাংশ দেশবাসী বীমা এবং নিশ্চিত রিটার্নের প্রসঙ্গ উঠলেই সে ক্ষেত্রে এলআইসিতে কোনো না কোনো পলিসির কথা ভাবেন। একদিকে যেমন মেয়াদ পূর্তির পরে নিশ্চিত উচ্চ হারে রিটার্ন পাওয়া যায়, ঠিক তেমনি পলিসি হোল্ডারের অকাল মৃত্যু হলে তার নমিনি বা পরিবারের সদস্যরা মৃত্যুকালীন সুবিধা বা ডেথ বেনিফিট পাবেন।

Advertisement

এরকমই একটি পলিসি এলআইসি LIC এবার বন্ধ করে দিতে চলেছে। এই পলিসি চলবে আগামী ৩১ মার্চ ২০২৩ পর্যন্ত। তারপরে আর আপনি এই পলিসি করতে পারবেন না। আর পলিসি বন্ধ হয়ে যাওয়া মানে নতুন নামে সেই পলিসি আসবে, কিন্তু সুবিধা কমবে। তাই হাতে টাকা থাকলে এই পলিসি করার শেষ সুযোগ। তাই এই পলিসিতে কি কি সুবিধা আছে একবার জেনে নিন। সম্ভব হলে একটা LIC Policy নিয়ে রাখতে পারেন।

Advertisement

Dhan Varsha LIC Policy:

এলআইসির এই পলিসির সব থেকে উল্লেখযোগ্য বিষয় হলো, এটি একটি সিঙ্গেল প্রিমিয়াম পলিসি (Single Premium Policy) এই পলিসিতে বারে বারে প্রিমিয়াম জমা দেওয়ার কোনো ঝামেলা নেই। একবার প্রিমিয়াম জমা দিলেই চলবে। এই পলিসির নাম এলআইসি ধনবর্ষা স্কিম (LIC Dhan Varsha Policy) এই পলিসিতে পলিসি হোল্ডারের মৃত্যু হলে ১০ লক্ষ টাকার বদলে ১ কোটি টাকা পাবেন নমিনি।

Advertisement

এলআইসি চেয়ারম্যান এম আর কুমার জানান, কোম্পানি শীঘ্রই এই Policy বন্ধ করতে চলেছে।
এলআইসি ধনবর্ষা পলিসি একটি নন লিঙ্কড (Non-Linked LIC Policy), ব্যক্তিগত, সঞ্চয় ও সিঙ্গল প্রিমিয়াম বীমা পলিসি। এতে বিনিয়োগ করলে সঞ্চয় এবং নিরাপত্তা দুইয়েরই সুবিধা পাবেন। কোনো পলিসিধারীর যদি অকাল মৃত্যু হয়, সেক্ষেত্রে নমিনি পলিসি হোল্ডারের মৃত্যুকালীন সুবিধা বা ডেথ বেনিফিট পাবেন।

এলআইসির এই Dhan Varsha LIC Policy পলিসির অধীনে দুটি বিকল্প থেকে বিনিয়োগ করা যেতে পারে। প্রথমটিতে, আপনি প্রিমিয়ামের ১.২৫ পর্যন্ত রিটার্ন পাবেন। সেক্ষেত্রে ১০ লক্ষ টাকার একক প্রিমিয়াম যদি জমা দেন, তাহলে নমিনি মৃত্যুর সুবিধা হিসেবে ১২.৫ লক্ষ টাকা পাবেন।
আবার অন্যদিকে পলিসি হোল্ডারের মৃত্যু হলে ১০ গুন পর্যন্ত রিটার্ন পাওয়া যাবে। সেক্ষেত্রে আপনি ১০ লক্ষ টাকার বিনিয়োগে ১ কোটি টাকা পর্যন্ত রিটার্ন পাবেন।

EK24 News

সমস্ত ব্যাংকে মিনিমাম ব্যাল্যান্স বেড়ে গেল, ফাইন এড়াতে জেনে নিন, কোন ব্যাংকে সর্বনিম্ন কত

কোনো LIC Policy পলিসি হোল্ডার প্ল‍্যানটি সম্পূর্ণ না হওয়া পর্যন্ত যদি জীবিত থাকেন, তাহলে তিনি বেসিক সাম অ্যাসিওর্ড (Basic Sum Assured) বা নিশ্চিত বিমারাশির সঙ্গে গ্যারান্টিযুক্ত টাকার সুবিধা পাবেন। প্রতিবছরের শেষে গ্যারান্টি যুক্ত রিটার্ন গুলি পলিসিতে জমা করা হয়। যেটা পলিসি ধারক ম্যাচুরিটির পর পেয়ে যাবেন। এই স্কীমের বিশেষ বৈশিষ্ট্য বারবার প্রিমিয়াম জমা করতে হবে না। একবার প্রিমিয়াম জমা করলেই পলিসির সুবিধা আপনি পাবেন।
Written by Rajib Ghosh.

Advertisement

LIC পলিসি গ্রাহকদের বড় ঝটকা, লাভ করতে গিয়ে লস হবে না তো, জেনে বুঝে সিদ্ধান্ত নিন।

Advertisement
Advertisement

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Advertisement