Bank Holidays in May – মে মাসে 11 দিন ছুটি থাকছে ব্যাংক, ব্যাঙ্কে যাওয়ায় আগে দেখে নিন।

Bank Holidays – মে মাসে মোট ১১ দিন ছুটি থাকবে ব্যাঙ্ক। ব্যাঙ্কে যাওয়ার আগে দেখে নিন ছুটির তালিকা

মে মাসে ব্যাঙ্কে মোট ছুটি থাকবে ১১ দিন (Bank Holidays in May). তার মধ্যে অন্তর্ভুক্ত রয়েছে রবিবার ও দ্বিতীয় এবং চতুর্থ শনিবারের ছুটি। সেই সঙ্গে রয়েছে চারটি উৎসবের ছুটি। তাই ব্যাঙ্কে যাওয়ার আগে দেখে নিন কোন কোন দিন বন্ধ থাকবে ব্যাঙ্ক।

Advertisement

রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার(RBI) প্রকাশিত ছুটির তালিকা অনুসারে সপ্তাহান্ত-সহ মে মাসে ব্যাঙ্কে ছুটি রয়েছে মোট ১১ দিন। সেই সঙ্গে ছুটির তালিকায় অন্তর্ভুক্ত রয়েছে চারটি উৎসব। এক্ষেত্রে উল্লেখ্য, ছুটির দিনে কার্যকর থাকবে অনলাইন ব্যাঙ্কিং পরিষেবা গুলি। Bank Holidays in May

Advertisement

আরো পড়ুন,  রাজ্য সরকারী কর্মীদের ডিএ দেওয়ার সিদ্ধান্ত আদালত নয়, বিধানসভা নেয়

RBI -এর ছুটির তালিকা অনুযায়ী জাতীয় এবং আঞ্চলিক হিসাবে ছুটিগুলি নির্ধারিত হয়।
ঈদ-উল-ফিতর এবং বুদ্ধ পূর্ণিমা উপলক্ষে আগামী মাসে দুটি দীর্ঘ সপ্তাহান্তের ছুটি রয়েছে। সেই কারনে ব্যাংকে টানা তিনদিন করে বন্ধ থাকবে। Bank Holidays in May

ফলে আগামী মাসে যাদের ব্যাঙ্কে গুরুত্বপূর্ণ কাজ রয়েছে, তারা ব্যাঙ্কে যাওয়ার আগে দেখে নিন ছুটির তালিকা গুলি।
১লা মে: রবিবার
২রা মে: সোমবার, রমজান-ঈদ(ঈদ-উল-ফিতর)
কোচি, তিরুবন্তপুরম

আরো পড়ুন, FD vs RD – ফিক্সড ডিপজিট না রেকারিং, কোনটিতে বেশি সুদ, কোনটিতে বেশি সুবিধা?

৩রা মে: মঙ্গলবার, পরশুরাম জয়ন্তী/রমজান-ঈদ(ঈদ-উল-ফিতর)/বাসব জয়ন্তী/ অক্ষয় তৃতীয়া উপলক্ষে সারা ভারতে ছুটি।কোচি, তিরুবন্তপুরম বাদে। Bank Holidays in May

Advertisement

৮ই মে: রবিবার
৯ই মে: সোমবার, রবীন্দ্র জয়ন্তী, পশ্চিমবঙ্গ।
১৪ই মে: দ্বিতীয় শনিবার।
১৫ই মে: রবিবার।

১৬ই মে: সোমবার, বুদ্ধ পূর্ণিমা।
২২শে মে: রবিবার।
২৮শে মে: চতুর্থ শনিবার।
২৯শে মে: রবিবার।

ব্যাঙ্কিং পরিষেবা নিতে এই ছুটির তালিকা দেখে ব্যাঙ্কে যেতে হবে গ্রাহককে। পরবর্তী নিত্য নতুন আপডেট পেতে চোখ রাখুন ek24 ওয়েবসাইটে।
Written By Purabi Deb

আরো পড়ুন, ২ টাকার কয়েন করবে বাজিমাৎ, বাড়ি বসেই হতে পারেন ৫ লাখ টাকার মালিক

শেয়ার করুন: Sharing is Caring!

Leave a Comment