Advertisement
Best Online Business Ideas 2022
Advertisement

Online Business Ideas : অনলাইনে এই ব্যবসা করলে কম সময়ে প্রচুর পরিমাণ টাকা রোজগার করা সম্ভব, দেখে নিন

বর্তমান তথ্য-প্রযুক্তির যুগে দেশের বেশিরভাগ মানুষই কোনও জিনিস ক্রয়ের ক্ষেত্রে অনলাইনকেই (Online Business Ideas) বেছে নিচ্ছে। এর ফলে অনলাইনে ব্যবসা করার চাহিদাও ক্রমাগত বেড়েই চলেছে। এই অনলাইনে ব্যবসা করে কোটি টাকা রোজগার করা সম্ভব। কিন্তু কীভাবে? আজকে সেটাই জানাবো এই প্রতিবেদনের মাধ্যমে।

Advertisement

বর্তমানে যে কোনও ব্যবসা শুরুর ক্ষেত্রে অনেক প্রতিযোগিতা থাকে। যার ফলে অনেকেরই মনে হয়, আদৌ ব্যবসায় লাভ করা সম্ভব হবে কি না (Online Business Ideas)? তবে কম সময়ে ভালো পরিমাণে টাকা রোজগার করতে চাইলে এই ব্যবসা করতে পারেন। এটি হল অনলাইন ফুয়েল সেলের (Online Fuel Business) ব্যবসা। অর্থাৎ পেট্রোল এবং ডিজেল বিক্রির ব্যবসা। তবে পাম্পের মাধ্যমে বিক্রি নয়, বরং অনলাইনে পেট্রোল এবং ডিজেল ডেলিভারির ব্যবসা। একেবারে নতুন আইডিয়া, তাই মন দিয়ে পড়ুন।

Advertisement

২০১৬ সালে ফুয়েল হোম ডেলিভারির ব্যবসা করার অনুমতি দিয়েছিল সরকার (Online Business Ideas)। বর্তমানে যানবাহন ব্যবহারের চাহিদা যেভাবে বেড়ে চলেছে, তাতে করে ঘণ্টার পর ঘণ্টা পেট্রোল পাম্পেও (online fuel business) দাঁড়িয়ে থাকতে হচ্ছে ফুয়েলের জন্য।

Advertisement

সেখানে যদি অনলাইনের মাধ্যমেই বাড়িতে বসে ফুয়েল ক্রয় করা সম্ভব হয়, সেটির চাহিদা মানুষের কাছে বাড়বে বই কমবে না। তবে এই ব্যবসা শুরু করার জন্য নির্দিষ্ট নিয়ম মানতে হবে। তবে ব্যবসা শুরু করার পর মুনাফা অর্জন করা সম্ভব হবে। সেগুলি কি কি? তাহলে চলুন জেনে নেওয়া যাক। online fuel delivery business

প্রথমত এই ব্যবসা শুরু করার জন্য একটি নির্দিষ্ট অ্যাপ বা ওয়েবসাইটের সাহায্য নিতে হবে। যার দ্বারা অনলাইন ডেলিভারি করা যাবে। এরপর ব্যবসা শুরুর আগে পরিকল্পনা, খরচ, আয় ইত্যাদির ব্যাখ্যা উল্লিখিত রিপোর্ট তৈরি করতে হবে। Online Business Ideas

EK24 News

সেটি তেল সংস্থাগুলির কাছে নিয়ে যেতে হবে। সংস্থাগুলি সেটি দেখার পর অনুমোদন করলেই অনলাইন ফুয়েলের ব্যবসা শুরু করা যাবে। বর্তমানে ‘পেপফুয়েল’ নামক একটি কোম্পানি এই ব্যবসার সাথে যুক্ত রয়েছে। Online Business Ideas

Advertisement

কত টাকা বিনিয়োগ করতে হতে পারে
এই ব্যবসা শুরু করতে গেলে ব্যবসার মালিককে প্রায় ১২ লক্ষ টাকা পর্যন্ত বিনিয়োগ করতে হতে পারে। বিনিয়োগের অর্থের জন্য পিএম মুদ্রা লোণ যোজনার সাহায্য নিতে পারেন বিনিয়োগকারী। এই যোজনার মাধ্যমে ১০ লক্ষ টাকা পর্যন্ত লোণ নেওয়া সম্ভব হবে। তবে এই বিষয়ে আরও বিশদে জানতে হলে ওয়েব সার্চ করা যেতে পারে। ব্যবসায় মুনাফা অর্জনের পর লোনের টাকা পরিশোধ করা যাবে।

আপনিও যদি চান তাহলে নির্দিষ্ট পরিকল্পনার সাথে এই ব্যবসা করতে পারেন। এই সম্পর্কিত অন্যান্য খবরের আপডেট পেতে হলে অবশ্যই এই ওয়েবসাইটটি ফলো করতে ভুলবেন না। Online Business Ideas
Written by Manika Basak.

মন্দার বাজারে একমাত্র এই ব্যাবসায় রয়েছে কম বিনিয়োগে 50-50 লাভ,

২ টাকার কয়েন করবে বাজিমাৎ, বাড়ি বসেই হতে পারেন ৫ লাখ টাকার মালিক

Advertisement
Advertisement
One thought on “Online Business Ideas – বাড়িতে বসে অনলাইনে ব্যাবসা করার চমৎকার একটি আইডিয়া, শুরু করলেই জীবন বদলে যাবে।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Advertisement