কেবল টিভি নিয়ে চালু হচ্ছে নতুন নিয়ম, এবার থেকে এই নিয়মে দেখতে হবে টেলিভিশন।
বর্তমানে মোবাইলের বাড়বাড়ন্ত হলেও গতানুগতিক কেবল টিভি দেখার রেওয়াজটা কিন্তু কমে যায়নি। বাচ্চা থেকে বুড়ো সে সিরিয়াল হোক কিম্বা খবর, খেলা হোক কিম্বা সিনেমা, সমলেই কমবেশি টিভি দেখে। কিন্তু কয়েক বছরে কেবল টিভি দেখার খরচ যেভাবে বেড়েছে, তাতে অনেকেই টাকা দিয়ে সমস্ত চ্যানেল দেখতে পান না।
আপনাদের নিশ্চয়ই মনে আছে আগে, ৮০ থেকে ১০০ টাকায় ১৫ থেকে ২০ টি চ্যানেল দেখা যেত, যেগুলো সবকটিই দেখার মতো ছিলো। কিন্তু এখন কেবল টিভিতে অনেক হাবিজাবি চ্যানেল আছে যেগুলো কেউ খুলেও দেখে না। কিন্তু তার জন্য গুনতে হয় বাড়তি টাকা। এমনকি অন্য ভাষা না জানলেও সেই ভাসার চ্যানেল ফ্রি প্যাকেজ বলে নিতে হয়। তবে এটা মাথায় রাখবেন ফ্রি বলে কিছু হয়না। ফ্রি দেওয়া মানে টাকা দিয়ে বাধ্যতামুলকভাবে গছিয়ে দেওয়া।
লাগামছাড়া মূল্যবৃদ্ধি চলছে দেশজুড়ে। সাধারণ মানুষের একেবারে নাজেহাল অবস্থা। তার উপরে বেকারত্ব বাড়ছে। মূল্যবৃদ্ধি রুখতে একাধিকবার রেপো রেট বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে রিজার্ভ ব্যাংক। কিন্তু তারপরেও বিভিন্ন রিপোর্ট থেকে জানা গিয়েছে, মানুষের কোনো সুরাহা হয়নি। মূল্যবৃদ্ধি রোখা সম্ভব হচ্ছে না। তবে এরকম একটা পরিস্থিতিতে দেশের সাধারণ মানুষের জন্য একটু হলেও কেবল টিভি নিয়ে স্বস্তির খবর রয়েছে।
বাড়িতে কেবল টিভি বা টেলিভিশন নেই এরকম বাড়ি খুঁজে পাওয়া মুশকিল। জরুরী খবর দেখাই হোক কিংবা পছন্দের সিনেমা দেখা, খেলা দেখাই হোক কিংবা শিশুদের জন্য কার্টুন চ্যানেল, বিনোদনের অধিকাংশটাই মানুষ এই টেলিভিশনের মাধ্যমেই দেখে থাকেন। ফলে সেই টেলিভিশনের খরচ যদি তুলনামূলকভাবে কমতে থাকে তাহলে সেটি যথেষ্টই ভালো খবর।
মহিলারা পাচ্ছেন বিনামূল্যে সেলাই মেশিন, কিভাবে আবেদন জানতে হবে?
এবার টিভি দেখার খরচ অনেকটাই কমতে চলেছে। Telecom Regulatory Authority of India (TRAI) এই বিষয়ে এক নির্দেশিকা জারি করে জানিয়েছে।
নির্দেশিকায় কি রয়েছে:
TRAI- এর সিদ্ধান্তের ফলে DTH এবং কেবল টিভির গ্রাহকেরা যথেষ্ট স্বস্তি পেতে চলেছেন। যে নির্দেশিকা জারি করা হয়েছে, সেখানে জানা যাচ্ছে, ১৯ টাকা বা তার কম দামের সমস্ত টেলিভিশন চ্যানেলকে একটি তালিকার (Bouquet) মাধ্যমে সামিল করা হবে।
রিপোর্ট করতে হবে:
TRAI- এর নির্দেশিকা অনুযায়ী, ব্রডকাস্টারদের চ্যানেল, চ্যানেলের এমআরপি এবং চ্যানেলের বোকে কাঠামোগত কোনো পরিবর্তন করতে হলে ১৬ই ডিসেম্বরের মধ্যে সেই বিষয়ে রিপোর্ট করতে হবে।
কতটা ছাড় দেওয়া যাবে:
TRAI জানাচ্ছে, বোকের মূল্য নির্ধারণ করার সময় এর অন্তর্ভুক্ত পেড চ্যানেলগুলির এমআরপির মূল্য থেকে সম্প্রচারকারীরা সর্বোচ্চ ৪৫% পর্যন্ত ছাড় দিতে পারে।
TRAI-এর নিয়ম কবে থেকে কার্যকর হবে:
আগামী ১ ফেব্রুয়ারি ২০২৩ থেকে TRAI- এর এই নতুন নির্দেশিকা কার্যকর হবে। সমস্ত চ্যানেলগুলিকে এইটা নিশ্চিত করতে হবে, ১ ফেব্রুয়ারির পরে সমস্ত গ্রাহকরা যাতে তাদের পছন্দের চ্যানেল বা বোকে অনুসারে পরিষেবা পেতে পারেন।
সকল SBI গ্রাহকদের নম্বর বদল, আজই আপডেট করুন, তার আগে জেনে নিন কি করতে হবে।
এতে গ্রাহকের কি লাভ?
এতে চ্যানেলের দাম হয়তো কোম্পানী বাড়িয়ে দিতে পারে। তবে আপনি যেকটা চ্যানেল আপনি দেখতে চান, তারচেয়ে বেশি আপনাকে দেওয়া যাবে না। এতে মোট খরচ কমে যাবে। আপডেট আসছে।
Written by Rajib Ghosh.