Advertisement
Cheapest and Best Health insurance Policy
Advertisement

নিজের ও পরিবারের সুরক্ষার জন্য Insurance Policy করা অত্যন্ত জরুরী। আর বিভিন্ন ধরনের Insurance Policy হয়। হেলথ ইন্সুরেন্স, লাইফ ইনসিওরেন্স, ট্রাভেল ইনসিওরেন্স প্রভৃতি। আর নিরাপদে ভ্রমনের জন্য ট্রাভেল ইনসিওরেন্স করা অত্যন্ত জরুরী।

Advertisement

পরিবহন মাধ্যম যেমন, ট্রেন, বিমান ইত্যাদি যাত্রী নিরাপত্তা সুনিশ্চিত করতে যাত্রীদের Insurance Policy বিমা দিয়ে থাকে। ভারতীয় রেলওয়ে খুবই সামান্য মূল্যে যাত্রী বিমা দেয়। কিন্তু আপনি জানেন কী, কিভাবে এই বিমা করতে হয়? এই প্রতিবেদনে আমরা এই বিষয়ে বিস্তারিত জানাব।

Advertisement

Travel Insurance Policy

রেলের থেকে প্রাপ্ত তথ্যনুযায়ী, আপনি যখন রেলওয়ের ওয়েবসাইট অর্থাৎ IRCTC, অ্যাপ বা যেকোনো অনলাইন প্ল্যাটফর্মের মাধ্যমে ট্রেনের টিকিট বুক করেন, তখন সেখানেই ট্রাভেল ইন্স্যুরেন্সের (Travel Insurance Policy) অপশনটি দেখা যায়।
এছাড়া রেলের অফলাইন টিকিট কাউন্টার থেকে টিকিট কাটলে ফর্মের আকারে এই বীমাটি নিতে পারেন আপনি।

Advertisement

একদম বিনামূল্যে নেট ও কেবল টিভি কানেকশন দিচ্ছে Jio, ফ্রিতে যত খুশি ডেটা ব্যাবহার করুন, টিভি, ওয়েবসিরিজ

১ টাকা বা অনেক সময় তারও কম দামে বীমার সুবিধা দেয় ভারতীয় রেল। বেশিরভাগ মানুষ টিকিট বুক করার সময় এই বিষয়টি মাথায় রাখেন না এবং সুবিধাও পান না। তাই এবার থেকে রেলের টিকিট বুক করার সময় অবশ্যই এটি মাথায় রাখবেন, কারণ টিকিট বুক করার সময় এই একটি ছোট কাজ আপনাকে ভবিষ্যতে অনেক বড় সুবিধা দিতে পারে।

ঠিক কী কী সুবিধা পাওয়া যায় এই বিমার থেকে?
যাত্রীরা ট্রেনে ভ্রমণকালীন অবস্থায় মারা গেলে, কিম্বা অঙ্গহানি ঘটলে, Insurance Policy বীমা কোম্পানি তার পরিবারকে ১০ লাখ টাকা পর্যন্ত আর্থিক সহায়তা দেয়। সেইসাথে অঙ্গহানি হলে ১০ লাখ টাকা ক্ষতিপূরণ হিসেবে দেয় রেল। অন্যদিকে, আংশিক অক্ষম হলে দেওয়া হয় ৭ লক্ষ ৫০ হাজার টাকা। গুরুতর জখম হলে মিলবে ২ লক্ষ টাকা এবং সামান্য আহত হলে ১০,০০০ টাকা দেওয়া হয় রেলের তরফে।

EK24 News

দেশে ডিজিটাল রুপি চালু হল, কোন কাজে ব্যবহার করা যাবে?

তাই নিজের ও পরিবারের সুরক্ষার জন্য অবশ্যই বীমা করাবেন। আপনার কতামত নিচে কমেন্ট করুন। এবং অন্যদের শেয়ার করুন।
Written by Antara Banerjee.

Advertisement
Advertisement
Advertisement

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Advertisement