Bank Balance – হাতে থাকা মোবাইল ফোন দিয়ে আপনার ব্যাংক একাউন্টের ব্যালেন্স চেক করুন, দেখেনিন সম্পূর্ণ পদ্ধতি।

অনেকেই আছেন যারা এখনো মোবাইলের মাধ্যমে ব্যাংকের ব্যালেন্স (Bank Balance) চেক করতে জানেন না। যে কারণে তাদের বার বার ব্যাংকে ছুটে যেতে হয় পাসবুক আপডেট করার জন্য কিংবা এটিএম-এ যেতে হয় ব্যালেন্স জানানর জন্য। তবে প্রত্যেকটি ব্যাংকের একটি নির্দিষ্ট নম্বর রয়েছে যে নম্বরে কল করে বা এসএমএস পাঠিয়ে বাড়িতে বসেই আপনার হাতে থাকা মোবাইল দিয়ে আপনার ব্যাংকের ব্যালেন্স চেক করতে পারবেন। মোবাইল ব্যবহার করে PNB, SBI, HDFC, BOB, BOI-এর মতো ব্যাংকের ব্যালেন্স (Bank Balance) চেক করার সহজ পদ্ধতি জেনে নিন।

Advertisement

Check Your Bank Balance with your mobile phone

এবার দেখে নেওয়া যাক আপনি কিভাবে আপনার হাতে থাকা মোবাইল ফোন দিয়ে আপনার ব্যাংক একাউন্টের ব্যালেন্স চেক করতে পারবেন।

Advertisement

SBI-র ব্যালেন্স চেক: আপনি যদি এসবিআই এর গ্রাহক হন তবে 1800 1234/ 1800 2100/ 09223766666 নম্বরে কল করে ব্যালেন্স চেক করতে পারবেন। এই নম্বরে কল করার পর মোবাইলে একটি মেসেজের মাধ্যমে ব্যালেন্স জানিয়ে দেওয়া হবে। এছাড়া যদি এসএমএসের মাধমে ব্যালেন্স চেক করতে চান, তবে 09223766666 নম্বরে “BAL” লিখে এসএমএস করলে ব্যালেন্স জানিয়ে দেওয়া হবে।

BOB-র ব্যালেন্স চেক: BOB-র গ্রাহকেরা রেজিস্টার নম্বর থেকে 9223766666 নম্বরে কল বা এসএমএস পাঠিয়ে ব্যালেন্স জানতে পারবেন। এসএমএস-র মাধ্যমে ব্যালেন্স জানার জন্য উক্ত নম্বর “BAL” লিখে পাঠাতে হবে। এছাড়া মিনি স্টেটমেন্টের জন্য উক্ত নম্বরে “MSTMT” লিখে মেসেজ করতে হবে।

Advertisement
লটারি জেতার গোপন কৌশল (Lottery Tips in Bangla)

PNB-র ব্যালেন্স চেক: পিএনবির গ্রাহকেরা 5607040 নম্বরে “BAL (১৬ সংখ্যার অ্যাকাউন্ট নম্বর)” লিখে এসএমএস করলে ব্যালেন্স জানতে পারবেন। এছাড়া 18001802223, 0120-2303090 এই নম্বরে ডায়াল করলেও ব্যালেন্স জানা যাবে।

Advertisement

HDFC-র ব্যালেন্স চেক: রেজিস্টার মোবাইল নম্বর থেকে 5676712-এ “BAL” লিখে মেসেজ করলে কিংবা 1800-270-3333 নম্বরে ডায়াল করেও আপনি আপনার অ্যাকাউন্টের ব্যালেন্স চেক করতে পারবেন।

Advertisement

ICICI-র ব্যালেন্স চেক: আইসিআইসিআই ব্যাংকের গ্রাহকেরা রেজিস্টার মোবাইল নম্বর থেকে 9594 612 612 নম্বরে কল করে কিংবা 9215676766 নম্বরে “IBAL” লিখে মেসেজ করলে অ্যাকাউন্টের ব্যালেন্স (Bank Balance) জানা যাবে।

BOI-র ব্যালেন্স চেক: এই ব্যাংকের গ্রাহকেরা রেজিস্টার মোবাইল নম্বর থেকে 9266135135 নম্বরে ডায়াল করে ব্যালেন্স জানতে পারবেন। এছাড়া 9810558585-এ “TRANS<৪-সংখ্যার OTP>” লিখে মেসেজ করলে ব্যালেন্স জানা যাবে।

Advertisement

আরোও পড়ুন » SBI ATM Services – স্টেট ব্যাংক গ্রাহকদের জন্য বিরাট সুখবর। দুয়ারে ATM পরিষেবা চালু। কি কি সুবিধা পাবেন জেনে নিন।

Central Bank-র ব্যালেন্স চেক: এই ব্যাংকের গ্রাহকেরা 95552 44442 ট্রোল ফি নম্বরে মিসড কল দিয়ে ব্যালেন্স জানতে পারবেন। এছাড়া 99675-33228 নম্বরে “BALAVL <A/c No> <MPIN>” লিখে মেসেজ করলেও এসএমএসের মাধ্যমে অ্যাকাউন্টের ব্যালেন্স জানতে পারা যাবে।

Axis Bank-র ব্যালেন্স চেক: 08049336262 নম্বরে একটি ডায়াল করার মাধ্যমে আপনি আপনার ব্যাংকের ব্যালেন্স জানতে পারবেন। অন্যদিকে 9717000002 নম্বরে “BALANCE” লিখে মেসেজ করলে এসএমএসের মাধ্যমে ব্যালেন্স জানতে পারা যাবে।

Advertisement

আরও পড়ুন » Post Office Scheme – পোস্ট অফিসের কোন স্কিমে টাকা রাখলে করলে বেশি রিটার্ন পাবেন, বিনিয়োগ করার আগে অবশ্যই জেনেনিন।

উপরুক্ত ব্যাংকগুলো ছাড়াও যদি আপনার অন্য কোন ব্যাংকে একাউন্ট থেকে থাকে তাহলে আপনি ওই ব্যাংকের অফিসিয়াল ওয়েবসাইট থেকে ওই ব্যাংকের ব্যালেন্স (Bank Balance) চেক করার টোল ফ্রি নাম্বার পেয়ে যাবেন।

শেয়ার করুন: Sharing is Caring!

Leave a Comment