বর্তমানে মোবাইল রিচার্জের দাম চরচড়িয়ে বেড়েছে। তার মধ্যে সবচেয়ে জনপ্রিয় বা Best Recharge Plans নিয়ে আজকের এই প্রতিবেদন। এখানে ভারতের সবচেয়ে জনপ্রিয় কোম্পানী Jio AirTel VI তিনটি ক্ষেত্রেই রিচার্জ প্ল্যান দেখে নিন। এবং একই পরিষেবা দিয়ে কে বেশি সস্তায় দিচ্ছে, জেনে নিন।
একে তো বাজার দোকানে গিয়ে জিনিসে হাত দেওয়া যায় না, যেন আগুনের ছ্যাকা লাগছে, চড়চড় করে দাম বাড়ছে নিয়মিত, আর তার উপরে রান্নার গ্যাসের দাম (LPG Cylinder) যেন প্রতিযোগিতা করে বেড়ে চলেছে। ফলে দেশের সাধারণ মানুষের একেবারে নাজেহাল অবস্থা। আর এর মধ্যে এখন সবচেয়ে প্রয়োজনীয় যে জিনিসটি মানুষের সব সময় দরকার পড়ে, সেই মোবাইল ফোনের রিচার্জের খরচও (Best Recharge Plans) ঊর্ধ্বমুখী। সমস্ত মানুষই মোবাইল রিচার্জ করার আগে খোঁজখবর নিতে থাকেন,
কোন কোম্পানির সস্তায় Best Recharge Plans রয়েছে?
বর্তমানে মোবাইল ফোন এখন আর বিলাসিতার দ্রব্য নয়। সবচেয়ে প্রয়োজনীয় এবং গুরুত্বপূর্ণ একটি ইলেকট্রনিক ডিভাইস। শুধু ফোনে কথা বলাই নয়, রান্নার গ্যাস বুকিং থেকে বাচ্চার পড়াশোনা, অফিসের কাজ থেকে হিসাব নিকাশ বিভিন্ন কাজে মোবাই ফোন ব্যবহার হয়। আর অনেকের তো মোবাইলের মাধ্যমেই Online Earning বা রোজগার করে থাকেন। আর তাই ক্ষমতা এবং সামর্থ্য অনুযায়ী মোবাইল ফোনের রিচার্জ (Best Recharge Plans) করে থাকেন প্রায় প্রত্যেকটি মানুষ। সে ক্ষেত্রে সস্তার রিচার্জ প্ল্যানের (Best Recharge Plans) খোঁজ করতে থাকেন সবাই।
এখানে Airtel, Jio এবং VI-এর ৩ টি সবচেয়ে সস্তার রিচার্জ প্ল্যান সম্বন্ধে বিস্তারিত দেওয়া হবে। যেখানে খুবই কম মূল্য দিয়ে রিচার্জ করেও মোবাইল ফোন ব্যবহার করতে পারবেন। এবার দেখে নেওয়া যাক, ৩ টি কোম্পানির সবচেয়ে সস্তার কি কি রিচার্জ প্ল্যান রয়েছে:
Jio এর ৭৫ টাকার Recharge Plan
জিওর এই প্ল্যানটির ভ্যালিডিটি ২৩ দিনের। জিওর এই প্ল্যান সবচেয়ে সস্তা। এতে মোট ২.৫ GB Internet Data পাওয়া যাবে। বাড়তি ২০০ এমবি ডেটা পাওয়া যাবে। এবং অফুরন্ত কলিং এর সুবিধা পাবেন। তবে এই রিচার্জ প্ল্যান কেবলমাত্র জিও ফোন গ্রাহকদের জন্য। কিন্তু একাধিক পদ্ধতি রয়েছে, যার মাধ্যমে সাধারণ ফোনেও এই সুবিধা উপভোগ করা যায়।
VI- এর ১২৯ টাকার Recharge Plan
VI- এর এই প্ল্যানে মোট ২০০ এমবি ডেটা পাওয়া যাবে। কিন্তু এই প্ল্যানে SMS সুবিধা পাবেন না গ্রাহকেরা। এই প্ল্যানের বৈধতা ১৮ দিন। আনলিমিটেড কলিং এর সুবিধা পাচ্ছেন।
আরও পড়ুন, বর্তমানে ব্যাংকে দিচ্ছে সর্বোচ্চ সুদ।
Airtel-এর ১৫৫ টাকার রিচার্জ প্ল্যান
এই প্ল্যানের Validity ২৪ দিন। মোট ১ GB ইন্টারনেট ডেটা পাওয়া যাবে। ৩০০ টি SMS সহ আনলিমিটেড কলিং (Unlimited Calling) এর সুবিধা পাবেন গ্রাহকরা। এই তালিকায় এয়ারটেলের এই প্ল্যানটি একটু দামি। এছাড়া বেশি ডেটা যাদের প্রয়োজন তাদের জন্য একাধিক Best Recharge Plans রয়েছে।
সেগুলো জানতে এখানে ক্লিক করুন।
Written by Rajib Ghosh.