Govt Employees DA Calculator : সরকার DA দিলে কত ঢুকবে পকেটে, তার হিসেবেই বিভোর সরকারি কর্মীরা।
রাজ্য সরকারি কর্মচারীদের DA-র দাবি দীর্ঘদিনের। বকেয়া DA মেটানোর (DA Calculator) নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্ট। রাজ্য সরকারের কর্মচারীদের পঞ্চম বেতন কমিশনের মেয়াদ 2016 সালের 1 জানুয়ারি শেষ হয়ে যায়। তারপর ষষ্ঠ বেতন কমিশন 2016 সাল থেকে কাজ শুরু করে। 2009 সালের 1 জুলাই থেকে নিয়ম অনুযায়ী DA পাননি রাজ্য সরকারি কর্মচারীরা। এবার কলকাতা হাইকোর্ট সেই DA মেটানোর জন্য নির্দেশ দিয়েছে।
রাজ্য সরকারি কর্মীরা 15 টি কিস্তির DA মোট 109 শতাংশ নিয়ম অনুযায়ী এখনো পর্যন্ত পাননি বলে দাবি করেছেন রাজ্য সরকারের কর্মচারী সংগঠন কনফেডারেশন অফ স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজ এর সদস্যেরা।
DA Calculator
ওই সংগঠনের হিসাব (DA Calculator) অনুযায়ী, গ্রুপ ডি কর্মীরা বেতনক্রম 6600 টাকা হলে 2 লাখ 78 হাজার টাকা বকেয়া DA বাবদ পাবেন। গ্রুপ সি কর্মীরা বেতন কম 8 হাজার 800 টাকা হলে 3 লক্ষ 73000 টাকা বকেয়া DA পাবেন। আপার ডিভিশন অ্যাসিস্ট্যান্টরা প্রায় 5 লক্ষ টাকা পাবেন। মোট তাদের অ্যাকাউন্টে DA বাবদ 4 লক্ষ 66 হাজার টাকা ঢুকতে পারে।
কলকাতা হাইকোর্ট গত 20 মে নির্দেশ দিয়েছিল রাজ্য সরকারি কর্মচারীদের বকেয়া 31 শতাংশ DA তিন মাসের মধ্যে মিটিয়ে দিতে হবে। এর মধ্যে 45 দিন কেটে গিয়েছে। জানা গিয়েছে, বকেয়া ডিএ মেটাতে প্রায় 23 হাজার কোটি টাকা (DA Calculator) সরকারের লাগবে।
আরও পড়ুন, নথিতে গড়মিল, প্রাথমিক শিক্ষকদের আবার নতুন করে ডকুমেন্টস জমার নির্দেশ।
এদিকে আদালতের বেঁধে দেওয়া সময় শেষের পথে, কিন্তু রাজ্য এখনও ডিএ নিয়ে নিরব। এমনকি হাইকোর্টের রায় কে চ্যালেঞ্জ করে সুপ্রীম কোর্টেও যায়নি। কর্মী মহলে গুঞ্জন, পুজোর আগে এক কিস্তি ডিএ দিতে পারে সরকার। তবে না দেওয়া পর্যন্ত বিশ্বাস নেই। (DA Calculator)
রাজ্য সরকার এখনো পর্যন্ত ডিএ নিয়ে নিজেদের অবস্থান স্পষ্ট করেনি। সুপ্রিম কোর্টে কোনো পিটিশন দাখিলের খবর পাওয়া যায়নি। এই মুহুর্তে আপনার কি মনে হয়, সরকার কি ডিএ দেবে, নাকি চ্যালেঞ্জ করবে। নিচে অবশ্যই কমেন্ট করে জানাবেন।
Written by Rajib Ghosh.
এক পলকে বিদ্যুৎ বিলের খরচ হবে শূন্য, আজই লাভ ওঠান এই সরকারি প্রকল্পের।
Let us be alert it may be calm before
storm.
Let not the rope of law be loosened
অবসরপ্রাপ্ত শিক্ষক দের কি বকেয়া কিছু জুটবে?
It is my thaught that now a days DA and Pension must not be entitled for the Government Employees because of high pay packeges given since the year of 2006. Hon’ble High Court at Calcutta shoùld think of that. Moreover, the Pay Packages and Pensions should stop for the Hon’ble M.Ps & MLAs because they are serving voluntarily for the welfare of People of India. They are not Selected, rather they are Elected only.
Pensioner ra ki paben
দেবে 100%
I don’t know.
আলোচনাই সার । DA- Due All-Time .
Rajjya sarkari karmocharider D.A. darkar nei, but, rajjyer sakol montri o neta,netrider sab rakam allowence o govt. Vehicle,flight,phone er bill, and
there all expenditure bandho kore deoa hok. Because, it is voluntary service.
Sure