Loan Repayment – এবার চাইলেই ব্যাংক লোন পাবেন। সরকারের নতুন নিয়মে এবার আরও বেশি লোক লোন নেবে।

টাকার দরকার? ব্যাংক থেকে লোন (Bank Loan) নেওয়ার পরিকল্পনা করছেন? আবার লোন পরিশোধ বা Bank Loan Repayment নিয়ে চিন্তা করছেন? তবে এই খবরটি শুধুমাত্র আপনার জন্য। আমাদের অনেকেরই কোন না কোন সময় টাকার অভাব হয়। এই পরিস্থিতিতে আমরা ব্যাংক থেকে Personal Loan, Home Loan, Car Loan, Gold Loan সহ একাধিক লোন নিতে চাই। কিন্তু লোন নিলেই তো হলো না। তাকে সময় মতো শোধ না করতে পারলে (Loan Repayment) ভোগান্তির শেষ নেই। মূল্য বৃদ্ধির সঙ্গে ব্যাংক গুলি সুদের হারও (Bank Loan Interest rate) বাড়িয়েছে। ফলে বেড়েছে ইএমআই (Bank Loan EMI Calculator).

Advertisement

Instant Bank Loan and Loan Repayment

তাই লোন নিলে এখন তার ডবল টাকা সুদ ও আসল হিসাবে Loan Repayment বা ফেরত দিতে হবে ব্যাংকের কাছে। এই পরিস্থিতিতে অনেক মানুষই সর্বস্বান্ত হয়ে পড়েন লোন শোধ করতে গিয়ে। তাই অনেকেই ভয় পান লোন নিতে। কিন্তু এবার রিজার্ভ ব্যাংক তথা RBI এর নতুন নিয়মে, Personal Loan Repayment বা লোনের টাকা পরিষদ নিয়ে চিন্তার দিন শেষ। সম্প্রতি ভারতীয় রিজার্ভ ব্যাংক রেপো রেট (RBI Repo Rate) কম করায় পরিবর্তন এসেছে সুদের হারে। কমেছে লোনের ইএমআই রেটও (Bank Loan EMI Rate). এছাড়া লোনের কিস্তি নিয়ে গ্রাহক কে হয়রানি করার যে রেওয়াজ আছে, সেটা বন্ধ হতে চলেছে। যার ফলে এখন অনেকেই Personal Loan নিতে আগ্রহী হচ্ছেন।

Advertisement

Home and Personal Loan Repayment Calculation

এই সুযোগে অনেকেই হোম লোন, কার লোন, ব্যাক্তিগত ঋণ বা Personal Loan নিয়ে নিচ্ছেন ব্যাংক থেকে। আপনিই বা কেন পিছিয়ে থাকবেন? দ্রুত জেনে নিন এই সম্পর্কে। গত ২০২২ সালে একাধিক কারনে, স্বাভাবিকভাবেই আর্থিক মন্দা দেখা দিয়েছিল অনেক দেশে। ভারতের অর্থনীতিতেও এর প্রভাব পড়েছিল। শুরু হয় মুদ্রাস্ফীতি। ফলে রেপো রেট বাড়িয়ে দেয় ভারতীয় রিজার্ভ ব্যাংক (Reserve Bank of India).

রেপো রেট (Repo Rate) বাড়ায় বৃদ্ধি পায় সুদের হার। ফলে হোম লোন, কার লোন, বিজনেস লোন সব কিছুতেই ইএমআই এর পরিমাণও বেড়ে যায় সমস্ত ব্যাংকে। যা অসুবিধাজনক করে তোলে লোন নেওয়ার প্রক্রিয়াকে। মানুষ প্রয়োজন থাকলেও ব্যাংক থেকে লোন (Take Loan From SBI) নিতে পারত না। কারণ বিপুল দেনায় ডুবতে হতো তাদের। বেশ অনেক মাস ধরে এই পরিস্থিতি বেসামাল ছিল। কিন্তু গত বছর থেকে তা নিয়ন্ত্রণে আসতে শুরু করেছে।

