বকেয়া ডিএ নিয়ে একধাপ এগিয়ে কি ফতোয়া জারি করল যৌথ মঞ্চ? জেনে নিন।
Dearness Allowance বা ডিএ এর দাবিতে এবার কর্মবিরতির (Strike) ডাক দিল সরকারি কর্মচারীদের ২৮ টি সংগঠন নিয়ে তৈরি সংগ্রামী যৌথ মঞ্চ। সংগ্রামী যৌথ মঞ্চের তরফে ইতিমধ্যেই শহীদ মিনার চত্বরে অবস্থান কর্মসূচি চলছে। সেখানে রাজ্য সরকারকে বকেয়া ডিএ কেন্দ্রীয় হারে মেটাতেই হবে, মূলত এই দাবি নিয়েই এই আন্দোলন শুরু করেছেন সরকারি কর্মচারী সংগঠনের একাংশ।
সরকারি কর্মচারী, শিক্ষক, শিক্ষা কর্মী, আধা সরকারি কর্মচারী, পুরসভার কর্মী, আদালতের কর্মী, ডাক্তার, নার্স, পঞ্চায়েত কর্মী সহ বিভিন্ন বিভাগের কর্মচারীদের একাংশ এই সংগ্রামী যৌথ মঞ্চের সঙ্গে যুক্ত রয়েছেন। কলকাতা হাইকোর্ট রাজ্য সরকারকে কর্মচারীদের ডিএ মেটানোর নির্দেশ দিলেও হাইকোর্টের সেই রায়কে চ্যালেঞ্জ করে রাজ্য সরকারের তরফে সুপ্রিম কোর্টে SLP দাখিল করা হয়। সুপ্রিম কোর্টে জানুয়ারি মাসের তৃতীয় সপ্তাহে শুনানি থাকলেও হলফনামায় ত্রুটির কারণে শুনানি পিছিয়ে দেন বিচারপতিদের ডিভিশন বেঞ্চ। আগামী ১৫ই মার্চ বকেয়া DA মামলার শুনানি হতে পারে সুপ্রিম কোর্টে।
এবার সত্যি সত্যি কমছে রান্নার গ্যাসের দাম, সাধারনের হেঁসেলে ফিরলো স্বস্তি।
কিন্তু তার আগেই রাস্তায় নেমে জোরালো আন্দোলন তৈরি করতে চাইছেন সরকারি কর্মচারী সংগঠনের (Govt. Employees) একাংশ। ইতিমধ্যেই কলকাতার সুবোধ মল্লিক স্কোয়ার থেকে শহীদ মিনার চত্বর পর্যন্ত মিছিল করেছে সংগ্রামী যৌথ মঞ্চ। তারপরই শহীদ মিনার চত্বরে অবস্থান-বিক্ষোভে বসে তারা।
যদিও রাজ্যের মন্ত্রী ফিরহাদ হাকিম জানিয়েছেন, ওখানে কোনো সরকারি কর্মচারীরা অবস্থান বিক্ষোভ করছেন না। ওখানে কিছু সিপিএমের লোক অবস্থানে বসে রয়েছেন। সরকারের কোনো অসুবিধা নেই। ঠিক সময় মত সরকার সিদ্ধান্ত নেবে।
সংগ্রামী যৌথ মঞ্চের কনভেনার জানান, বকেয়া DA-র দাবিতে আগামী ১ ফেব্রুয়ারি সরকারি সমস্ত বিভাগ, সরকারি হাসপাতাল, সরকারি স্কুল, সমস্ত দপ্তরে বেলা ২টো থেকে বিকেল ৪টে পর্যন্ত কর্মবিরতি পালন করা হবে। সংগ্রামী যৌথ মঞ্চ থেকেই তার ডাক দেওয়া হয়েছে। তাতে কাজ না হলে বৃহত্তর আন্দোলনে যাওয়ার হুঁশিয়ারি দিয়েছেন তারা। তবে জরুরী পরিষেবা যাতে কোনোভাবেই বিঘ্নিত না হয় সেদিকেও নজর থাকবে।
কেয়া ডিএ এর দাবিতে সংগ্রামী যৌথ মঞ্চের আন্দোলন এদিন তৃতীয় দিনে পড়ল। আর এই দিনেই কর্মবিরতির ডাক দেওয়া হলো। সরকারি কর্মচারীদের সংগঠনের এই আন্দোলনের গতিপ্রকৃতি দেখে প্রশ্ন উঠতেই পারে, এখনো পর্যন্ত সুপ্রিম কোর্টে বকেয়া DA মামলার শুনানি শুরু হয়নি। তাহলে কি আদালতের উপর ভরসা করতে পারছেন না সরকারি কর্মচারীদের সংগঠনের একাংশ?
আবার সার্ভিস ডক্টর ফোরামের পক্ষ থেকে জানানো হয়েছে, সার্ভিস ডাক্তার, নার্সেস ইউনিটির একটা প্রতিনিধিত্ব রয়েছে এই যৌথ মঞ্চে। জরুরী পরিষেবার সঙ্গে যারা যুক্ত তারাও এখানে বর্তমানে আসতে বাধ্য হয়েছেন। জরুরী পরিষেবা বিঘ্নিত করব না। বকেয়া DA রয়েছে ৩৮ শতাংশ। যে সমস্ত কর্মচারীরা হাসপাতাল এবং স্বাস্থ্য ক্ষেত্রে পরিষেবার সঙ্গে যুক্ত রয়েছেন, তাদের ২ ঘন্টা কর্মবিরতিতে সামিল হওয়ার জন্য আহ্বান জানানো হচ্ছে।
মেয়ের বিয়ের জন্য লাখ লাখ টাকা পাবেন এই স্কীমে, কিভাবে আবেদন করবেন?
দিকে আবার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বিধানসভার আসন্ন অধিবেশনে DA নিয়ে সুর চড়াবেন বলে জানিয়ে দিয়েছেন। ফলে এটা স্পষ্ট, রাজ্য সরকারি কর্মচারীদের বকেয়া ডিএ নিয়ে বিরোধী রাজনৈতিক দলগুলোও রাজ্য সরকারকে নিশানা করছে।
Written by Rajib Ghosh.