Coin for Sale – পুরাতন নোট কয়েন কেনাবেচার সঠিক উপায়।
কথায় আছে OLD IS GOLD, হ্যা কথাটি সত্য। তাই তো আজ ২ টাকার পুরানো কয়েন বিক্রি (Coin for Sale) হয় ২ লক্ষ টাকায়। সম্প্রতি পুরানো নোট বা কয়েন কেনা বেচায় বেশ আগ্রহ তৈরি হয়েছে কয়েন বা নোট প্রেমীদের মধ্যে। আবার সঠিক ভাবে না জেনে বিক্রি করতে গিয়ে বা কিনতে গিয়ে প্রতারিতও হতে হচ্ছে। তাই আসুন আজ এই ধরণের কেনা-বেচা নিয়ে জেনে নেই।
একাধিক অনলাইন ওয়েবসাইট পুরাতন নোট এবং কয়েন কেনা বেচা করে (Old Notes and Coin Selling)। সেখানের শর্তাবলী পুরন করে নোট বা কয়েন বিক্রয় (Coin for Sale) করে আপনি পেতে পারেন মোটা অঙ্কের টাকা। যেমন ধরুন, আপনি ১ টাকার পুরানো কয়েন বিক্রি করতে চাচ্ছেন। সেক্ষেত্রে পুরাতন ১ টাকার কয়েনের কি থাকতে হবে?
সোশ্যাল মিডিয়ায় একটু চোখ দিলেই পুরোনো কয়েন কিংবা নোট কেনাবেচার (Coin for Sale) খবর নিশ্চয় আপনার চোখে পড়েছে। পড়তে বাধ্য , কারন এখন সোশ্যাল মিডিয়াতে এই খবর বিরাজ করছে সর্বদা। পুরোনো কয়েন কিংবা নোট থাকার কারনে, ভুয়ো খবর দেখে লাখপতি হওয়ার স্বপ্নও হয়তো দেখতে শুরু করেছেন অনেকেই।
পুরানো মুদ্রার কেনা-বেচা (Coin for Sale) কোথায় করবেন? এটা একটা গুরুত্বপূর্ন প্রশ্ন। কারন ইদানিং কয়েন কেনা-বেচা নিয়ে একাধিক প্রতারণার ঘটনা সামনে এসেছে। তাই সাবধান। বিশ্বস্ত প্রতিষ্ঠান থেকে কয়েক কেনাবেচা করা উচিৎ।
আপনি একটি পুরোনো ৫ টাকার নোটের বিনিময়ে ৩৫ হাজার টাকা ২ লক্ষ টাকা পেতে পারেন। এরজন্য লাগবে একটি ইউনিক ৫ টাকার নোট। এই নোটের বৈশিষ্ট্য হলো এই নোটে ৭৮৬ লেখা থাকতে হবে এছাড়া এর রঙ হতে হবে সবুজ। পাশাপাশি এই নোটে একটি ট্রাক্টরের ছবিও থাকতে হবে। (Coin for Sale)
সম্প্রতি রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া (RBI) এর তরফ থেকে একটি ঘোষণা করা হয়েছে। যেখানে এই পুরোনো ৫ টাকার নোটকে ‘এক্সট্রিমলি রেয়ার নোটস’ হিসেবে ঘোষণা করা হয়েছে। আপনার কাছে যদি এই ধরনের নোট থাকে তাহলে আপনি খুবই ভাগ্যবান হতে পারেন। (Coin for Sale)
আরও পড়ুন, পুরাতন নোটে এই নম্বর থাকলে, বিক্রি করলেই পাবেন অন্তত 1 লক্ষ টাকা।
স্বাধীনতার আগের ২ টাকার কয়েনে রানি ভিক্টোরিয়া ছবি থাকা রুপোর কয়েনের মূল্য নির্ধারিত হয়েছে ২ লক্ষ টাকা ৷ ১৯১৮ সালে জর্জ কিং এম্পেররের ছবি যুক্ত ব্রিটিশ কয়েনের বাজার মূল্য ৯ লক্ষ টাকা পর্যন্ত হয়েছে ৷ পুরানো ২ টাকার কয়েন বিক্রি করে পেতে পারেন লক্ষাধিক টাকা। একসঙ্গে ৫ লক্ষ টাকা জেতার সুযোগ পেয়ে যেতে পারেন।
