DA Hike – বিজ্ঞপ্তি অনুযায়ী কত টাকা বাড়ছে বেতন।
রাজ্য সরকারি কর্মচারীদের Dearness Allowance নিয়ে এবার DA Hike এর বিজ্ঞপ্তি জারি করেছে নবান্ন (Nabanna)। বাজেট অধিবেশনে অর্থ দপ্তরের প্রতিমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য আগেই DA Hike এর ঘোষণা করেছিলেন। বাজেট পেশের দিন রাজ্য সরকারি কর্মচারীদের জন্য ৩ শতাংশ ডিএ ঘোষণা করেন। মার্চ মাস থেকেই সরকারি কর্মীরা সেই ডিএ পাবেন বলে জানিয়ে দেওয়া হয়। আর এদিন বিজ্ঞপ্তি প্রকাশের ফলে কত টাকা বাড়ছে বেতন, দেখে নিন।
কিন্তু এরপরেও রাজ্য সরকারি কর্মচারীদের একাংশ সংগঠন যৌথ সংগ্রামী মঞ্চের তরফে বকেয়া DA মেটানোর দাবিতে আন্দোলন কর্মসূচি ঘোষণা করা হয়। তাদের বক্তব্য, ৩ শতাংশ DA Hike চাইনা। আর সেই ডিএতে খুশি না হতে পেরেই পরবর্তীতে বৃহৎ আন্দোলন কর্মসূচির হুঁশিয়ারি দেওয়া হয়। ২০ ও ২১ ফেব্রুয়ারি রাজ্যজুড়ে কর্মবিরতি ডাক দেয় রাজ্য সরকারি কর্মচারীদের একাংশ। যদিও বিক্ষিপ্তভাবে কিছু জায়গায় কর্মচারীরা অংশগ্রহণ করলেও ৯৫% কর্মচারীরা উপস্থিত ছিলেন বলে জানা গিয়েছে।
আর এরপরে আগামী ১০ মার্চ রাজ্য জুড়ে স্কুল-কলেজ সহ সরকারের সমস্ত দপ্তরে ধর্মঘটের ডাক দিয়েছে সরকারি কর্মচারীদের একাংশ। সিপিআইএম এবং বিজেপি প্রভাবিত সরকারি কর্মচারীদের সংগঠন এই ধর্মঘটকে সমর্থন জানিয়েছে। যদিও সরকারের তরফে কড়া পদক্ষেপের কথা ঘোষণা করা হয়েছে। আর এর মধ্যেই নবান্নের তরফে ৩ শতাংশ DA Hike নিয়ে বিজ্ঞপ্তি জারি করে জানানো হয়েছে, মোট ৬ শতাংশ DA ১ মার্চ থেকে রাজ্য সরকারি কর্মচারীরা পাবেন। সরকারি কর্মচারী, সরকার স্বশাসিত সংস্থার কর্মচারী, সরকার অধিগৃহীত সংস্থার কর্মচারী, পুরসভা, পঞ্চায়েত, পূরনিগমের কর্মী, অবসরপ্রাপ্ত কর্মচারী সকলেই ১ মার্চ থেকে ৬ শতাংশ হারে ডিএ পাবেন।
২০২১ সালে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার রাজ্য সরকারি কর্মীদের জন্য ৩ শতাংশ DA ঘোষণা করে। আর এবার রাজ্য বাজেটে আরও ৩ শতাংশ ডিএ ঘোষণা করা হয়। ফলে এবার থেকে ৬ শতাংশ DA পাবেন রাজ্য সরকারি কর্মীরা।
আর নবান্নের বিজ্ঞপ্তি ঘোষণার পরেও রাজ্য সরকারি কর্মচারীদের একাংশের ক্ষোভ এতোটুকু কমেনি। কোঅর্ডিনেশন কমিটির তরফে জানানো হয়েছে, ৩ শতাংশ ডিএ আমরা চাইনা। বকেয়া ৩৫ শতাংশ DA দিতেই হবে। এটা আমাদের ন্যায্য অধিকার। যেভাবে আন্দোলন কর্মসূচি ঘোষণা করা হয়েছিল, প্রতিবাদ সেই একই পথে চলবে। আগামী ১০ মার্চ রাজ্য সরকারের সমস্ত দপ্তরেই DA Hike ধর্মঘট হবে।
