LIC Policy – প্রতিদিন মাত্র 160 টাকা জমিয়ে কোটিপতি হওয়ার সুযোগ দিচ্ছে LIC এর এই নতুন পলিসি। দ্রুত বিনিয়োগ দ্রুত রিটার্ন।

আপনি কি বিনিয়োগ (investment) করতে চান? কিন্তু কোথায় করবেন, কোথায় লাভ বেশি, তা ভেবে পাচ্ছেন না? তাহলে LIC Policy এর থেকে আর কোন ভালো মাধ্যম হয়তো আপনি পাবেন। আর এই ব্যাপারে সাহায্য করতে আজ এগিয়ে এসেছি আমরা। বর্তমান যুগে টাকা ছাড়া দুনিয়া অচল। যে করেই হোক বেশি বেশি টাকা উপার্জন করতে চায় সকলেই। তাই বিনিয়োগ এমন স্থানে করতে হবে যেখান থেকে দ্বিগুণ সুবিধা পাওয়া যাবে অর্থাৎ আপনি যদি ১ লাখ বিনিয়োগ (LIC Policy Investment) করেন, তো ২ লাখ ফেরত আসবে।

Advertisement

Best 3 LIC Policy to invest in 2024 in India.

তবে আজ আমরা এমন দুর্দান্ত ৩টি বিনিয়োগের LIC Policy নিয়ে কথা বলব যেখানে ১ লাখ নয়, বরং ৫০০ টাকা হাতে থাকলেই বিনিয়োগ করতে পারবেন আপনি। আর কত রিটার্ন মিলবে জানেন? ১ কোটি টাকা। এই প্ল্যান গুলি দেশের বৃহত্তম বীমা সংস্থা এলআইসি আপনাকে প্রদান করছে। সুতরাং গ্যারান্টির সঙ্গে লাভ পাওয়ার সম্ভাবনা রয়েছে এখানে। চলুন দেখে নেওয়া যাক।

Advertisement

Shiromani Jeevan Umang Jeevan Labh LIC Policy Interest Rate.

ভারতের লাইফ ইন্স্যুরেন্স কর্পোরেশন (Life Insurance Corporation Of India) বিভিন্ন সুবিধাজনক প্ল্যান গ্ৰাহকদের প্রদান করে থাকে। এই প্ল্যান গুলি সাধারণ মানুষের আয়ের স্কেল অনুযায়ী তৈরি করা হয়। আর এই গুলিতে নাবালক থেকে শুরু করে বৃদ্ধ সকলেই বিনিয়োগ করতে পারেন। এরকমই ৩ টি পেনশন প্ল্যান (LIC Policy Pension Plan) নিয়ে আজ আলোচনা করব। অনেকেই এখান থেকে লাভ পেয়েছেন।

LIC Jeevan Shiromani

এখানে বিনিয়োগ করতে গেলে ১৮ থেকে ৫৫ বছরের মধ্যে বয়স হতে হবে আপনার। এখানে ২০ বছরের মেয়াদে টাকার ম্যাচিওরিটি (LIC Policy Maturity) হয়ে থাকে। ১৬ বছরের জন্য প্রিমিয়াম জমা করতে হবে এই প্ল্যানে। ন্যূনতম ৫০০ টাকার থেকে বিনিয়োগ শুরু করা যায়। রিটার্ন কত পাবেন? মেয়াদ শেষে আপনি ১ কোটি টাকা পর্যন্ত রিটার্ন পান।

প্রধানমন্ত্রী মুদ্রা যোজনা E Mudra Loan Yojana

LIC Jeevan Labh Policy

এলআইসি জীবন লাভ পলিসিতে অনেক কম বিনিয়োগে বড় রিটার্ন মিলে। তাই গ্রাহকদের মধ্যে বেশ জনপ্রিয় এই পেনশন প্ল্যানটি। সর্বনিম্ন ৮ থেকে সর্বোচ্চ 59 বছর বয়সী ব্যক্তিরা এখানে বিনিয়োগ করতে পারেন। এটিও ২০ বছরের একটি প্ল্যান। এখানে টাকা রিটার্ন পেতে হলে 16 বছর পর্যন্ত প্রিমিয়াম জমা করতে হবে। এই প্ল্যানটিতে ন্যূনতম ১৬০ টাকা থেকে বিনিয়োগ শুরু করা যায়। কত রিটার্ন পাবেন? টাকা ম্যাচিউরিটির পর আপনি ১ কোটি রিটার্ন পাবেন (LIC Policy).

Advertisement

ব্যবসা করতে টাকা দিচ্ছে সরকার। কিভাবে অনলাইনে আবেদন করবেন?

LIC Jeevan Umang Policy

এলআইসির প্রথম সারির প্ল্যান গুলির মধ্যে জীবন উমঙ্গ পলিসি অন্যতম। সর্বনিম্ন ৩ মাস বয়সের শিশু থেকে সর্বোচ্চ ৫৫ বছর বয়সী ব্যক্তিদের নামে এই পলিসি চালু করা যায়। এটি ৭৫ বছরের একটি প্ল্যান। এখানে টাকা রিটার্ন পেতে হলে ২৫ বছর পর্যন্ত প্রিমিয়াম (LIC Policy Calculator) জমা করতে হবে।
Written by Nabadip Saha.

ব্যাংক একাউন্টে 3000 টাকা দিচ্ছে মোদী সরকার। আধার কার্ড থাকলে সবাই টাকা পাবে।

শেয়ার করুন: Sharing is Caring!

Leave a Comment