Advertisement
এলআইসি কন্যাদান পলিসি (Daughter Marriage Plan LIC Kanyadan Policy Scheme)
Advertisement

বর্তমানে দুর্মূল্যের বাজারে সংসারের খরচ চালাতে হিমসিম খেতে হয়। সেখানে মেয়ের বিয়ের জন্য আগে থেকে Daughter Marriage Plan বা মেয়ের বিয়ের পরিকল্পনা না করলে কন্যা দায় গ্রস্ত পিতা সমস্যায় পড়ে যান। তাই ছোটবেলা থেকেই একটা ফান্ডিং বা সঞ্চয় করা শুরু করেন তবে বিয়ের সময়ে চাপ কমে যাবে।

Advertisement

বর্তমান বাজার দরের সামঞ্জস্যে বিয়ের খরচও গগনচুম্বী। এই মুহূর্তে সরকারের তরফেই মধ্যবিত্ত পরিবারের দিকে সাহায্যের হাত বাড়ানো হয়েছে। আর সরকারী প্রকল্পে বিনিয়োগ মানেই সুরক্ষা ও নিরাপত্তার বিষয়টি সবচেয়ে সামনে আসে। আর তার সাথে রয়েছে টাক্স বেনিফিট ও ডেথ বেনিফিট। আর মেয়ের বিয়ের জন্য সবচেয়ে জনপ্রিয় সরকারী স্কীম (Daughter Marriage Plan) এর বিষয়ে জেনে নিন।

Advertisement

ভারতের অন্যতম জীবন বীমা কোম্পানী তথা সরকারী সংস্থা Life insurance Company of India বা LIC সাধারন গ্রাহকদের জন্য নিয়ে এসেছে LIC Daughter Marriage Plan. যে প্ল্যান বাজারে আসার পর থেকে মাত্র কয়েক মাসেই কয়েক লক্ষ পলিসি বিক্রি হয়েছে। এবং হিসাব অনুযায়ী অন্য যেকোনো লং টার্ম বিনিয়োগের চেয়ে বেশি রিটার্ন দিচ্ছে।

Advertisement

Daughter Marriage Plan LIC Kanyadan Policy Scheme:

এমনই এক জনপ্রিয় স্কীম হলো এলআইসি কন্যাদান পলিসি বা LIC kanyadan scheme. যেখানে আবেদনকারীর নূন্যতম বয়স হতে হবে ৩০ এবং আবেদনকারীর মেয়ের বয়স হতে হবে কমপক্ষে ১। আপনাকে এর জন্য আপনার রোজকার জীবনের খরচের থেকে নূন্যতম কিছু বাঁচিয়ে রাখলেই চলবে। আপনি প্রতিদিন যদি LIC ফান্ডে ১০০ টাকা দেন তাহলে আপনাকে প্রতি মাসে ৩০০০ টাকা দিতে হবে।

18 বছরের নিচে কন্যা সন্তান থাকলেই 11000 টাকা পাবেন, নতুন প্রকল্পে অনলাইনে

কেমন রিটার্ন দেবে?
আপনার মেয়ের পঁচিশ বছর বয়স অবধি এই Daughter Marriage Plan স্কীমটি চালাতে পারবেন। তবে আপনাকে এই স্কীমে আপনার মেয়ের ২২ বছর অবধি টাকা দিতে হবে। বাকি ৩ বছরের টাকা LIC সংস্থা আপনাকে দেবে। এবং ২৫ বছরের মেয়াদ শেষে ম্যাচিউরিটি বাবদ আপনি পাবেন ২০ লক্ষ টাকা। যে টাকাটি বর্তমানে বিপুল টাকা হলেও আগামী ২৫ বছর পর বর্তমানের ১৫ লক্ষ টাকার কাজ দেবে (৪% মূল্যবৃদ্ধির হিসাব ধরে)। আপনার বয়স অনুযায়ী প্রিমিয়াম ও রিটার্ন কমবেশি হতে পারে।

EK24 News

এই প্রকল্পে বিনিয়োগ করলে প্রতি মাসে পাওয়া যাবে ৭৫ হাজার টাকা। আজই বিনিয়োগ করুন।

Advertisement

কিভাবে আবেদন করবেন?
আপনার নিত্যদিনের সামান্য সঞ্চয় ভবিষ্যতের বড়ো অর্থনৈতিক সংকট থেকে রক্ষা করবে আপনাকে ও আপনার পরিবারকে। এবং খুবই স্বাচ্ছন্দ্যে মেয়ের বিয়ে দিতে পারবেন। তাই হাতে সময় রেখে আপনার মেয়ের অন্যান্য খরচার সাথে বিয়ের সঞ্চয়ের কথাও ভাবনায় রাখুন। এই ধরণের জীবনমুখী স্কীম (Daughter Marriage Plan) আপনি নিকটবর্তী LIC অফিস এবং LiC এজেন্টদের সাথে পাবেন। তবে পলিসি কেনার আগে সমস্ত কাগজপত্র, নিয়ম কানুন পড়ে নেবেন।
Written By Soumee Ghosh.

মাত্র ৫ বছর টাকা জমিয়ে হয়ে যান ২২ লাখ টাকার মালিক।

Advertisement
Advertisement

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Advertisement