তৃণমূল সরকারি কর্মচারী ফেডারেশনের নেতা মনোজ চক্রবর্তী বলেন, বকেয়া ডিএ মামলা এখন সুপ্রিম কোর্টে রয়েছে। আগামী ১৫ই মার্চ শুনানি হবে। তার আগে রাজ্য সরকারের দেওয়া DA Hike নিয়ে কোনো বিরূপ মন্তব্য করা উচিত নয়। বামফ্রন্ট সরকারের আমলে আমরা কেন্দ্রীয় হারে ডি এর দাবিতে বারবার সরব হতাম। স্ট্যান্ডিং অর্ডারের দাবী জানিয়েছিলাম। কিন্তু বাম জমানায় কোনো দাবিকেই গুরুত্ব দেওয়া হয়নি। তখন যদি স্ট্যান্ডিং অর্ডারের (Standing Order) দাবি বাম জমানায় মেনে নেওয়া হতো, তাহলে কেন্দ্রীয় হারেই আমরা এখন ডিএ পেতাম। তাই কোঅর্ডিনেশন কমিটির কর্মীদের বলবো, তৃণমূল সরকারের উদ্দেশ্যে কোনো মন্তব্য করার আগে বাম জমানার দিকে যেন নজর দেওয়া হয়।
বঙ্গীয় শিক্ষক এবং শিক্ষা কর্মী সমিতির নেতা স্বপন মন্ডল জানান, সরকারের বেতন সংক্রান্ত যে পোর্টাল রয়েছে সেখানে ৩ শতাংশ ডিএ প্রত্যাখ্যান করার জন্য সুযোগ দেওয়া হোক।
নবান্নের তরফে DA দেওয়া নিয়ে বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। সিপিআইএম, বিজেপি প্রভাবিত সংগঠনগুলি বিরোধীতা করলেও তৃণমূল প্রভাবিত সরকারিক কর্মচারী সংগঠনের পক্ষ থেকে সরকারের পাশে দাঁড়িয়েই বক্তব্য জানানো হয়েছে।
রাজ্যের বকেয়া মেটালো কেন্দ্রঃ
এদিকে কেন্দ্রের বঞ্চনার অভিযোগে বার বার সরব হয়েছে তৃণমূল। কেন্দ্র টাকা দিলে ডিএ পাবেন কর্মীরা। এদিন ২০২৩ – ২০২৪ শিক্ষা বরষের জন্য রাজ্য সরকার কে বিপুল পরিমান অর্থের অনুমোদন দিল কেন্দ্র সরকার। চলতি বছরে ২ হাজার ৬৫০ কোটি টাকা অনুমোদন মিলবে। চলতি বর্ষে শিক্ষা খাতে খরচের জন্য এই অনুমোদন।আর এর পরই প্রশ্ন তুলছেন শিক্ষক থেকে শিক্ষা কর্মীরা। এবার ডিএ মেটাক রাজ্য।
কত টাকা বাড়ছে বেতনঃ
৩% ডিএ বৃদ্ধির (DA Hike) ফলে বেসিক বা মূল বেতনের ৩% বেতন বাড়বে। উদাহরন স্বরূপ কোনও কর্মীর ২০০০০ টাকা বেসিক হলে ৬০০ টাকা অতিরিক্ত বেতন পাবেন। ৩০০০০ টাকা বেসিক হলে ৯০০ টাকা অতিরিক্ত বেতন পাবেন। মোটকথা আপনার যা বেসিক তার সাথে ০.০৩ গুন করলেই কত টাকা বেতন বাড়লো জেনে যাবেন। প্রসঙ্গত, জুলাই মাস থেকে আরও ৩% বেসিক বাড়বে তখন এই বেতন সেই নতুন বেসিকের সাথে হিসেব হবে।
Written by Rajib Ghosh.