এবছর যারা মাধ্যমিক পাশ করেছে, তাদের জন্য আজ দুটি দারুন ঘোষণা করলেন রাজ্যের মুখ্যমন্ত্রী – Madhyamik Result Breaking News

Madhyamik Result – মাধ্যমিক পাশ পড়ুয়াদের জন্য দারুন ঘোষণা।

ইতিমধ্যে মাধ্যমিক পরীক্ষার ফল (Madhyamik Result) প্রকাশিত হয়েছে। ২০২০ সালের তুলনায় পাশের হার ও খানিকটা বেড়েছে। এবারে পাশের হার ৮৬.৬০%। পাসের হারে শীর্ষে পূর্ব মেদিনীপুর(৯৭.৬৩ শতাংশ)। স্কুলে স্কুলে শুরু হবে একাদশে ভর্তি। আর এরি মধ্যে মুখ্যমন্ত্রীর নির্দেশে, উচ্চমাধ্যমিক সংসদের তরফে ঘোষণা করা হয়েছে নয়া নির্দেশিকা।

Advertisement

সেখানে স্পষ্ট নির্দেশ দেওয়া হয়েছে, কোনও পড়ুয়া যদি বিজ্ঞান ভিত্তিক বিষয় নিয়ে পড়াশোনা করতে চায়, তা হলে মাধ্যমিকে সেই বিষয়ে কত পেতে হবে তাকে। এবার থেকে ৩৫ শতাংশ নম্বর পেলেই বিজ্ঞানের (science) বিষয় নিয়ে পড়তে পারবেন পড়ুয়ারা। কাউন্সিলের পক্ষ থেকে যে নোটিশ জারি করা হয়েছে, তাতে বলা হয়েছে, কেউ যদি উচ্চমাধ্যমিক স্তরে অঙ্ক (mathematics) নিয়ে পড়াশোনা করতে চায়, তা হলে তাকে(Madhyamik Result) মাধ্যমিক স্তরের অঙ্কে ৩৫ শতাংশ নম্বর পেতে হবে।

Advertisement

এছাড়া যদি কেউ জীববিদ্যা বিষয়ে পড়াশোনা করতে চায়, তা হলে মাধ্যমিক স্তরের জীবন বিজ্ঞানে তাকে পেতে হবে ৩৫ শতাংশ। পদার্থবিদ্যা (physics) ও রসায়নে (chemistry) যদি কেউ উচ্চমাধ্যমিক স্তরে পড়াশোনা করতে চায়, তা হলে মাধ্যমিক স্তরে তাকে ভৌত বিজ্ঞানে পেতে হবে ৩৫ শতাংশ নম্বর। আগে উচ্চ মাধ্যমিকে সায়েন্স পড়ার জন্য সায়েন্স সাবজেক্টে ন্যূনতম ৪৫ শতাংশ নম্বর পেতে হতো। Madhyamik Result

প্রসঙ্গত, আগামী ১০ জুন উচ্চ মাধ্যমিকের ফল ঘোষণা করা হবে। ফলাফল জানা যাবে http://wbresults.nic.in-এই ওয়েবসাইটে। এছাড়া এসএমএস করেও জানা যাবে ফলাফল। মেসেজ করতে হবে ৫৬৭৬৭ ও ৫৬৭৬৭৫০ নম্বরে। লিখতে হবে এভাবে- WB12<স্পেস> রোল নম্বর। Madhyamik Result

Advertisement

উল্লেখ্য, মাধ্যমিকে অনেক নম্বর পেয়েও বহু ছাত্রছাত্রী উচ্চ মাধ্যমিকে সায়েন্স আগ্ৰহী নয়। পরিসংখ্যানে বলছে, মাধ্যমিকে ভালো ফল করার পরও উচ্চ মাধ্যমিকে সায়েন্স পড়তে চায় মাত্র ১০ শতাংশ পড়ুয়া। তাই ইচ্ছে থাকলে আর ৩৫% নম্বর থাকলেই সায়েন্স নিয়ে পড়ায় আর কোনো বাধা রইল না। বিজ্ঞান বিষয় নিয়ে উচ্চশিক্ষার জন্য ছাত্র-ছাত্রীদের উৎসাহ দিতে সংসদের তরফে এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে মনে করছেন বিশেষজ্ঞদের একাংশ। Madhyamik Result

Advertisement

 মাধ্যমিকের পর কি বিষয়ে পড়া যায় তা নিয়ে চিন্তিত? চিন্তা দূর করতে দেখুন

মাধ্যমিক পাশ করা পরীক্ষার্থীদের জন্য আরও একটা সুখবর শোনাল উচ্চ শিক্ষা সংসদ। বাড়ানো হল একাদশের আসন সংখ্যা! উচ্চ শিক্ষা সংসদ, স্কুল প্রধানদের বিজ্ঞপ্তি দিয়ে এই কথা জানিয়ে দিয়েছে। বলা হয়েছে, ২০২২-২৩ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে ভর্তির ক্ষেত্রে সর্বোচ্চ আসন সংখ্যা ২৭৫ থেকে বাড়িয়ে ৪০০ করা হল। অর্থাৎ স্কুলগুলি এবার থেকে সর্বাধিক ৪০০ জনকে ভর্তি নিতে পারবে একাদশ শ্রেণিতে।
Written by Rupa Dutta

Advertisement

আগামী সপ্তাহে খুলছে স্কুল, পুজোর ছুটি কমানোর প্রস্তাব।

Leave a Comment