এই অবস্থায় আদৌ সরকারের নজরে কি Dearness Allowance এর চিন্তাভাবনা থাকবে?
রাজ্য সরকারি কর্মচারীদের বকেয়া ডিএ (Dearness Allowance) দেওয়া নিয়ে জল্পনা চলছে। কবে বকেয়া DA পাওয়া যাবে, সেই দিকেই তাকিয়ে রয়েছেন রাজ্য সরকারের কর্মীরা। সরকারি কর্মীরা মামলায় জেতার পর, বকেয়া DA কবে দেওয়া হবে সেই দিকে নজর রয়েছে তাদের।
কলকাতা হাইকোর্ট গত 20 মে নির্দেশ দেয়, রাজ্য সরকারি কর্মচারীদের বকেয়া 31 শতাংশ ডিএ 3 মাসের মধ্যে মিটিয়ে দিতে হবে। তার মধ্যে ইতিমধ্যেই দুমাস কেটে গিয়েছে। এখনো পর্যন্ত রাজ্য সরকারের পক্ষ থেকে Dearness Allowance নিয়ে কিছু জানা যায়নি।
রাজ্য সরকারি কর্মচারীদের DA দেওয়ার জন্য প্রায় 23 হাজার কোটি টাকা লাগবে বলে জানা গিয়েছে। গত 16 জুলাই রাজ্য সরকারের সব দপ্তরের আর্থিক উপদেষ্টার সঙ্গে অর্থ দপ্তর বৈঠক করে। সেই বৈঠক নিয়ে আলোচনাও হয়। তবে কি সরকার কর্মীদের Dearness Allowance নিয়ে কোনো ঘোষণা করতে পারে। সরকারের কর্মীরা ওই বৈঠক থেকে ইতিবাচক কোনো ফলের আশায় ছিলেন। তবে বৈঠকের পরে সেরকম কোনো ইঙ্গিত পাওয়া যায়নি।
রাজ্য সরকারকে কত পরিমান DA দিতে হবে? কনফেডারেশন অফ স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজের দাবি অনুযায়ী, 2009 সালের 1 জুলাই থেকে 2016 সালের 1 জুলাই পর্যন্ত রাজ্য সরকারি কর্মীরা নিয়ম মোতাবেক DA পাননি। রাজ্য সরকার যাতে সেই বকেয়া Dearness Allowance কর্মীদের দেয়, সেই জন্য নির্দেশ দিয়েছে হাইকোর্ট।
কনফেডারেশন অফ স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজের (Confederation of State Governments Employees) দাবি, গ্রুপ সি কর্মীরা বেতনক্রম 8800 টাকা হলে 3 লক্ষ 73 হাজার টাকা পেতে পারেন। গ্রুপ ডি কর্মীরা 6 হাজার 600 টাকা বেতন হলে বকেয়া ডিএ বাবদ 2 লক্ষ 78 হাজার টাকা পাবেন। আপার ডিভিশন অ্যাসিস্ট্যান্টদের ক্ষেত্রে বকেয়া DA-র অংক প্রায় 5 লাখ টাকা। তাদের অ্যাকাউন্টে 4 লক্ষ 66 হাজার টাকা ঢুকতে পারে।
রাতভর ED এর জেরায় অর্পিতা দিল চাঞ্চল্যকর তথ্য, এবার কি হবে?
হিসাব নিকাশ তো গেলো, এবার আসা যাক বাস্তবতায়। এই পরিস্থিতিতে SSC মামলা নিয়ে অসস্তি বেড়েছে রাজ্যের। সারা দেশে এখন পার্থ অর্পিতার নিউজ ট্রেন্ডিং চলছে। সামগ্রিক দিক দিয়ে ভাবলে এই মুহুর্তে ডিএ দেওয়ার ব্যাপারটি রাজ্যের চিন্তাভাবনার মধ্যে থাকার সম্ভাবনা কম। গতকাল উত্তর প্রদেশ সরকার জুলাই থেকে ৩% ডিএ দেওয়ার ঘোষণা করেছে, শুধু পশ্চিমবঙ্গেই ডিএ (Dearness Allowance news in West Bengal) এর দেখা নেই বলে আক্ষেপ সরকারী কর্মীদের।
তবে কলকাতা হাইকোর্টের দেওয়া সময়সীমা পার হয়ে গিয়েছে। প্রায় এক মাস সময় বাকি রয়েছে। কেটে গিয়েছে দুই মাস। এখনো পর্যন্ত রাজ্য সরকারি কর্মচারীদের বকেয়া DA দেওয়া নিয়ে নবান্নে তরফ থেকে কোনো কিছুই জানা যায়নি।
Written by Rajib Ghosh.
পোস্ট অফিসের এই স্কিমে বিনিয়োগ করলেই চক্রবৃদ্ধি হারে দ্বিগুণ অর্থ মিলবে।
Pensioner ki da paben
When this govt. took the responsibility of the state, we, the general people thought to be beter for the state, but after eleven years it is realised that this govt is good for nothing.
In every respect, this govt is totally failure.