Advertisement
Sustainable Business Ideas 2022
Advertisement

Sustainable Business Ideas 2022 – লোকসান নেই এই ব‍্যবসায়! নামমাত্র পুঁজিতে শুরু করুন

প্রত্যেকেই স্বাধীনভাবে আয় করতে চান। কোনো সংস্থায় চাকরি করলে সেই সংস্থার অধীনে নিয়ম মেনে কাজ করে যেতে হয় (Sustainable Business Ideas 2022)। একটা বাঁধাধরা জীবনের মধ্যে দিয়ে যেতে হয়। অনেক মানুষ এই ধরনের গতানুগতিক জীবন পছন্দ করেন না। স্বাধীনভাবে আয় করার প্রশ্ন উঠলেই প্রথমেই আসে যেকোনো একটি ব্যবসা করার কথা। কিন্তু ব্যবসা (Business) করতে গেলেই মোটা টাকার মূলধনের প্রয়োজন। ফলে ইচ্ছা থাকলেও উপায় হয় না।

Advertisement

সেই জায়গায় দাঁড়িয়ে এমন একটি ব্যবসার (Sustainable Business Ideas 2022) বিষয় নিয়ে এখানে আলোচনা করা হবে, যে ব্যবসায় একদম নামমাত্র পুজি দিয়ে শুরু করা যায় এবং ভাল আয় (Income) করা যায়। তাই যাদের পুঁজি নেই অথচ চাকরি না করে ব্যবসা (Business) করতে চান, তারা খুব অল্প টাকা ইনভেস্ট করেই ব্যবসা শুরু করতে পারেন।
ব্যবসাটি হল চা পাতার (Tea Leaf) ব্যবসা।

Advertisement

প্রতিদিন প্রায় প্রত্যেক মানুষই চা খান। বিশেষ করে বিভিন্ন এলাকায় যে সমস্ত চায়ের দোকান রয়েছে, সেখান থেকে হাজার হাজার মানুষ চা খাচ্ছেন প্রতিদিন। ফলে সেইসব চায়ের দোকানে প্রতিদিন অন্তত পক্ষে এক থেকে দুই কেজি পর্যন্ত চা পাতার প্রয়োজন। যদি আপনি 30 টি চায়ের দোকানকে টার্গেট করতে পারেন, তারা যদি প্রতিদিন আপনার কাছ থেকে 1 কেজি চা কিনে নেয়, তাহলে আপনার ভালো আয় হবে। চায়ের দোকানদাররা 1 কেজি চা পাতা 400 থেকে 424 টাকা দরে কেনে। Sustainable Business Ideas 2022

Advertisement

একটু ভালো মানের চা 320 টাকা দরে কিনতে পারবেন। হয়তো কখনো কখনো দামের হেরফের হয়। আপনি যদি শুরুতেই 320 টাকা দরে চা পাতা কিনে দোকানদারকে 380 টাকা দরে বিক্রি করেন, তাহলে আপনার প্রতি কেজিতে প্রায় 50 টাকা লাভ হতে পারে। সেখানে হিসাব করলেই দেখবেন 30 কেজিতে আপনার লাভ প্রতিদিন 1500 টাকা।
তবে চেষ্টা করবেন, নগদ লেনদেনের জন্য। যদিও বিভিন্ন দোকানে নগদ সব সময় দিতে পারেন না। সেক্ষেত্রে তারা পরের দিন হয়তো আপনাকে টাকা দিয়ে দেবেন। Sustainable Business Ideas 2022

এখানে আপনাকে 1 কেজি পুজি মার্কেটে রাখতে হবে। আর 1 কেজি পুজি রাখতে হবে পরের দিনের জন্য। হয়তো প্রথমেই 30 টি দোকান ধরতে পারবেন না। তবে ধীরে ধীরে সেটা সম্ভব হবে। যদি বেশী সময় ধরে ধৈর্য্য রেখে ব‍্যবসা চালিয়ে যেতে পারেন তাহলে এই ব‍্যবসায় ভালো রোজগার করা সম্ভব হবে। আরো একটা কথা মাথায় রাখতে হবে, অনেক সময় বহু টাকা বিনিয়োগ করেও ব‍্যবসা চলে না। সেক্ষেত্রেও কোনো সমস্যা নেই। চা পাতা যেভাবেই হোক বিক্রি হয়ে যাবে। দোকানদারকে বোঝাতে পারলে আপনার চা পাতা বিক্রি হবেই। Sustainable Business Ideas 2022

EK24 News

৯০% সরকারি ভর্তুকি সাহায্য নিয়ে দশ হাজার টাকা বিনিয়োগ করে প্রতি মাসে লাখ লাখ টাকা করুন

Advertisement

এই ব‍্যবসায় টাকা লোকসান হবার কোনো সম্ভাবনা নেই। কারণ পণ্য আপনার কাছেই থাকছে। ব‍্যবসার পরিধি বাড়লে তখন লোক নিয়োগ করতে পারবেন। তখন বেশ কয়েকজন লোককে কাজ দেওয়া সম্ভব হবে। ব‍্যবসার হিসাবের জন্য অভিজ্ঞ লোক রাখতে পারেন। যাতে আপনার খুব একটা সমস্যা তৈরি না হয়। অল্প পুজি নিয়ে এই ব‍্যবসাটি শুরু করতে পারেন। Sustainable Business Ideas 2022
Written by Rajib Ghosh

মাত্র 5 হাজার টাকা দিয়ে পোষ্ট অফিসের ফ্রাঞ্চাইজি নিয়ে, মাসে লাখ টাকা আয় করুন

Advertisement
Advertisement

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Advertisement