Personal Loan Repayment with Repo rate

ভারতীয় রিজার্ভ ব্যাংক জানাচ্ছে, গত বছর ফেব্রুয়ারি মাস থেকে রেপো রেটে (Repo Rate) আর কোনো বৃদ্ধি ঘটেনি। যার ফলে স্থিতিশীল রয়েছে সুদের হার সহ EMI ও। গত সপ্তাহে রিজার্ভ ব্যাংকের গভর্নর শক্তিকান্ত দাসের (RBI Governor Shaktikanta Das) সভাপতিত্বে ৬ সদস্যকে সঙ্গে নিয়ে জারি হয় এক বৈঠক। এই বৈঠক ছিল ব্যাংকের ত্রৈমাসিক ঋণনীতির পর্যালোচনার জন্য। আর বৈঠক শেষেই সুদের হার কমার বিষয়টি স্পষ্ট করে কেন্দ্রীয় ব্যাংক।

Advertisement
How to become riche by taking loan (লোন নিয়ে বড়লোক হওয়ার উপায়)

জানানো হয় গত বছর থেকে ব্যাংকের রেপো রেট ৬.৫ শতাংশেই স্থির রয়েছে। এখন তা স্থির থাকবে বলেই আশা করা হচ্ছে। যার ফলে কমেছে সুদের হার। কমেছে ইএমআই। ফলে সহজ হয়েছে যে কোনো ধরনের লোন নেওয়া।
ব্যাংক অফ বরোদার (BOB) ইকোনমিস্ট মদন সাবনভিস বলেছেন, “গত এক বছর ধরে ব্যাংকের Repo Rate 6.5% আছে। এই কারণে সুদের হার আগের চেয়ে অনেকটাই কম হয়েছে (Take Loan Interest Rate).

টাকার দরকার হলে, ফটাফট টাকা দিচ্ছে এই 5 টি ব্যাংক। ভারতের সেরা 5 পার্সোনাল লোন স্কিম।

Bank Loan EMI and interest rate

যা ঋণগ্রহীতাদের সুবিধা করতে চলেছে। তবে সঙ্গে তিনি এও জানিয়েছেন, “বাজারে মুদ্রাস্ফীতির পরিমাণ এখনো 6.8% রয়েছে। এছাড়াও আগামী সেপ্টেম্বর অক্টোবর মাসে খারিফ শস্যের উৎপাদন নিয়ে চিন্তায় রয়েছেন তারা। তখন আবার মূল্য বৃদ্ধি ঘটতে পারে। যা আবার বাড়িয়ে দিতে পারে সুদের হারকে (Loan Repayment Interest Rate). ঋণ নেওয়ার (Bank Loan) আগে আপনারা সকল তথ্য ও সুদের হার সম্পর্কে ভালো করে জেনে নিয়ে তবেই নেবেন।
Written by Nabadip Saha.

বিভিন্ন রকম ব্যাংক লোন নিতে নিচের লিংক গুলো ক্লিক করুন।
গৃহঋণ বা হোম লোন তথা Home Loan পেতে এখানে দেখুন।
পার্সোনাল লোন বা ব্যাক্তিগত ঋণ বা Personal Loan পেতে এখানে দেখুন।
ব্যাবসার জন্য Business Loan পেতে এখানে দেখুন।
পড়াশোনার জন্য লোন পেতে বা Student Loan পেতে এখানে ক্লিক করুন।
Gold Loan বা স্বর্ণঋণ পেতে এখানে ক্লিক করুন।
প্রধানমন্ত্রী মুদ্রা যোজনায় ই শ্রম কার্ড লোন বা (Instant E Mudra Loan) ঋণ পেতে এখানে দেখুন।

দরকার হলেই টাকা দিচ্ছে SBI. আধার কার্ড দেখালেই 5 মিনিটে পাবেন। লাইনে দাঁড়াতে হবে না।

শেয়ার করুন: Sharing is Caring!

Leave a Comment