Advertisement
Bsnl 1 Year Recharge Plan (মোবাইল রিচার্জ অফার)
Advertisement

বিগত কয়েক মাস ধরে ক্রমাগত রিচার্জের দাম বৃদ্ধি পাওয়ায় কার্যত গ্রাহকের পকেটে টান পড়েছে। এই সময়ে 1 Year Recharge Plan বা এক বছরের জন্য অগ্রীম রিচার্জ করলে দুই দিক দিয়ে সুবিধা পাবেন।
প্রথমত, তাতে কমপক্ষে ২ মাসের সাশ্রয় হবে। অর্থাৎ বর্তমান প্ল্যানে ১ মাসের জন্য যে টাকা লাগে, তার ৯ বা ১০ গুন টাকা দিলেই সারা বছরের রিচার্জ করতে পারবেন।
দ্বিতীয়ত, আগামী ৬ মাস পর একাধিক বার রিচার্জের দাম বাড়তে পারে, তাই বেশি ভ্যালিডিটির রিচার্জ করলে আপনার সাশ্রয় বেশি হবে। এবার দেখে নিন, বর্তমানে সবচেয়ে সস্তার 1 Year Recharge Plan কি আছে?

Advertisement

ফাইভ-জি নেটওয়ার্ক পরের কথা, এখনো পর্যন্ত ফোরজি নেটওয়ার্কের পরিষেবাই দিতে পারেনি সংস্থাটি। কিন্তু তবুও ইউজারদের সবচেয়ে কম খরচে টেলিকম পরিষেবা দেওয়ার ক্ষেত্রে নিয়মিত জোর লড়াই দিয়ে চলেছে রাষ্ট্রায়ত্ত টেলিকম সংস্থা ভারত সঞ্চার নিগম লিমিটেড (Bharat Sanchar Nigam Limited) বা BSNL. চলতি বছরে প্রজাতন্ত্র দিবস উপলক্ষে বিগ রিপাবলিক ডে অফার Big Republic Day Offer হিসাবে এক চমকপ্রদ রিচার্জ প্ল্যান নিয়ে এসেছে বিএসএনএল। যে 1 Year Recharge প্ল‍্যানে BSNL গ্রাহকরা প্রতিদিন ২ GB করে ইন্টারনেট ডেটা Internet Data পাবেন।

Advertisement

দেশের অন্যান্য টেলিকম সংস্থাগুলি ইতিমধ্যেই 5G নেটওয়ার্ক 5G Network পরিষেবা বেশ কিছু নির্দিষ্ট শহরে চালু করে ফেলেছে। কিন্তু সেখানে এখনো পর্যন্ত 4G সার্ভিস 4G চালু করতে পারেনি বিএসএনএল।
রাষ্ট্রায়ত্ত টেলিকম সংস্থা বিএসএনএল 4G পরিষেবা নিয়ে আসার জন্য যথেষ্ট চেষ্টা চালাচ্ছে। চলতি বছরের দ্বিতীয়ার্ধে ফোর জি সার্ভিস চালু করতে পারে বিএসএনএল BSNL.

Advertisement

সম্প্রতি কেন্দ্রীয় বাজেটে 4G এবং 5G এর লিগ‍্যাসি নেটওয়ার্কগুলিকে আপডেট করার জন্য বি এস এন এল BSNL এবং এমটিএনএল MTNL মহানগর টেলিফোন নিগম লিমিটেডকে Mahanagar Telephone Nigam Limited ৫২ হাজার ৯৩৭ কোটি টাকা অনুদান দেওয়ার কথা জানিয়েছে কেন্দ্রীয় সরকার। তবে কবে নাগাদ বিএসএনএলের 4G এবং 5G পরিষেবা চালু হবে সেটা এখনো জানা যায়নি।

Minimum Airtel Recharge Plans rs 155 (এয়ারটেল রিচার্জ প্লান)

BSNL 1 Year Recharge Plan

BSNL প্রজাতন্ত্র দিবস উপলক্ষে 1 Year Recharge বিগ রিপাবলিক ডে অফার Big Republic Day Offer হিসেবে যে রিচার্জ প্ল্যান নিয়ে এসেছে সেই প্ল্যান সম্বন্ধে একবার বিস্তারিত দেখে নেওয়া যাক।
BSNL 1 Year Recharge 797 টাকার প্রিপেইড প্ল্যান:
BSNL ইউজাররা যেকোনো নেটওয়ার্কে এই প্ল্যান নিলে আনলিমিটেড ভয়েস কলিং, প্রতিদিন ১০০ টি করে এসএমএস এবং প্রতিদিন ২ জিবি করে ইন্টারনেট ডেটা খরচ করতে পারবেন। নির্ধারিত ডেটা শেষ হয়ে গেলে ইন্টারনেট স্পিড কমে ৪০ কেবিপিএস হবে। বিএসএনএল BSNL এর এই প্ল‍্যানের দাম ৭৯৭ টাকা।

EK24 News

জিও লঞ্চ করলো 3 টি সাশ্রয়ী প্ল্যান – অফুরন্ত ইন্টারনেট, SMS আর কলিং! ক্লিক করে জেনে নিন।

যে সমস্ত অফার এই রিচার্জ প্ল‍্যানে দেওয়া হচ্ছে, সেগুলি ৬০ দিনের জন্য পাওয়া যাবে। মোট ১২০ GB Data ব্যবহার করতে পারবেন গ্রাহকরা।
এবার ৬০ দিন সময়সীমা চলে যাওয়ার পরে বিএসএনএলের গ্রাহকদের Outgoing Call এবং SMS করার জন্য ফোনে ব্যালেন্সের দরকার হবে। এই প্ল‍্যানের সুবিধাটি হল ৩৬৫ দিনের ভ্যালিডিটি পাওয়া যাবে। বিএসএনএল এর নম্বর সেকেন্ডারি সিম হিসেবে যারা ব্যবহার করেন, তারা সারা বছর নম্বরটিকে চালু রাখার জন্য এই Plan রিচার্জ করতে পারেন। একবার রিচার্জ করলে সারা বছর নিশ্চিন্ত থাকা যাবে।
Written by Rajib Ghosh.

Advertisement
Advertisement
Advertisement

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Advertisement