সম্প্রতি অনলাইনে পুরনো কয়েন অথবা নোট বিক্রি করে লাখপতি হওয়ার দুর্দান্ত সুযোগ সামনে এসেছে। এখানে একমাত্র শর্ত হল কয়েনটি হতে হবে ১৯৯৪, ১৯৯৫, ১৯৯৭ এবং ২০০০ সিরিজের। সেই কয়েনের (Coin for Sale) পিছন দিকে ভারতের তেরঙা। Quikr-এ এই বিশেষ ধরণের কয়েনটি বিক্রির একটি বিজ্ঞাপন দেওয়া হয়েছে।
তবে পুরানো টাকা-পয়সা কেনা-বেচার ক্ষেত্রে সতর্ক করল রিজার্ভ ব্যাঙ্ক! আজকাল সোশ্যাল মিডিয়ায় পুরানো নোট এবং কয়েন কেনা-বেচা নিয়ে অনেক ধরনের খবর বা পোস্ট কম বেশি চোখে পড়ে সোশ্যাল মিডিয়া ব্যবহারকারীদের । খবর বা পোস্টে বলা হয়ে থাকে যে , ‘যদি আপনার কাছে এমন কোনও পুরনো মুদ্রা বা নোট থাকে, তাহলে আপনি লক্ষাধিক টাকা পেতে পারেন!’ আর এই প্রলোভনে পা দিয়ে প্রতারিত হয়েছেন অনেকেই। তবে এই সমগ্র বিষয় নিয়ে রিজার্ভ ব্যাঙ্ক সম্প্রতি টুইট করে দেশের নাগরিকদের সাবধান করেছে।
রিজার্ভ ব্যাঙ্ক টুইট করে তার বিবৃতিতে সাধারণ মানুষকে এই ধরনের ভুয়া ও প্রতারণামূলক চক্রের ফাঁদে না পড়ার পরামর্শ দিয়েছে। এর আগেও, বিভিন্ন সময়ে, RBI গ্রাহকদের এই ধরনের জালিয়াতি চক্র থেকে দূরে থাকতে সতর্কতা জারি করেছে। রিজার্ভ ব্যাঙ্ক তার টুইট করে সতর্ক বার্তায় জানিয়েছে যে, পুরনো টাকা বা কয়েন বিক্রির মতো কোনও লেনদেনে এখনও অনুমোদিত নয়।
সম্প্রতি অনলাইনে অনেক ওয়েবসাইট আছে যেখানে পুরোনো করেন বা নোট কেনা বেচা (Coin for Sale) হয়। আর এইরকম একটি ওয়েবসাইট হলো কুইকার বা কয়েন বাজার। এখান থেকে আপনি পুরোনো নোট বা কয়েন বিক্রি করে লক্ষ লক্ষ টাকা আয় করতে পারেন। এরজন্য আপনাকে প্রথমে এই ওয়েবসাইটে গিয়ে আপনার একাউন্ট তৈরি করতে হবে।
এরপর আপনার কয়েন বা নোটটি ছবি তুলে আপলোড করে দিতে হবে। সেটি দেখে কেউ কিনতে ইচ্ছুক হলে আপনার সাথে যোগাযোগ করতে পারবে। এরপর আপনি আপনার নোটের রেট ঠিক করে তার সাথে কেনা বেচা করতে পারবেন। তবে নিশ্চয় সাবধানতা অবলম্বন করে। এমন সব আপডেট পেতে আমাদের সাথে থাকুন। ধন্যবাদ।
Written by Mukta Barai.
Hi
6294651937
RAHUNAMIN MOLLA
, আমার অনেক আছে আপনি আপনার নিজের মোবাইল নাম্বার আমার email পাঠান
Mere pass purane sikke bahut hai matlab ki 25 hoga to ise net change karna chahti hun
Amar kaca amon note ar coin ace procur…
Bohuth hay mere 20 paysa 25 paysa 1 rupees
Mere pass 16 pic hay
Bohot purana coin
Cont no 8145865170
Old coin sold